মঙ্গলবার দুপুরে অপহরণ করে সে দিনই সন্ধ্যায় অষ্টম শ্রেণির ছাত্র তাপস হালদারকে একাই গলা টিপে শ্বাসরোধে করে খুন করেছিল প্রতিবেশি দ্বাদশ শ্রেণির ছাত্র সহদেব হালদার। পুলিশের দাবি, জেরার মুখে শনিবার এ কথা কবুল করেছে সে। এ দিন মালদহ রেঞ্জের ডিআইজি সত্যজিত বন্দোপাধ্যায় বামনগোলা গিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে অভিযুক্তকে জেরা করেন। পরে তিনি বলেন, “তাপসকে পেয়ারা খাওয়ার নাম করে সহদেব একাই নিয়ে গিয়েছিল। সে ভেবেছিল তাপসকে মুখ, হাত,পা বেঁধে রেখে তার বাবার কাছ থেকে ১০ লক্ষ টাকা আদায় করবে। কিন্তু টাকা পাওয়ার পর তাপসকে ছেড়ে দিলে পাড়ার সবাই জেনে গেলে তাকে মেরে ফেলবে এই ভয়ে সে সেখানেই তাকে সে দিনই সন্ধ্যায় গলা টিপে খুন করে।”
|
শুক্রবার ভোরে এনজেপি স্টেশন থেকে ট্রেনে কিশোরীকে তুলে ধর্ষণের ঘটনায় বিশেষ তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ওই সময় নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনের নিরাত্তার দায়িত্বে কারা ছিলেন এবং প্ল্যাটফর্মে এক কিশোরী একা দাঁড়িয়ে থাকলেও কেন ব্যবস্থা নেওয়া হয়নি তা খতিয়ে দেখছে পুলিশ। রেল পুলিশের যে কনস্টেবল বা অফিসারেরা সেই রাতে স্টেশনে দায়িত্বে ছিলেন তাদের সঙ্গে রেল সুরক্ষা বাহিনী তথা আরপিএফের অফিসার-কনস্টেবলদের ভূমিকাও খতিয়ে দেখা হবে ওই তদন্তে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত কমিটিতে কারা থাকবেন তা এখনও চূড়ান্ত হয়নি। আপাতত রেল পুলিশের অফিসারদের থেকে ঘটনার বিস্তারিত বিবরণ চেয়ে পাঠানো হয়েছে।
|
তাপমাত্রা খানিক বাড়লেও, শনিবার দিনভরও ‘ঠান্ডা-পরিস্থিতি’ শুক্রবারের মতোই থাকল উত্তরবঙ্গে। শনিবার সকালেও ঝিরঝির বৃষ্টি হয়েছে শিলিগুড়ি-জলপাইগুড়িতে। দিনের বেশি সময়টাই আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে কনকনে উত্তুরে হাওয়াও অব্যাহত ছিল। একই পরিস্থিতি ছিল কোচবিহারেও। বৃষ্টি ছিল মালদহেও। বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়ে জেলা বইমেলাও। তুষারপাত না হলেও, দিনভর ইলশেগুড়ি বৃষ্টি ছিল দার্জিলিঙে।
|
কোচবিহারের রাসমেলা ময়দানে শনিবার শুরু হল তিন দিনের শ্রমিক মেলা। রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু এদিন শ্রমিক মেলার উদ্বোধন করেন। তবে মেলায় তামাক শ্রমিকদের জন্য পৃথক কোনও স্টল বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ উঠেছে। |