জ্যোতি বসু স্মারক বক্তৃতা করলেন গৌতম
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
লোকসভা ভোটের আগে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা গৌতম দেব। শুক্রবার শিলিগুড়ির মিত্র সম্মিলনী হলে জ্যোতি বসু স্মারক বক্তৃতায় গৌতমবাবু বক্তব্য রাখেন। জ্যোতি বসুর স্মৃতিচারণার সঙ্গেই লোকসভার প্রস্তুতি শুরু করতে কর্মী সমর্থকদের আহ্বান জানান তিনি। গৌতমবাবুর কথায়, “দু’হাজার ছয় সালের পরে হয়ত আমাদের কিছু ভুল ত্রুটি হয়েছে, সে কারণে বামপন্থীরাই আমাদের ভোট না দেওয়ায় বিধানসভায় হেরেছি। তাঁরা সকলেই আমাদের ঘরের লোক। তাঁরা আবার ফিরতে শুরু করেছেন, তার প্রমাণ ব্রিগেডের সভা। সে কথা তৃণমূলও বুঝতে পেরেছে।” এ দিনের সভায় গৌতমবাবু কর্মী-সমর্থকদের আর্জি জানান, প্রতিটি বাড়ি, ওয়ার্ডে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলতে হবে। যে সমর্থকরা অভিমান করে সরে গিয়েছেন তাঁদের ফিরিয়ে আনতে দলের নেতা কর্মীদের সকলের সঙ্গে কথা বলে আলোচনা করার পরামর্শ সিপিএমের কেন্দ্রীয় কমিটির নেতা জানিয়েছেন। গৌতমবাবু বলেন, “কংগ্রেস তো এ রাজ্য থেকে প্রায় উঠে গিয়েছে। দেশে ক্ষমতায় আসা থেকে কংগ্রেসকে আটকাতে হবে। সাম্প্রদায়িক বিজেপিকেও আসতে দেওয়া যাবে না। সে কারণেই রাজবাসীর কাছে আমাদের ভোট দেওয়ার আর্জি জানাতে হবে।” এ দিনের সভায় দেশে তৃতীয় বিকল্পের কথা বারবার বলেছেন গৌতমবাবু। এ দিন সিপিএমের দার্জিলিং জেলা সিপিএমের কার্যকরী সম্পাদক জীবেশ সরকার এবং প্রাক্তন পুরমন্ত্রী তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
|
দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পণ্যবাহী ছোট গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হল। শুক্রবার সকালে ময়নাগুড়ির দোমহনি পুরাতন বাজার এলাকায় এই দুর্ঘটনায় মারা যান বলরাম সরকার (৬০)। পাঁচ পথচারিও জখম হয়েছেন। তাঁদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন শিলিগুড়ি থেকে ময়নাগুড়িতে ফেরার সময় পণ্যবাহী ছোট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ধাক্কা মারে। ঘটনাস্থলেই বলরামবাবুর মৃত্যু হয়।
|
অ্যাথলেটিক মিট
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি অ্যাথলেটিক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের বার্ষিক অ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হবে আগামী ১৬ ফেব্রুয়ারি। গেটবাজারের রেলওয়ে ইন্সটিটিউট ময়দানে এই ক্রীড়া প্রতিযোগিতা হবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক তথা শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের অ্যথলেটিক্স সচিব বিবেকানন্দ ঘোষ। প্রায় ৩৮০ জনের এই প্রতিয়োগিতায় অংশ নেওয়ার কথা। মোট ৫০ টি ইভেন্টে প্রতিযোগিতা হবে বলে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে জানানো হয়।
|
ছাত্রদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
মহকুমার ৮২ জন মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা দিল পুরসভা ও একটি বেসরকারি সংস্থা। শুক্রবার দুপুরে আলিপুরদুয়ারের পুরসভা হলে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন পুর চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক। ওই সংস্থার পক্ষে সুধীররঞ্জন ঘোষ জানান, ২০১৩-র মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ নানা পরীক্ষায় ৯০ শতাংশ পাওয়া ৮২ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
|
জন্মদিন পালন জলপাইগুড়িতে
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
পঞ্চানন বর্মা স্মারক সমিতির উদ্যোগে শুক্রবার ময়নাগুড়িতে অনুষ্ঠিত হল রায় সাহেব পঞ্চানন বর্মার ১৪৯ তম জন্ম জয়ন্তীর অনুষ্ঠান। এ দিন সকাল থেকেই এলাকায় নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিল আলোচনা চক্র। স্মারক সমিতির ময়নাগুড়ি শাখা সম্পাদক বাবলু রায় জানান, পঞ্চানন বর্মার জন্ম সার্ধশত বর্ষ উপলক্ষে সারা বছর ধরেই বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নেওয়া হয়েছে।
|
আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা |
দার্জিলিং জেলা আন্তঃবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় মহিলা দলগত বিভাগে জয়ী শিলিগুড়ি (দক্ষিণ) দলকে পুরস্কার দিচ্ছেন জেলা স্কুল স্পোর্টস বোর্ডের সভাপতি মদন মিত্র। শিলিগুড়ির তরাই স্কুল ময়দানে মোট পাঁচটি জোন নিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয় শুক্রবার। প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলাশাসক পুনীত যাদব। ছিলেন উত্তরবঙ্গ গৌতম দেব, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপরতন ঘোষ প্রমুখ। ছেলে ও মেয়েদের দুটি বিভাগেই চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ি (দক্ষিণ)।
|
বরযাত্রীর গাড়ি উল্টে জখম হলেন ১৫ জন। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে নাগরাকাটার পানঝোরায়। নাগরাকাটার লালঝামেলা বস্তি থেকে মালবাজারের রাজা চা বাগানে যাওয়ার পতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। |