টুকরো খবর
বর্ধমানে দ্বিতীয় পরিবেশ বান্ধব ইট কারখানা এসিসি-র
সাড়ে ৩ কোটি টাকা লগ্নিতে কাঁকসায় পরিবেশ বান্ধব ইট কারখানা খুলল এসিসি। তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বার হওয়া ফ্লাই অ্যাশ (বর্জ্য ছাই) দিয়ে গড়া হবে ওই ইট। বর্ধমানে এটি সংস্থার দ্বিতীয় কারখানা। এসিসি-র ডিরেক্টর (বিক্রি) সি কুরিয়ন জানান, গড়ে এখানে দৈনিক ২০ হাজার করে ইট তৈরি হবে। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের নির্দেশ, তাপবিদ্যুৎ কেন্দ্রের ১০০ কিমি পরিধির মধ্যে নির্মাণ কাজ সারতে হবে ওই কেন্দ্রের ছাই থেকে তৈরি ইট দিয়ে (ফ্লাই অ্যাশ ব্রিক)। প্রচলিত পদ্ধতিতে ইট তৈরির জন্য মাটি, জল এবং কয়লা প্রচুর পরিমাণে লাগে। সেখানে ফ্লাই অ্যাশ ইট এ সবই সাশ্রয় করে। বছর দুয়েক আগেও এসিসি বর্ধমানে এ রকম ইট কারখানা খুলেছে। তবে ইট ব্যবসায়ীদের অভিযোগ, এই ইটের বাজার তৈরি হয়নি। ফ্লাই অ্যাশ ব্রিক ব্যবহারের সরকারি নির্দেশও মানা হয় না। এসিসি-র আধিকারিকরা অবশ্য জানান, ছত্তিশগঢ়, ঝাড়খন্ডে ইতিমধ্যেই সরকারি নির্দেশ কার্যকরী হয়েছে। এই রাজ্যও দ্রুত সে পথে হাঁটবে বলে তাঁদের আশা।

দক্ষ কর্মী গড়তে
দক্ষ কর্মী গড়ার লক্ষ্যে বণিকসভা ফিকি-র সঙ্গে গাঁটছড়া বাঁধল রাজ্য। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বর্ধমানে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরির জন্য ফিকি-র সঙ্গে সমঝোতাপত্র সই করেছে কারিগরি শিক্ষা দফতর। এ ছাড়া, রাজ্য, ফিকি এবং আইএল অ্যান্ড এফএস স্কিল্স-এর মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তিও হয়েছে। কেন্দ্রটিতে কম্পিউটার হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, বিপিও, খুচরো বিপণি ইত্যাদি শিল্পের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।

অনাদায়ী ঋণ কমাল স্টেট ব্যাঙ্কের মুনাফা

১৪ ফেব্রুয়ারি
অনাদায়ী ঋণ বাড়ায় চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের নিট মুনাফা কমলো ৩৪%। তা দাঁড়িয়েছে ২,২৩৪ কোটি টাকায়। এতে ইন্ধন জুগিয়েছে পেনশন খাতে বিপুল বরাদ্দও। তা ছাড়া, ছাড়পত্র না পাওয়ায় বহু প্রকল্প আটকে রয়েছে। চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্য জানান, অবস্থা না পাল্টালে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

দু’টি চিপ কারখানা তৈরিতে সায় কেন্দ্রের

১৪ ফেব্রুয়ারি
শুক্রবার মোট ৬৩,৪১২ কোটি টাকার দু’টি সেমিকন্ডাক্টর ওয়েফার কারখানা তৈরির প্রস্তাবে সায় দিল কেন্দ্র। এর মধ্যে একটি ভারতের জয়প্রকাশ অ্যাসোসিয়েটস, ইজরায়েলের টাওয়ার-জ্যাজ ও মার্কিন বহুজাতিক আইবিএম-এর তৈরি কনসোর্টিয়ামের। দ্বিতীয়টি এইচএসএমসি টেকনোলজিস ইন্ডিয়া, মালয়েশিয়ার সিলটেরা ও ফরাসি-ইতালিয়ান এসটি-মাইক্রোইলেকট্রনিক্স তৈরি কনসোর্টিয়ামের।

ছাঁটাই আইবিএমে
বিশ্ব জুড়ে ১৫,০০০ কর্মী ছাঁটাই করছে আইবিএম। আর তা শুরু হয়েছে বেঙ্গালুরু থেকে। সংশ্লিষ্ট মহলের আশঙ্কা, তথ্যপ্রযুক্তি সংস্থাটির এই সিদ্ধান্তের সব চেয়ে বড় প্রভাব পড়বে ভারতেই। এখানে আছেন ১ লক্ষের বেশি কর্মী।

কমবে না দাম: মইলি
গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত বদলানোর কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিলেন তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। তাঁর বক্তব্য, “রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থাগুলি যে গ্যাস সরবরাহ করে তার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।” রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে হাত মিলিয়ে গ্যাসের দাম বাড়ানোর জন্য মইলির বিরুদ্ধে এফআইআর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মইলির কথায়,“দিল্লি সরকারের এই পদক্ষেপ করার অধিকার নেই। তারা পুরোপুরি সংবিধান-বিরোধী কাজ করছে।” মইলি জানিয়েছেন, রঙ্গরাজন কমিটির সুপারিশ মেনেই কেন্দ্র গ্যাসের দাম বাড়িয়েছিল। তিনি সুপারিশের কোনও পরিবর্তন করেননি।

ইউরোপে বৃদ্ধি
মূলত জার্মানি (০.৪%) ও ফ্রান্সের (০.৩%) বৃদ্ধির হাত ধরেই টানা দুই ত্রৈমাসিকে বৃদ্ধির মুখ দেখল ইউরো অঞ্চল। অক্টোবর-ডিসেম্বরে তাদের বৃদ্ধির হার ০.৩%।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.