উৎসবের আকর্ষণ বালু ভাস্কর্য
দ্বিতীয় সমুদ্র উৎসবের সূচনা হল দিঘায়। শুক্রবার নিউ দিঘার পুলিশ হলিডে হোম মাঠে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন তমলুকের সাংসদ শুভেন্দু অকিারী। উপস্থিত ছিলেন জলসম্পদ মন্ত্রী সৌমেন মহাপাত্র, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক অন্তরা আচার্য, জেলা সভাধিপতি মধুরিমা মণ্ডল, জেলা পুলিশ সুপার সুকেশ জৈন, পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি অজিত বর্ধন প্রমুখ। অনুষ্টানে স্বাগত ভাষণ দেন অজিত বর্ধন। শুভেন্দুবাবু বলেন, “বিধান রায়ের মানস কন্যা সৈকত সুন্দরী দিঘা। দিঘা এখন আর শুধু রাজ্যের নয়, দেশের অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত এমনকী বিদেশ থেকেও পর্যটকেরা এখন দিঘায় আসছেন।
সমুদ্র উৎসবের সূচনায় সাংসদ শুভেন্দু অধিকারী। —নিজস্ব চিত্র।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রসারের জন্যই এই সাফল্য পাওয়া গিয়েছে।” তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেল মানচিত্রে দিঘাকে নিয়ে আসেন। এছাড়াও মুখ্যমন্ত্রী হিসেবে দিঘায় পর্যটনের প্রসারের জন্য তিনি একাধিক পদক্ষেপ করেছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য দিঘায় পৃথক উপকূল থানা করা হয়েছে। মন্দারমনি ও তাজপুরেও উন্নয়নের প্রসারের জন্য ওই দু’টি জায়গাকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পষর্দের আওতায় আনা হয়েছে।
শুভেন্দুবাবু আরও জানান, দিঘায় পার্কগুলিকে সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তায় বসেছে নতুন পথবাতি। দিঘা শহরের দীর্ঘদিনের নিকাশি সমস্যা মেটাতে সংস্কারের কাজ শুরু হয়েছে। বর্ধমানের পানাগড়ে ‘মাটি উৎসব’-এ ব্যস্ত থাকায় মুখ্যমন্ত্রী এ দিন আসতে পারেননি। তবে উনি সমুদ্র উৎসবকে সার্থক করে তোলার জন্য জেলার সকল জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দিয়েছেন।
দিঘায় সমুদ্র উৎসব শুরু হল শুক্রবার। এ দিন বালি দিয়ে দুর্গার
মুখ গড়লেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক। ছবি: সোহম গুহ।
সমুদ্র উৎসবে বিভিন্ন জেলার মোট ৩৫ টি স্টল বসেছে। সরকারের তথ্য ও জনসংযোগ দফতর, পশ্চিমবঙ্গ পুলিশ, হলদিয়া উন্নয়ন পর্ষদ, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, দিঘার হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকেও স্টল দেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী ও স্বনির্ভর দলের মহিলারা এ দিন মেলায় ভিড় করেন। সমুদ্র উৎসবে বাড়তি আকর্ষণ সমুদ্র সৈকতে বালুশিল্পী সুদর্শন পট্টনায়েকের বালুভাস্কর্য। এ দিন শুভেন্দুবাবু ওই ভাস্কর্যেরও উদ্বোধন করেন। সুদর্শনবাবু বলেন, “দেবীমূর্তি ও নারীশক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের অবয়ব তৈরি করতে ১২ ট্রাক বালি নিয়ে আসা হয়েছে।” সৌমেন মহাপাত্র বলেন, “সৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি পর্যটকদের মেলার আনন্দ দিতে এই সমুদ্র উৎসবের আয়োজন করা হয়ছে। আরও বেশি পর্যটকের কাছে পর্যটনকেন্দ্র হিসেবে দিঘাকে তুলে ধরাও এই উৎসবের অন্যতম লক্ষ্য।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.