নিখোঁজ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
মুণ্ডেশ্বরী নদীর শাখা বোরার খালে স্নান করতে নেমে শুক্রবার সকালে নিখোঁজ হয়েছে আরামবাগের কেশবপুর গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রী। বিপর্যয় মোকাবিলা দফতরের প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি এবং স্থানীয় লোকজন তল্লাশি চালিয়েও সন্ধ্যা পর্যন্ত শিউলি বেরা নামে ওই ছাত্রীর খোঁজ পাননি। আরামবাগের বিডিও প্রণব সাঙ্গুই বলেন, “বিপর্যয় মোকবিলা দফতরের প্রশিক্ষণপ্রাপ্ত ১২ জন তল্লাশি চালাচ্ছেন। কলকাতা থেকেও ডুবুরি আনার ব্যবস্থা হয়েছে।” বালিকার বাবা শান্তিনাথ বেরা বলেন, “মেয়ে কেন কাদের সঙ্গে খালে নামল কিছুই বুঝতে পারছি না। অন্য দিন বাড়ির কাছে পুকুরে বা নলকূপের জলেই স্নান করে।” |
দুর্ঘটনায় মৃত প্রৌঢ়
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
বাইকের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক প্রৌঢ়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে পুড়শুড়া ব্লক অফিস-সংলগ্ন রাস্তায়। পুলিশ জানায়, মৃতের নাম রূপচাঁদ গুছাইত (৫০)। |
দিন তিনেক আগে চুঁচুড়ায় পুলিশের চোখে ধুলো ছুড়ে, ব্লেড চালিয়ে প্রিজন ভ্যান থেকে যে ছয় বন্দি পালিয়েছিল, তাদের মধ্যে থাকা জিকো পালকে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার রাতে বলাগড়ের কুন্তীঘাটের একটি বাড়ি তাকে ধরে বলাগড় থানার পুলিশ। |