টুকরো খবর
অত্যাধুনিক ওটি নিয়ে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে উদ্যোগী হাসপাতাল
এমন এক অপারেশন থিয়েটার যেখানে ঢোকার পরে রোগী সুস্থ হওয়ার স্বপ্ন দেখেন। আকাশী দেওয়াল আর নীলচে মেঝেয় শুধু আধুনিকতার ছোঁওয়াই নয়, গোটা অপারেশন থিয়েটার প্রতি মূহূর্তে শোধিত হচ্ছে বিশেষ বায়বীয় চাপে। জীবাণুরোধক রং, সংক্রমণহীন শল্য চিকিসা, এক কথায় জীবাণুনাশক ভাবে পাঁচ কোটি টাকা খরচে তৈরি হয়েছে ব্যারাকপুর মেডিকেয়ার অ্যান্ড রিকভারি সেন্টারের অত্যাধুনিক মডিউলার অপারেশন স্যুইট। কিডনি প্রতিস্থাপন থেকে বাইপাস সার্জারি, সব ধরনের জটিল শল্যচিকিৎসার ব্যবস্থা রয়েছে এখানে। গত ৬ ফেব্রুয়ারি চার কামরার এই অপারেশন স্যুইটের উদ্বোধন হয়েছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মিতা দাস বলেন, ‘‘বেসরকারি হাসপাতাল হলেও এখানে চিকিৎসার খরচ সরকারি হাসপাতালের মতো।” তাঁর দাবি, “জেলায় এমন অপারেশন স্যুইট এই প্রথম। সংক্রমণ না হওয়ার নিশ্চয়তা যেখানে প্রায় ১০০ শতাংশ সেখানে বেশিদিন হাসপাতালে থাকার প্রয়োজন হবে না রোগীদের। ফলে দ্রুত সুস্থ হওয়ার পাশাপাশি রোগীদের চিকিৎসার খরচও কমবে।’’ উদ্বোধন অনুষ্ঠানে ব্যারাকপুরের বিধায়ক, চেয়ারম্যান ছাড়াও ছিলেন অন্যান্য এলাকারও কয়েকজন বিধায়ক। সংস্থার তরফে জানানো হয়েছে, দুঃস্থদের জন্য ৬০০ টাকার কিস্তিতে পেসমেকার বসানোরও ব্যবস্থা করা হয়েছে। খোলা হয়েছে সদ্যোজাতদের জন্য বিশেষ বিভাগ। রয়েছে আইটিইউ। রয়েছে চিকিৎসার সরঞ্জাম পরিশোধনের জন্য ইউভি-রে বক্স। ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, ‘‘শিল্পাঞ্চলের গরিব শ্রমিকেরাও এই হাসপাতালের চিকিৎসা পরিষেবায় উপকৃত হবেন।’’

বার্ড ফ্লু ঠেকাতে নজরদারি শুরু পূর্বে

বার্ড ফ্লু-র ভাইরাস ছড়ায় এই সময়টায়নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে। তাই অন্য রাজ্য থেকে যাতে বার্ড ফ্লু-র ভাইরাস এ রাজ্যে হানা না দিতে পারে, তার জন্য প্রাথমিক সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিঘায় ওড়িশা সীমানায় বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। সীমানা এলাকার রাস্তায় চুন আর ব্লিচিং পাউডার মেশানো ম্যাট পাতা ছাড়াও প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে আসা যানবাহনের চাকায় সোডিয়াম হাইপো-ক্লোরাইড সলিউশন স্প্রে করা হচ্ছে। জেলা পরিষদের প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ দেবব্রত দাস বলেন, “২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্ড ফ্লু-র মড়ক লাগার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গত কয়েক বছর ধরে এই সময়টা আন্তঃরাজ্য সীমানায় নজরদারি চালানো হচ্ছে। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয়, সীমানা বরাবর পুরো রাজ্যেই প্রাণিসম্পদ দফতর ও জেলা পরিষদের পক্ষ থেকে এই নজরদারি চলছে।”

রক্তের গ্রুপ নির্ণয়
বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে বালিচক বালিকা বিদ্যালয়ে রক্তের গ্রুপ নির্ণয় শিবির হল বৃহস্পতিবার। ৫০০ জন ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শিবিরে স্কুলের প্রধান শিক্ষিকা অপর্ণা পণ্ডা, ক্লাবের সম্পাদক মৃণাল পাল ও সভাপতি শুভাশিস রায় উপস্থিত ছিলেন।

হাসপাতালকে অ্যাম্বুল্যান্স
দু’টি মাত্র অ্যাম্বুল্যান্স, দু’টিই খুব পুরনো। তার একটি মাঝেমধ্যেই বিকল হয়ে পড়ায় অন্যটি দিয়ে কোনওমতে হাসপাতালের পরিষেবা চালানো হচ্ছে। এই অবস্থায় রোগীরা যাতে ভাল পরিষেবা পান সে জন্য মঙ্গলবার এক অনুষ্ঠানে ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে নিজের বিধায়ক তহবিলের টাকায় দু’টি অ্যাম্বুল্যান্স তুলে দিলেন দীপক হালদার। আর একটি দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘকে। অনুষ্ঠানের উদ্বোদন করেন মহকুমাশাসক শান্তনু বসু। উপস্থিত ছিলেন পুরপ্রধান মীরা হালদার, আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.