স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। ধৃতের নাম কাজল মাজি। বাড়ি আসানসোলের কাল্লা লাগোয়া ব্রাহ্মণ পাড়ায়। পুলিশ জানিয়েছে, শনিবার শ্বশুরবাড়ি থেকে শ্যামলী মাজি (২৫) নামে এক মহিলাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারাই বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশে খবর দেন। হাসপাতালে ভর্তি করানো হলেও রবিবার মারা যান তিনি। এর পরেই শ্যামলীদেবীর বাবা বিধান ঘোষ বধূহত্যার অভিযোগ করেন। তিনি জানান, পাঁচ বছর আগে তাঁর মেয়ের সঙ্গে কাজলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা। ঝাড়খণ্ডের নলার বাসিন্দা বিধানবাবুর দাবি, রবিবার সকালে শ্বশুরবাড়ির লোকেরাই মেয়ের মৃত্যু সংবাদ দেন। আগেও বারকয়েক তাঁর মেয়েকে খুনের চেষ্টা হয়েছে বলে তাঁর দাবি। এ দিনই বারাবনির কাপিষ্টায় বাড়ির দরজা ভেঙে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
|
পুলিশকর্মীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। শনিবার রাতে কাঁকসার বিরুডিহার কাছে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, বাসটি বর্ধমান থেকে পুলিশ কর্মীদের নিয়ে বাঁকুড়া যাচ্ছিল। বিরুডিহার কাছে হালকা বৃষ্টির মধ্যে আচমকা বাসটি একটি ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। আহত পুলিশকর্মীদের রাজবাঁধে এক বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও রবিবার পর্যন্ত ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সবাই স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
|
খনি ও শিল্পাঞ্চলের সদ্য প্রয়াত কবি সুনীলেন্দু প্রকাশ রায়ের স্মৃতিতে একটি কবিতা পাঠের আসরের আয়োজন করল আসানসোল সাহিত্য প্রেমী লেখক কবি সমাবেশ। অনুষ্ঠানটি হয় শনিবার। আসরে মোট ৪২ জন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। উপস্থিত ছিলেন কবি অসীমকৃষ্ণ দত্ত, বিকাশ গায়েন এবং কবি ও চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত। আয়োজকরা জানান, কবি সুনিলেন্দু্প্রকাশ রায়ের জন্ম হয়েছিল ১৯২৩ সালে। চলতি বছরের ৩০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
|
বন্ধ ঘরের তালা ভেঙে চুরির অভিযোগে রহমতনগর এলাকা থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে হিরাপুর থানার পুলিশ। ধৃতদের নাম টিপু খান ও মুস্তাক খান। পুলিশ জানিয়েছে, শনিবার ওই থানা এলাকার ইসমাইলের বাসিন্দা মাধব রায়ের বাড়ি থেকে নগদ টাকা ও বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়। জেরায় ধৃতেরা চুরির কথা স্বীকার করেছে বলে পুলিশের দাবি।
|
দুর্গাপুর গণ অধিকার মঞ্চের সম্মেলন আয়োজিত হয়ে গেল পলাশডিহায়। উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। সভায় আলোচনা প্রসঙ্গে তিনি জানান, জোর করে মানুষের জমি নেওয়া যাবে না। সঠিক পুনর্বাসন দিয়ে, তাঁর ভবিষ্যত সুনিশ্চিত করতে হবে। |