তাপমাত্রা বাড়তেই উপদ্রব শুরু। খালপাড় সংলগ্ন এলাকা, সংযোজিত এলাকার সঙ্গে মূল বিধাননগরেও শুরু হয়েছে মশকবাহিনীর আক্রমণ। এ বার অবশ্য মশা নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুরসভা। সম্প্রতি নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী-সহ, পারিষদবর্গকে আসন্ন গরমকালে মশার থেকে বাসিন্দাদের রেহাই দিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মশার প্রকোপ বিধাননগরের প্রথম থেকেই আছে। একাধিক বার ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগে জেরবার হয়েছেন বাসিন্দারা। দু’দিকের দু’টি খাল, সঙ্গে সংযোজিত এলাকা এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতার অভাবসব মিলিয়ে দায়িত্বভার নিয়েই মশা নিয়ন্ত্রণে সমস্যায় পড়েছিল বর্তমান পুরবোর্ড। তাই বছরভর মশা নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে পুরসভা। ফলও মিলেছে। |
এ বার পুরসভার লক্ষ্য বাসিন্দাদের সচেতন করা। পুর-কর্তৃপক্ষ জানান, বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা পাশাপাশি যদি জল জমিয়ে না রাখা হয় তবে এই সমস্যার অনেকটাই সমাধান করা যাবে। এ কথা মাথায় রেখেই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি সচেতনতার প্রসারে জোর দিয়েছেন পুর-কর্তৃপক্ষ। একই সঙ্গে এলাকা সাফাইয়ে জোর দেওয়া হয়েছে। নানা এলাকায় ফগিং করা, ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও চলছে। বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‘এই সমস্যার হাত থেকে বাসিন্দাদের রেহাই দিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যেখানে মুখ্যমন্ত্রী এতটাই উদ্যোগী, সেখানে আমাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি লোকও আমরা পাব। এ ছাড়া রাজ্য সরকারের পর্যাপ্ত সহযোগিতাও পাচ্ছি। তবে এই সময়ে বাড়ি বাড়ি সচেতনতার প্রসারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।’’ |