মুখ্যমন্ত্রীর নির্দেশ, মশা ঠেকাতে
নেমে পড়ল বিধাননগর পুরসভা
তাপমাত্রা বাড়তেই উপদ্রব শুরু। খালপাড় সংলগ্ন এলাকা, সংযোজিত এলাকার সঙ্গে মূল বিধাননগরেও শুরু হয়েছে মশকবাহিনীর আক্রমণ। এ বার অবশ্য মশা নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিতে চলেছে বিধাননগর পুরসভা। সম্প্রতি নবান্নে জরুরি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী-সহ, পারিষদবর্গকে আসন্ন গরমকালে মশার থেকে বাসিন্দাদের রেহাই দিতে অবিলম্বে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।
মশার প্রকোপ বিধাননগরের প্রথম থেকেই আছে। একাধিক বার ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত রোগে জেরবার হয়েছেন বাসিন্দারা। দু’দিকের দু’টি খাল, সঙ্গে সংযোজিত এলাকা এবং বাসিন্দাদের মধ্যে সচেতনতার অভাবসব মিলিয়ে দায়িত্বভার নিয়েই মশা নিয়ন্ত্রণে সমস্যায় পড়েছিল বর্তমান পুরবোর্ড। তাই বছরভর মশা নিয়ন্ত্রণের কাজ শুরু করেছে পুরসভা। ফলও মিলেছে।
মশার আঁতুড়।
এ বার পুরসভার লক্ষ্য বাসিন্দাদের সচেতন করা। পুর-কর্তৃপক্ষ জানান, বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা পাশাপাশি যদি জল জমিয়ে না রাখা হয় তবে এই সমস্যার অনেকটাই সমাধান করা যাবে। এ কথা মাথায় রেখেই কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের পাশাপাশি সচেতনতার প্রসারে জোর দিয়েছেন পুর-কর্তৃপক্ষ। একই সঙ্গে এলাকা সাফাইয়ে জোর দেওয়া হয়েছে। নানা এলাকায় ফগিং করা, ব্লিচিং পাউডার ছড়ানোর কাজও চলছে। বিধাননগর পুরসভার চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তী বলেন, ‘‘এই সমস্যার হাত থেকে বাসিন্দাদের রেহাই দিতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। যেখানে মুখ্যমন্ত্রী এতটাই উদ্যোগী, সেখানে আমাদের বাড়তি দায়িত্ব নিতে হবে। বাড়তি লোকও আমরা পাব। এ ছাড়া রাজ্য সরকারের পর্যাপ্ত সহযোগিতাও পাচ্ছি। তবে এই সময়ে বাড়ি বাড়ি সচেতনতার প্রসারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।’’
এলাকার সব সরকারি-বেসরকারি হাসপাতালগুলির সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। মশাবাহিত রোগে আক্রান্ত কেউ চিকিৎসা করাতে এলে পুরসভাকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। পুর-কর্তৃপক্ষ বাসিন্দাদের কারও মশাবাহিত রোগ হলে দ্রুত পুরসভার কাছে জানাতে আবেদন করেছেন। যাতে কোনও ঘটনা নজরে এলেই দ্রুত সেই বাসিন্দার বাসস্থান-সহ গোটা এলাকায় ব্যবস্থা নেওয়া যায়।
বাসিন্দাদের একাংশের অভিযোগ, কেষ্টপুর খালে জলের প্রবাহ থাকলেও ইস্টার্ন ড্রেনেজ চ্যানেলে বহু জায়গায় খাল রুদ্ধ হয়ে রয়েছে। পাশাপাশি বিধাননগরের অনেক জায়গায় গজিয়ে ওঠা ঝুপড়িতে অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে রয়েছে। সংযুক্ত এলাকায় পর্যাপ্ত নিকাশি ও পয়ঃপ্রণালী ব্যবস্থা গড়ে ওঠেনি। করুণাময়ী মোড়ের সরকারি বাসস্ট্যান্ড-সহ একাধিক বাসস্ট্যান্ড, অফিসপাড়ার একাধিক জায়গায় মশার আঁতুড় রয়েছে।
বাসিন্দাদের একাংশের দাবি, এই সময়ে মশার লার্ভা ধ্বংস করা গেলে সমস্যার অনেকটা সমাধান হবে। প্রশাসনের অবশ্য দাবি, তারা এ বিষয়ে ওয়াকিবহাল। সে অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।

ছবি: শৌভিক দে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.