‘মোস্ট ওয়ান্টেড’ কেএলও (কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন) জঙ্গি টম অধিকারী এবং নীলাম্বর রাজবংশী এখন নেপালে নেই বলে মনে করছেন তাঁদের ঘনিষ্ঠজনেরাও। শনিবার টমের বান্ধবী মেনকা রায় ফোনে দাবি করেন, “নেপালে এক বার আদালত চত্বরে এবং আর এক বার একটি থানায় টম, নীলাম্বরের সঙ্গে দেখা করেছিলাম। এখন ওঁরা আর নেপালে নেই বলে জানতে পেরেছি। তা হলে কোথায়?” ২৯ অগস্ট আলিপুরদুয়ারে বিস্ফোরণে অভিযুক্ত হলেও জামিনে মুক্ত রয়েছেন মেনকা। তাঁর সন্দেহ, নেপাল সীমান্ত পেরিয়ে গা ঢাকা দিতে গিয়ে টম ও নীলাম্বর পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধরা পড়তে পারেন। একই দাবি, কেএলও-র সাধারণ সম্পাদক কৈলাশ কোচের। রাজ্য পুলিশ এবং গোয়েন্দা বিভাগ জানিয়েছে, দুই জঙ্গিকে ধরার ব্যাপারে তারা আশাবাদী।
হবিবপুরে বাসে গুলি চালানোর ঘটনায় আর এক ‘মোস্ট ওয়ান্টেড’ কেএলও জঙ্গি মালখান সিংহ ওরফে মাধব মণ্ডলের মেজ ভাই যাদবকে ধরেছে পুলিশ। পুলিশের দাবি, শুক্রবার রাতে সোনাবাঁধ গ্রামে কিছু কেএলও-লিঙ্কম্যানের সঙ্গে বৈঠক করছিলেন যাদব। পুলিশ এলাকা ঘেরা শুরু করলে লিঙ্কম্যানেরা পালায়। যাদব ধরা পড়েন। বছর পাঁচেক আগেও কেএলও-র সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরা পড়ে দু’বছর জেল খাটেন যাদব। ছাড়া পেয়ে মুদির দোকান দিয়েছিলেন। তবে পুলিশের দাবি, মালখানের সঙ্গে যোগ ছিল তাঁর। মালদহের এসপি রাজেশ যাদব বলেন, ‘‘২৭ ডিসেম্বর হবিবপুরে যাত্রীবাহী বাসে হামলায় মালখানের সঙ্গে যাদবও ছিলেন।” এ দিন বিচারক যাদবকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। |
নিয়োগ-পরীক্ষার প্রশ্ন ফাঁস, অভিযোগ |
পশ্চিমবঙ্গ সরকারের অত্যাবশ্যকীয় পণ্য নিগমে কয়েকটি পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ উঠল। তাই পরীক্ষাটি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দফতর। ২৩ ফেব্রুয়ারি ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষা কবে হবে পরে তা ঘোষণা করা হবে বলে জানান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি শনিবার বলেন, “অত্যাবশ্যকীয় পণ্য নিগমের ৩০টি পদে তফশিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষিত পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। আবেদনকারীর সংখ্যা ২০০। ওই পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে বলে
দুর্গাপুরের এক প্রার্থী অভিযোগ জানান।” খাদ্যসচিব অনিল বর্মা এই ঘটনার তদন্তর দায়িত্বে আছেন বলে এ দিন জানিয়েছেন জ্যোতিপ্রিয়বাবু। |