খুনের দায়ে বিনোদ বণিক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক। শনিবার কৃষ্ণনগর জেলা আদালতের অতিরিক্ত দায়রা (প্রথম) বিচারক শম্পা দত্ত পাল এই সাজা দেন। সরকার পক্ষের আইনজীবী বসিরুদ্দিন আহমেদ জানান, ২০১১ সালের ২৪ অগস্ট নাকাশিপাড়ার বেথুয়াডহরি হাসপাতাল পাড়ার বাসিন্দা গুপিনাথ সাহাকে খুনের অভিযোগ ওঠে বিনোদ সহ মোট তিন জনের বিরুদ্ধে। অভিযুক্ত তিন জনের মধ্যে বিনোদকে দোষী সাব্যস্ত করেন বিচারক।
|
ভাইঝির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল দুই কাকার বিরুদ্ধে। শুক্রবার খড়গ্রামের শেরপুর গ্রামের ঘটনা। সাবিনা খাতুন নামে নবম শ্রেণির ওই ছাত্রী আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি। তার জ্যাঠামশাই আলি শেখ এই ঘটনায় তাঁর অন্য দুই ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। কান্দির এসডিপিও সন্দীপ সেন বলেন, “জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে।” |