বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে রামপুরহাট পুরসভা মুক্তমঞ্চে রবিবার একটি সভা হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি মহম্মদ ওয়ায়েজুল হকের দাবি, “বাম আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও উন্নয়ন হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সমস্ত পিছিয়ে পড়া শ্রেণির আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও সমাজের বিকাশ হয়েছে। তাই উন্নয়নমুখী বাংলা গড়ার প্রয়াসকে বাস্তবায়িত করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই।” উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক তথা প্রাবন্ধিক ও লেখক এসএম শামসুদ্দিন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, অচিন্ত্যকুমার গোস্বামী, পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আব্দুর রউফ, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
|
খয়রাশেলের বড়রা গ্রামে চলছে ঝরে মহাশ্মশান মেলা। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে ১৬ বছর আগে এই মেলার সূচনা করেন শঙ্করপ্রসাদ সরকার। সেই থেকে প্রতি বছর কলেবরে বেড়ে চলেছে মেলা। শতাধিক স্টল, বাউল, কবি গান-সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানে সাজনো মেলার আকর্ষণে ঢল নামে মানুষের। এ বারও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার বিকেলে চার দিনের এই মেলার উদ্বোধন করেন খয়রাশোলের বিডিও মহম্মদ ইসরার। মেলার শেষ দিন আজ সোমবার। উদ্যোক্তারা বলছেন, আয়োজনে কোনও ঘটতি নেই। তবে মেলা ঘোরার আনন্দে থাবা বসিয়েছে অসময়ের বৃষ্টি ও ঠান্ডা হওয়ার দাপট।
|
নিজগৃহ নিজভূমি প্রকল্পে ১০১ জন উপভোক্তাকে পাট্টা বিলি করল রামপুরহাট ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতর। রবিবার রামপুরহাট ১ ব্লক প্রশাসনিক কার্যালয়ে রামপুরহাট মহকুমাশাসক রত্নেশ্বর রায়, বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি রাখী লেট প্রমুখ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহম্মদ মনিরুদ্দিন বলেন, “৯টি পঞ্চায়েতের মধ্যে বনহাট, আয়াষ, কুশুম্বা, নারায়ণপুর, মাসড়া ৫টি পঞ্চায়েতের ১০১ জন উপভোক্তাকে তিন একরের উপর জমির পাট্টা দেওয়া হয়।”
|
সিটুর দু’দিনের জেলা সম্মেলন শেষ হল রবিবার। রামপুরহাট রক্তকরবী মঞ্চে হওয়া এই সম্মেলনে ২৩ জনের জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হয়। শেখ ইসলাম সংগঠনের জেলা সম্পাদক ও ব্রজ মুখোপাধ্যায় সভাপতি হয়েছেন। ৮তম এই সম্মেলনে রাজ্যে তৃণমূল সরকারের গণতন্ত্র বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার সমর্থনে বক্তব্য রাখেন নেতৃত্বরা। |