টুকরো খবর
সরোবরের দূষণ রোধে

রবীন্দ্র সরোবরের দূষণ রোধে তিন মাসে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। এক স্বেচ্ছাসেবী সংস্থা জনস্বার্থ মামলা করে হাইকোর্টে জানায়, ২০১১-র ৩ জানুয়ারি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সরোবরকে দূষণমুক্ত করতে কেআইটি, ওই অঞ্চলের ক্লাব ও পুলিশকে ছ’দফা করে নির্দেশিকা দেয়। ৩ বছরেও তা মানা হয়নি। শুক্রবার প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এতে ক্ষোভ প্রকাশ করে। পর্ষদের আইনজীবী নয়নচাঁদ বিয়ানি কোর্টকে জানান, পর্ষদ বারবার হস্তক্ষেপ করলেও সুরাহা হয়নি। ডিভিশন বেঞ্চ রায় দেয়, স্থানীয় ক্লাবগুলিকে যুক্ত করতে হবে। কেআইটি-কে এক মাসে জানাতে হবে, নির্দেশিকা কতটা মানা হয়েছে। ছ’সপ্তাহের মধ্যে পর্ষদের সব নির্দেশিকা মেনে রিপোর্ট দিতে হবে। ডিসিকে (দক্ষিণ) রিপোর্ট দিতে হবে, ছ’সপ্তাহের জন্য দূষণমুক্ত আইনশৃঙ্খলা রক্ষায় কী ব্যবস্থা হয়েছে।

কাঠ বাজেয়াপ্ত করল বন দফতর

অতিরিক্ত গাছ কাটার ঘটনায় শুক্রবার পাচারের উদ্দেশে রাস্তার ধারে ফেলে রাখা কাঠ বাজেয়াপ্ত করল বন দফতর। এ দিন ডেবরা-সবং রাস্তার ডেবরার দিক থেকে ৪ কিলোমিটার অংশে বন দফতর ফের অভিযান চালায়। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এ দিন রাস্তার ধারে পড়ে থাকা কাঠ বন দফতর বাজেয়াপ্ত করে। চারটি ট্রাকে কাঠ বোঝাই করে ডেবরায় বন দফতরের রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। এ দিন খড়্গপুরের ডিএফও অঞ্জন গুহ বলেন, “অনুমতির থেকে অতিরিক্ত গাছ কাটা হয়েছে। আমরা এবিষয়ে পুলিশে অভিযোগ করেছি। এ বার পুলিশ, বন দফতর ও পূর্ত দফতর মিলে ওই ঘটনার তদন্ত করা হবে।” তিনি জানান, আমরা পূর্ত দফতরকেও রিপোর্ট দিতে বলেছি। একটি গাছও যাতে আর পাচার না হতে পারে, সেজন্য বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলবে।” উল্লেখ্য, ডেবরা থেকে সবং ২৭ কিলোমিটার রাস্তা সম্প্রসারণের জন্য অনুমতির চেয়ে বেশি সংখ্যক গাছ কাটার অভিযোগে বুধবার ডেবরায় রেঞ্চ অফিসার মাণিক মাণ্ডিকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।

মিলল হাতির দেহ

১৪ ফেব্রুয়ারি
কাজিরাঙায় দু’টি হস্তিশাবকের দেহ মিলল। আজ অগরাতলি রেঞ্জে মৃতদেহ দু’টি দেখতে পাওয়া যায়। বনবিভাগের সন্দেহ, অন্য হাতিদের আক্রমণেই শাবক দু’টির মৃত্যু হয়েছে। অন্য দিকে, ইম্ফল থেকে গুয়াহাটিতে আনার সময় তেজপুরে উদ্ধার করা হল দু’টি টোকে গেকো। গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

বাইসনের অস্ত্রোপচার
চোখের একটি টিউমার হওয়ায় চলাফেরায় অসুবিধে হচ্ছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের একটি পুরুষ বাইসনে। বুধবার বন দফতরের পশু চিকিৎসকরা ৪০ মিনিট ধরে অস্ত্রোপচার করে সফলভাবে বাদ দেন টিউমারটি। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “বাইসনটির গতিবিধি এখন অনেকটাই স্বাভাবিক হয়েছে।” ৯ ফেব্রুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৩ মাইল এলাকায় দবাইসনটি নজরে আসে বনকর্মীদের। বন কর্মীরা লক্ষ করেন, খুব ধীর গতিতে হাঁটাচলা করছে। বাইসনটি কখনও গাছে ঠোক্কর খাচ্ছে কখনও বা দাঁড়িয়ে থাকছে। জলদাপাড়ার পশু চিকিৎসক অশোক সিংহ ও বক্সার পশু চিকিৎসক দীপক শর্মার তত্ত্বাবধানে বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি করে তার চিকিৎসা হয়। অস্ত্রপোচারের পর সেখানে বিশেষ ধরনের সুতো দিয়ে সেলাই করা হয়। বাইসনটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। জঙ্গলে ঘুরে ঘুরে ঘাস পাতা খাচ্ছে।

হাতির দেহ উদ্ধার
শুক্রবার একটি পূর্ণবয়স্ক স্ত্রী হাতির মৃতদেহ উদ্ধার করলেন বন কর্মীরা। এ দিন বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) দক্ষিণ রায়ডাক রেঞ্জের ছিপড়া বনাঞ্চল থেকে। কালে রুটিন টহল দেওয়ার সময় বনকর্মীরা হাতিটির মৃতদেহ জঙ্গলে পড়ে থাকতে দেখেন। হাতিটির আনুমানিক বয়স ২৫ বছর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের (পূর্ব) দক্ষিণ রায়ডাক রেঞ্জ অফিসার জয়ন্ত মন্ডল জানান, শুক্রবার এক পূর্ণবয়স্ক স্ত্রী হাতির দেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর হাতিটির সৎকার করা হয়। বক্সা ব্যাঘ্র প্রকল্পে পূর্ব উপক্ষেত্র অধিকর্তা ভাস্কর জেভি জানান, হাতিটির পেটে সক্রামণ ছিল। সম্ভবত সেই কারণে হাতিটির মৃত্যু হয়। ক্ষত, আঘাতের চিহ্ন মেলেনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.