টুকরো খবর
যুবকের দেহ উদ্ধার কৃষ্ণনগরে
এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জাভার কাছে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের পাশে মৃতদেহটিকে পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা পুলিশে খবর দেন। এপর পুলিশে গিয়ে দেহটি উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে অন্য কোথাও খুন করে রাস্তার পাশে মৃতদেহটি ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে।

কাশিমবাজার স্টেশনে জৈব শৌচালয় উদ্বোধন
প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী শুক্রবার বেলডাঙার রেলের অনুষ্ঠান থেকে কাশিমবাজার স্টেশনে জৈব শৌচালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, “রেল ও প্রতিরক্ষা বিভাগের যৌথ উদ্যোগে জৈব শৌচাগার আবিষ্কৃত হয়েছে। ওই শৌচাগারের মল জীবানু মুক্ত হয়ে হয় জল হয়ে যাবে, নয়তো গ্যাস হয়ে যাবে।” তিনি বলেন, “সারা দেশে প্রায় ৪০০টি কোচে ওই ধরণের শৌচাগার রয়েছে। কিন্তু স্টেশনে ওই ধরণের শৌচাগার এই প্রথম।” এ দিন তিনি রেজিনগরে কম্পিউটারচালিত আসন সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। অনেকটা উঁচু রেজিনগর স্টেশনে শারীরিক প্রতিবন্ধীদের সহজে পৌঁছনোর জন্য ‘রাম্প’-এরও উদ্বোধন করেন অধীরবাবু। প্রায় ৮০ কোটি টাকা ব্যয়ে ভাগীরথীর উপর নশিপুর-আজিমগঞ্জ রেলসেতু নির্মাণের পর কয়েক বছর ধরে পড়ে আছে। কারণ, আজিমগঞ্জের দিকে রেলসেতুতে ওঠার জন্য সংযোগকারী সড়কপথ নির্মানে প্রয়োজন সাড়ে ৭ একর জমি।

বহরমপুরে সংবর্ধনা অধীর চৌধুরীকে। ছবি: গৌতম প্রামাণিক।
জটিলতা দেখা দেওয়ায় ওই জমি আজও অধিগ্রহণ করা হয়নি। ওই জমি নিয়ে নাম না করে মমতাকে কটাক্ষ করেন অধীরবাবু। তিনি বলেন, “জমিদাতাদের চাকরির ব্যবস্থা করেছি। অধিকাংশ জমিদাতাই রাজি। কিন্তু গুটি কয়েক মানুষ রাজি হচ্ছে না অদৃশ্য শক্তির উস্কানিতে।” ঠিক তার আগেই তিনি বলেন, “বহরমপুরের চোঁয়াপুর ও পঞ্চাননতলায় দু’টি উড়াল পুল তৈরি করার জন্য রেল সাড়ে ৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে। ঠিকাদারও নিয়োগ করা হয়েছে। কিন্তু রাজ্য ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিচ্ছে না।”

টেন্ডার বিতর্ক, প্রহৃত কর্মাধ্যক্ষ
টেন্ডার নিয়ে বিতর্কের জেরে কান্দির নিজের দলের প্রধানের হাতেই মার খেলেন কান্দি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কংগ্রেসের হায়দার আলি। তিনি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ব্লক প্রশাসন সূত্রের খবর, শুক্রবার কান্দি ব্লকের ১৬টি স্কুলে মিড-ডে মিলের রান্নার ঘর তৈরির জন্য টেন্ডার জমা দেওয়ার দিন। এ নিয়ে স্থানীয় আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কংগ্রেসের মালেক শেখের সঙ্গে বচসা বাধে হায়দার আলির। অভিযোগ, হায়দার আলি নিজের ঘর থেকে বার হতেই তাঁকে ঘুষি মারেন মালেক শেখ। ঘটনার পর থেকেই মালেক বেপাত্তা। জখম হায়দার আলির বক্তব্য, “আমরা দুর্নীতিমুক্ত টেন্ডার করতে চেয়েছিলাম। তা না-পছন্দ হওয়ায় মালেক আমাকে মারল। বিডিও-কে বিষয়টি জানিয়েছি।” বিডিও সুরজিৎ রায় বলেন, “টেন্ডার নিয়ে গোলমাল হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ সরকার বলেন, “কী কারণে এমন ঘটনা ঘটেছে সেটা খোঁজ নিয়ে দেখছি।”

উদ্ধার ২২ কিলোগ্রাম রূপো
এত দিন সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে সোনা পাচার হয়ে চলে আসছিল এ দেশে। এ বার ভারত থেকে বাংলাদেশে রূপো পাচার হওয়ার সময়ে ধরা পড়ল। রূপো পাওয়া গেলেও ধরা যায়নি পাচারকারীদের। আগে থেকে খবর পেয়ে তারা চম্পট দেয়। কিন্তু, যাওয়ার সময়ে ফেলে যায় ছোট ছোট রূপো-র বল। অনেকটা ছোট শোলার বলের মতো দেখতে। সব মিলিয়ে ২২ কিলোগ্রাম এই রূপোর বাজারদর প্রায় ৯ লক্ষ ৯৪ হাজার টাকা বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। বাহিনী সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই পাচারের খবর আগাম এসে পৌঁছোয় তাঁদের কাছে। হানা দেন বিএসএফ জওয়ানেরা। নদীয়ার চাপরা থানা এলাকার রাঙ্গিয়াপোতা সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় দু’টি ব্যাগ। পলিপ্যাকে মোড়া অনেকগুলি প্যাকেট। এক একটি প্যাকেটের ভিতরে অসংখ্য রূপো-র বল। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই রূপো ও দিন রাতেই বাংলাদেশে পাচার করে দেওয়ার কথা ছিল। এই রূপো কৃষ্ণনগরের শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.