সিরিয়া নিয়ে সমাধান অধরাই
সংবাদ সংস্থা • জেনিভা
১৬ ফেব্রুয়ারি |
দ্বিতীয় দফার শান্তি আলোচনাতেও বের হল না সমাধানসূত্র। সিরিয়া সঙ্কট কাটাতে এ বারের আলোচনাও শেষ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্ডনের রাজা আবদুল্লার মধ্যে এই ব্যাপারে কথাও হয়েছে। যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ার বহু মানুষই আশ্রয় নিয়েছেন জর্ডনে। ওবামা এবং আবদুল্লা একমত সিরিয়ার যুদ্ধ শেষ হওয়া উচিত। কিন্তু তা সত্ত্বেও সমাধানসূত্র না মেলায় জেনিভায় রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতাকারী লাখদর ব্রাহিমি সিরিয়ার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, “দু’বারের আলোচনা সত্ত্বেও আমরা তেমন কিছুই করতে পারলাম না।” আসাদ প্রশাসন এবং বিরোধী পক্ষ আরও এক প্রস্ত আলোচনার জন্য তৈরি। তবে সেটা কী ভাবে সম্ভব, জানেন না ব্রাহিমি। |
এভারেস্ট চড়ার খরচ কমলো
সংবাদ সংস্থা • কাঠমান্ডু
১৬ ফেব্রুয়ারি |
মাউন্ট এভারেস্টে চড়তে গেলে অনেক কম খরচ হবে বিদেশি আরোহীদের। নেপাল প্রশাসন জানিয়েছে, আগামী বছর থেকে এভারেস্ট অভিযাত্রীদের প্রত্যেককে ১১ হাজার ডলার দিতে হবে। এখন আরোহীপিছু ২৫ হাজার ডলার ‘লাইসেন্স ফি’ হিসেবে দিতে হয় সরকারকে। কিন্তু যদি সাত জনের একটি দল একসঙ্গে আরোহণ করে, সে ক্ষেত্রে ৭০ হাজার ডলার দিলেই অনুমতি মেলে। অনেকে খরচ বাঁচাতে তাই অল্পপরিচিত বা অপরিচিতদের সঙ্গে জোট বেঁধে দল তৈরি করে। সেই প্রবণতা কমাতে লাইসেন্স ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে মার্চ থেকে মে মাস পর্যন্ত সাউথ কলের পরিচিত পথে যাঁরা আরোহণ করবেন, তাঁদের খরচ অনেকটাই কমবে। |
কলোরাডোয় ধস, স্কি করতে গিয়ে নিখোঁজ ২ |
ভারী তুষারপাতের জেরে জেরবার উত্তর-পূর্ব আমেরিকার একটা বড় অংশ। নানা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের। এর মধ্যেই ফের দুর্ঘটনার খবর এসেছে কলোরাডো থেকে। সেখানকার পার্বত্য এলাকায় স্কি করতে গিয়ে নিখোঁজ হয়েছেন দু’জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, শনিবার ৮২ নম্বর জাতীয় সড়কের কাছে লেক কাউন্টিতে তুষার ধস নামে। সেই সময় অনেকেই স্কি করছিলেন। আচমকা ধসের ফলে আহত হন তিন জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুষার ধসের ফলে খোঁজ পাওয়া যাচ্ছে না দু’জনের। অন্য দিকে, ব্রিটেনের অবস্থা আগের থেকে ভাল। তবে শনিবার রাতে টেমস তীরবর্তী ১৪টি এলাকায় চূড়ান্ত বন্যা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। নিজের চোখে উদ্ধার কাজ দেখতে শনিবার পশ্চিম লন্ডনের টেমস তীরবর্তী একটি গ্রামে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সেখানে তিনি বলেন, “আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। নদীগুলিতে জল বাড়তে পারে। আমাদের সতর্ক থাকতে হবে।” |
ভিডিও বার্তা খতিয়ে দেখছে ঢাকা |
আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরির ভিডিও বার্তা খতিয়ে দেখছে বাংলাদেশ। আর দু’তিন দিনের মধ্যেই এই সম্পর্কিত সব তথ্য প্রশাসনের কাছে আসবে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিও-বার্তার পরে দেশের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। মোবাইলের সিম কার্ড বিক্রির ক্ষেত্রেও নজরদারি চালানো হচ্ছে। দেশের নিষিদ্ধ দল হেফাজতে ইসলাম এবং জামাতে ইসলামের উপরে রাখা হচ্ছে কড়া নজর। জামাতে ইসলামির সঙ্গে আল কায়দার ঘনিষ্ঠতার অভিযোগ এর আগেও প্রকাশ্যে এসেছে। ভিডিও-বার্তায় জামাত-নেতাদের পাশেই দাঁড়িয়েছেন জাওয়াহিরি। |
শুধু আমেরিকা, ব্রিটেনেই নয়। প্রাকৃতিক দুর্যোগের কবলে এখন জাপানও। ভয়াবহ তুষার ঝড়ে জাপানে মৃত্যু হয়েছে ১২ জনের। নানা দুর্ঘটনায় আহত হয়েছেন ১৬৫০ জন। দেশের সাতটি রাজ্য সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। টোকিওতে ২৭ সেন্টিমিটার পুরু বরফ জমেছে। প্রায় দু’হাজার মানুষকে তাঁদের বাড়ি থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার জন্য সারা দেশে যানচলাচল ভীষণ ভাবে ব্যাহত হচ্ছে। পাহাড় ঘেরা ট্রাঙ্ক রোডে প্রায় ৮০০ গাড়ি আটকে রয়েছে। শুক্রবারই বাতিল হয়েছে ১০০টির বেশি উড়ান। আবহাওয়া দফতর জানিয়েছে, তুষার ঝড়টি এখন উত্তরমুখী। |
ফের বিমান দুর্ঘটনা নেপালে। পোখরা থেকে ফেরার পথে ১৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল একটি বিমান। এই ঘটনার পর থেকে খোঁজ নেই ওই বিমানের ১৮ জন যাত্রীর। নিখোঁজদের মধ্যে একটি শিশু ও এক বিদেশি রয়েছেন। বাকিরা সবাই নেপালের নাগরিক। বিমান সংস্থা সূত্রে খবর, পর্যটকদের অন্যতম আকর্ষণস্থল পোখরা থেকে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ছেড়েছিল বিমানটি। মিনিট পনেরো পর থেকে বিমানটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পরে একটি জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। তবে খোঁজ মেলেনি ১৮ জন যাত্রীর। |
চড়ুইভাতি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল ছোট্ট শিশুরা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত শিশুর। পুলিশ জানিয়েছে, শনিবার একটি বাসে বাংলাদেশের বেনাপোলের ৩০টি শিশু গিয়েছিল চড়ুইভাতিতে। প্রত্যেকেরই বয়স ছয় থেকে দশের মধ্যে। মুজিবনগর থেকে ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত শিশুর। |