টুকরো খবর
এগিয়ে অস্ট্রেলিয়া

১৪ ফেব্রুয়ারি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নের বাইশ গজে টেস্টের তৃতীয় দিনও আগুন ছোটালেন মিচেল জনসন। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৬৮ রান দিয়ে তিনি নিলেন সাত উইকেট। জনসনের দাপটেই প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার ৩৯৭ রানের জবাবে ডে’ভিলিয়ার্সদের প্রথম ইনিংস শেষ হয় ২০৬ রানে। জনসনের আগুনে গতির সামনে এ দিন শুরু থেকেই নড়বড়ে ছিলেন রবিন পিটারসেনরা। এক মাত্র এবি ডে’ভিলিয়ার্স (৯১) ছাড়া দক্ষিণ আফ্রিকার কেউ দাঁড়াতে পারেননি অস্ট্রেলীয় পেস অ্যাটাকের সামনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ২৮৮-৩। সেঞ্চুরি করেছেন ওপেনার ডেভিড ওয়ার্নার (১১৫)। রান পেয়েছেন অ্যালেক্স ডুলানও (৮৯)। দিনের শেষে ক্রিজে আছেন শন মার্শ (৪৪ ব্যাটিং) এবং অধিনায়ক মাইকেল ক্লার্ক (১৭ ব্যাটিং)। অস্ট্রেলিয়ার লিড এখন ৪৭৯ রানের।

ভারতের জন্য বিশেষ কমিটি

১৪ ফেব্রুয়ারি
দু’দেশের ক্রিকেটীয় সম্পর্ক মজবুত করার জন্য ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা শুরু করতে চার সদস্যের বিশেষ কমিটি তৈরি করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাক বোর্ড প্রশাসনের দায়িত্বে থাকা ম্যানেজিং কমিটির সদস্য জাহির আব্বাস এ দিন বলেছেন, “কমিটিতে থাকবেন বোর্ড চেয়ারম্যান নাজম শেঠি ও প্রাক্তন চেয়ারম্যান শাহারয়ার খান। বাকি দুই সদস্যের মধ্যে একজন ক্রিকেটারও থাকবে।” চলতি মাসের শেষে এই কমিটি চূড়ান্ত হবে। এ দিকে, ওয়েস্ট ইন্ডিজ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের সহকারী কোচ হলেন পল কলিংউড।

পদ্মা-গঙ্গা কাপ করার উদ্যোগ
পদ্মা-গঙ্গা কাপ হতে পারে এই বছরই। বহু দিন আগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং ফেডারেশনের সভাপতি প্রিয়রঞ্জন দাশমুন্সি উদ্যোগ নিয়েছিলেন পদ্মা-গঙ্গা কাপ করার। নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর দুই বাংলার ক্লাব নিয়ে এই টুর্নামেন্ট করা সম্ভব হয়নি। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান, ইউনাইটেড এবং বাংলাদেশের আবাহনী, মুক্তিযোদ্ধা, ঢাকা মহমেডান, শেখ জামাল ধানমন্ডিকে নিয়ে এই টুর্নামেন্ট করার কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

কানিতকরের ওয়ার্কশপ
শহরে এসে ব্যাডমিন্টনের ওয়ার্কশপ করে গেলেন কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ও ভারতের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় নিখিল কানিতকর। বেঙ্গল ব্যাডমিন্টন অ্যাকাডেমির এই ওয়ার্কশপে বাংলার নামী খেলোয়াড়রা যেমন ছিলেন, তেমনই হাজির ছিল শিক্ষানবিশরাও। প্রায় ১০০ জনের এই ওয়ার্কশপ শেষে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। ওয়ার্কশপ নিয়ে খেলোয়াড়দের আগ্রহ দেখে খুশি কানিতকর জানান, ফের তিনি কলকাতায় এসে এমন ওয়ার্কশপ করতে চান।

লাল-হলুদের জয়
অনূর্ধ্ব-১৯ আই লিগের দ্বিতীয় ম্যাচেও জিতল ইস্টবেঙ্গল। শুক্রবার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে লাল-হলুদের ছোটরা কালীঘাট মিলন সংঘকে হারাল ১-০। প্রথম ম্যাচে ভবানীপুরকে হারিয়েছিল ইস্টবেঙ্গল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.