মুর্শিদাবাদের লড়াকু মডেলই অস্ত্র অধীরের
দ্য নিযুক্ত প্রদেশ কংগ্রেস সভাপতি, একই সঙ্গে তিনি রেল প্রতিমন্ত্রী দুই রূপেই নিজের স্বভূমি মুর্শিদাবাদের বহরমপুরে পা রেখেই দলীয় কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন অধীর চৌধুরী।
প্রায় খাদের কিনারে দাঁড়িয়ে থাকা রাজ্য কংগ্রেসকে শক্তিশালী করার কাজ তাঁকে দ্রুত করতে হবে। পাশাপাশি তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের আঁতুড়ঘর মুর্শিদাবাদে রেলের কাজ দ্রুত শেষ করাও যে জরুরি, তা বিলক্ষণ জানেন অধীর। তাই শুক্রবার বহরমপুরের সমাবেশ থেকেই অধীর জানালেন, এত দিন যে ভাবে মুর্শিদাবাদে কংগ্রেস ঘাঁটিকে রক্ষা করেছেন, সে ভাবেই রাজ্য কংগ্রেসের হাল ফেরানোর চেষ্টা করবেন। এই প্রচেষ্টায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসই তাঁর ‘রোল মডেল’। বলেন, “রাজ্যের কংগ্রেস কর্মীদের বলব, খাদের কিনারে দাঁড়িয়ে থাকা রাজ্য ও রাজ্য কংগ্রেসকে বাঁচাতে মুর্শিদাবাদের কংগ্রেস কর্মীদের মতো প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করুন। মুর্শিদাবাদ কংগ্রেসকে রোল মডেল করুন।”
রেজিনগরে কম্পিউটার চালিত আসন সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন ছাড়াও তিনি একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করেন। বহরমপুরে দলীয় সভা এবং রেজিনগরে রেলের অনুষ্ঠান দুই জায়গাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন অধীর। মুখ্যমন্ত্রীর নাম না করে বলেন, “কংগ্রেসকে শেষ করতে এই রাজ্যের একজন শপথ নিয়েছেন। সনিয়া গাঁধী আমাকে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব দিয়ে বলেছেন, রাজ্যে কংগ্রেস সংগঠনটা মজবুত করতে হবে।” সেই সঙ্গে তাঁর তির্যক মন্তব্য, “এক দিকে তিনি নবজাগরণের রাজ্যকে ধর্ষণের রাজ্যে পরিণত করেছেন। অন্য দিকে কোটি কোটি টাকা খরচ করে বিভিন্ন উৎসবের নামে মেলা-খেলা করছেন। এ সব তাঁর রাজনৈতিক চটুলতা!”
মুর্শিদাবাদ জেলার উন্নয়ন থমকে যাওয়ায় রেজিনগরে প্রাক্তন রেলমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি অধীর। তাঁর অভিযোগ, ভাগীরথী নদীর উপর নশিপুর-আজিমগঞ্জ রেলসেতু নির্মাণ হওয়ার পর কয়েক বছর পড়ে আছে। কারণ আজিমগঞ্জের দিকে সেতুতে ওঠার সংযোগকারী সড়কপথ নির্মাণের জন্য মাত্র সাড়ে ৭ একর জমিও মেলেনি। ওই জমি অধিগ্রহণ না করা নিয়েও রাজ্য সরকারের নিন্দা করেন অধীর। আরও অভিযোগ, “চুঁয়াপুর এবং পঞ্চাননতলায় দু’টি উড়ালপুল তৈরির জন্য রাজ্যকে একটি পয়সাও দিতে হবে না। দরকার শুধু রাজ্যের ‘নো অবজেকশন সার্টিফিকেট’। সরকার তা-ও দিচ্ছে না।” এখানে রেল প্রতিমন্ত্রী একজন প্রশাসকের মতোই বলেন, “রাজ্যের এমন আচরণের জন্য বেলডাঙার বড়ুয়া রেলগেটে উড়ালপুল করব না। আন্ডার পাস করব। সে জন্য রাজ্য সরকারের এনওসি লাগবে না।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.