বদল আসুক মানসিকতায়, ডাক্তারদের বললেন বিজ্ঞানী
ক্যান্সার চিকিৎসায় ভেলোর, মুম্বইয়ের সঙ্গে পাল্লা দিতে চিকিৎসকদের মানসিকতায় বদল আনা দরকার। শনিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) কামারহাটি শাখার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমনটাই জানান পরমাণু বিজ্ঞানী বিকাশ সিংহ। চিকিৎসকদের উদ্দেশে তিনি বললেন, “মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। তা না হলে গয়ংগচ্ছ ভাবেই চিকিৎসা চলবে।” প্রবীণ বিজ্ঞানীর সঙ্গে সহমত হলেন চিকিৎসকেরাও।
বেলঘরিয়ায় অধ্যাপক আর এন চ্যাটার্জি মেমোরিয়াল হলে এ দিনই শুরু হল আইএমএ-কামারহাটি শাখার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। আজ, রবিবারেও তা চলবে। এ দিন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রবণ যন্ত্র দানের আয়োজনও। অনুষ্ঠানে বারবারই উঠে এসেছে হৃদ্রোগ বিশেষজ্ঞ রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নাম। বস্তুত, তাঁর হাত ধরেই ওই এলাকায় আইএমএ-র সংগঠন গড়ে উঠেছিল বলে চিকিৎসকেরা জানান। এ দিনের সভাগৃহও রবীন্দ্রনাথবাবুর নামাঙ্কিত এবং চলতি বছর তাঁর জন্ম শতবর্ষ। আইএমএ-র কামারহাটি শাখার সভাপতি রাজকুমার দত্ত বলেন, “বিধানচন্দ্র রায়ের যোগ্য ছাত্র ছিলেন রবীন্দ্রনাথবাবু। রোগীদের জন্য জীবন উৎসর্গ করেছিলেন তিনি। আমরা চিকিৎসকেরাও তাঁর অবদান ভুলতে পারব না।”
এ দিনের অনুষ্ঠানে চিকিৎসকদের মানসিকতা বদলের উপদেশ দেওয়ার পাশাপাশি সমালোচনাও করেছেন বিজ্ঞানী বিকাশ সিংহ। অর্থের অভাবে এ রাজ্যের কত ক্যান্সার রোগী চিকিৎসা করাতে পারেন না, তার খবর চিকিৎসকেরা রাখেন কি না, সেই প্রশ্ন তুলে বিকাশবাবু বলেন, “অন্তত খোঁজটুকু রাখুন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.