টুকরো খবর
৮৬ জন পর্যবেক্ষক চায় কমিশন, ক্ষুব্ধ মমতা
লোকসভা ভোটে ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে ৮৬ জন আইএএস অফিসার চাইল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে ক্ষুব্ধ। শনিবার ঘনিষ্ঠ মহলে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানিয়েছেন, একেই রাজ্যে প্রয়োজনের তুলনায় আইএএস অফিসারের সংখ্যা অনেক কম। তার মধ্যে আবার ৮৬ জনকে নির্বাচনের কাজে নিয়ে নিলে সরকারে কাজ লাটে উঠবে। কমিশনের এক কর্তা এই যুক্তি মানতে নারাজ। তাঁর কথায়, ভোটের দিন ঘোষণা হয়ে গেলে সাধারণ ভাবে সরকারি কাজের চাপ অনেকটাই কমে যায়। তখন অফিসার কম থাকলেও অসুবিধা হওয়ার কথা নয়। নবান্ন সূত্রের খবর, কমিশনের প্রস্তাব বিবেচনার জন্য আর্জি জানাবে সরকার। রাজ্যের এক মুখপাত্র জানান, আগেও এমন আর্জি জানানোর নজির রয়েছে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটের সময় বিভিন্ন রাজ্যে পর্যবেক্ষক নিয়োগের জন্য প্রতিটি রাজ্যের কাছেই অফিসার চাওয়া হয়। কমিশনের প্রস্তাব সরাসরি যায় সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে। মুখ্যসচিবই অফিসারদের তালিকা কমিশনে পাঠান। ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন থেকে গণনা পর্যন্ত পর্যবেক্ষদের থাকতে হয়। তবে ভোট হয়ে যাওয়ার পরে গণনার দিন অনেক দেরিতে থাকলে মধ্যবর্তী সময়ে নিজের রাজ্যে ফিরে কাজ করতে পারেন অফিসারেরা। নির্বাচনের প্রস্তুতির সব দিক খতিয়ে দেখতে দিল্লিতে ২০ ফেব্রুয়ারি সারা দেশের সব রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের ডিজি-কে বৈঠকে ডেকেছে নির্বাচন কমিশন।

ফের উধাও পণ্ডা
ফের অল্পের জন্য পুলিশের হাত এড়িয়ে গেলেন মাওবাদী নেতা সব্যসাচী পণ্ডা। পুলিশ সূত্রে খবর, গঞ্জাম ও কন্ধমাল জেলার সীমানায় একটি মাওবাদী শিবিরের খোঁজ পায় নিরাপত্তাবাহিনী। যৌথ বাহিনী শিবিরের কাছে পৌঁছতেই গুলির লড়াই শুরু হয়। পুলিশের দাবি, পণ্ডা ওই শিবিরেই ছিলেন। লড়াইয়ের সময়ে পালিয়ে যান তিনি। আগেও অল্পের জন্য পুলিশের হাত ছাড়িয়ে পালিয়েছেন ওড়িশার ‘মোস্ট ওয়ান্টেড’ এই মাওবাদী নেতা।

মন ছুঁতে চান রাহুল কথায় কথায়
ক’দিন আগেই ‘চায়ে পে চর্চায়’ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। একই ধরনের মাধ্যম ব্যবহার করে রাহুল গাঁধী আজ মন ছুঁতে চাইলেন দেশের নবীন প্রজন্মের। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র-মঞ্চে দাঁড়িয়ে ওয়েবকাস্টের মাধ্যমে গোটা দেশে বার্তা দিয়ে জানালেন, “শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত স্মার্ট ফোনের মতো।
বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে। ছবি: পিটিআই।
মুক্ত এবং আন্তর্জাতিক স্তরে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সর্বক্ষণ যুক্ত।” বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে আজ ওই আলোচনার বিষয়বস্তু ছিল, শিক্ষাব্যবস্থা এবং দেশ গঠন। মঞ্চের এক দিকে বসে শিক্ষার্থীরা যেমন রাহুলকে প্রশ্ন করছিলেন, তেমনই অন্য দিকে ছিল একটি বিপুল আয়তনের স্ক্রিন। যেখানে ফুটে উঠছিল দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে জমায়েত হওয়া ছাত্রছাত্রীরা। ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে তাঁদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল।

উদ্যান উৎসব
রাষ্ট্রপতি ভবনের মোগল গার্ডেনে শনিবার থেকে ‘উদ্যানোৎসব’ শুরু করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। চলবে এক মাস। উৎসবের মুখ্য আকর্ষণ টিউলিপ ফুল। মোগল গার্ডেনে এ বার পাঁচ হাজারের বেশি টিউলিপ গাছ লাগানো হয়েছে। উৎসবের থিম রং হলুদ। তবে হলুদের পাশাপাশি লাল এবং কমলা রঙের ফুলও দেখা যাবে। বাগানের এক দিকে ক্যাকটাসের জন্য পৃথক অংশ। কী ভাবে মাটি ছাড়াই ফুল গাছের চাষ করা যায়, তার প্রদর্শনীও রয়েছে এ বারের উৎসবে।

রাষ্ট্রপতির বার্তা
নয়া প্রযুক্তি এলেও বই মুছে যাবে না বলেই বিশ্বাস করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। শনিবার নয়াদিল্লি বিশ্ব বইমেলার উদ্বোধন করে তিনি বলেন, “অনেকেই ভেবেছিলেন ইন্টারনেট আসায় বই বোধহয় পিছনের আসনে গিয়ে বসবে। কিন্তু আমার বিশ্বাস বই পড়ার অভ্যাস সভ্যতার ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই অভ্যাস যাওয়ার নয়।” প্রণববাবু ভারতের বহুত্ববাদী এবং পরমতসহিষ্ণু সংস্কৃতির কথাও তুলে ধরেন।

আটকে রাজধানী
মালগাড়ির ধাক্কায় এক রেলকর্মীর মৃত্যুর জেরে অবরোধে ঘণ্টাতিনেক আটকে থাকল দিল্লি-হাওড়া রাজধানী-সহ পাঁচটি ট্রেন। শনিবার বিহারের লখিসরাই জেলার মানকথা স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। পূর্ব মধ্য রেলের দানাপুর শাখার জন-সংযোগ আধিকারিক আর কে সিংহ জানান, মৃতের নাম রামসেবক মণ্ডল।

মৃত ২
তেজপুরে পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। জখম ৮ জন। পুলিশ জানায়, কুয়াশায় রাস্তা দেখতে না-পেরে একটি গাড়ি সেতুর রেলিং-এ ধাক্কা মারলে ঘটনাস্থলেই চালক ও আরোহীর মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.