টুকরো খবর
গোপন জবানবন্দি দুই নির্যাতিতার
প্রায় তিন ঘণ্টা ধরে উলুবেড়িয়া এসিজেএম আদালতের বিচারকের কাছে গোপন জবানবন্দি দিলেন আমতার মুক্তিরচক গ্রামের দুই নির্যাতিতা। বৃহস্পতিবার উলুবেড়িয়া হাসপাতাল থেকে তাঁদের দু’জনকে বেলা ১১টা নাগাদ আদালতে আনা হয়। এ দিন গাড়ি থেকে নামানোর পরে দুই নির্যাতিতাকে মহিলা পুলিশের ঘেরাটোপে হেঁটেই বিচারকের কাছে যেতে দেখা যায়। তাঁরা সামান্য খুঁড়িয়ে হাঁটছিলেন। জবানবন্দি দেওয়ার পরে তাঁদের ফিরিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালেই। গত ৪ ফেব্রুয়ারি রাতে বাড়িতেই তাঁদের গণধর্ষণ এবং মারধর করা হয় বলে দুই নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে আট জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ আট অভিযুক্তকেই গ্রেফতার করে। ওই ঘটনার পর থেকে দুই নির্যাতিতা চিকিৎসা চলছে উলুবেড়িয়া হাসপাতালে। জেলা পুলিশের এক কর্তা জানিয়েছেন, তদন্তের কাজ অনেকটাই এগিয়েছে। দুই মহিলার গোপন জবানবন্দি নেওয়ার কাজটিই শুধু বাকি ছিল। হাসপাতাল কর্তৃপক্ষের থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পরেই এই কাজটিও সেরে ফেলা হল। উলুবেড়িয়া হাসপাতাল সূত্রের খবর, ওই দুই মহিলা সুস্থ হয়ে উঠছেন। আদালতে গোপন জবানবন্দি দেওয়ার মতো শারীরিক ও মানসিক অবস্থায় তাঁরা পৌঁছনোর পরেই এ বিষয়ে পুলিশকে অগ্রসর হওয়ার জন্য জানানো হয়।

আধাআধি পেনশন দুই স্ত্রীকেই
স্বামী তাঁর পেনশনের ‘নমিনি’ বা প্রাপক হিসেবে মনোনীত করে গিয়েছেন প্রথমা স্ত্রীকে। কিন্তু প্রয়াতের দ্বিতীয়া স্ত্রীকেও সেই পেনশনের অর্ধেক দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য ভূমি দফতরের প্রয়াত কর্মী নজরুল ইসলামের প্রথমা স্ত্রী সাদেকুন্নেসা বিবিকেই তাঁর পেনশনের টাকা দিচ্ছিল রাজ্য সরকার। কারণ, ওই কর্মী তাঁর প্রথমা স্ত্রীকেই পেনশনের নমিনি করে গিয়েছেন। তাঁর দ্বিতীয়া স্ত্রী হাবিবুন্নেসা বিবি সরকারের কাছে অর্ধেক পেনশনের দাবি জানান। কিন্তু সরকার তা মানেনি। বিচারপতি প্রণব চট্টোপাধ্যায় ও বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার বলে, দ্বিতীয়া স্ত্রী বঞ্চিত হবেন, খেতে না-পেয়ে মারা যাবেন এটা আদালত মেনে নিতে পারে না। তাঁর বিয়ের প্রমাণ রয়েছে। কেবল ‘নমিনি’ হিসেবে নাম নেই বলে তিনি বাদ পড়বেন, এটা হতে পারে না। ডিভিশন বেঞ্চ পেনশনের টাকা দুই স্ত্রীর মধ্যে আধাআধি ভাগ করে দিতে বলেছে। এমনকী প্রয়াত নজরুল ইসলামের স্থাবর-অস্থাবর সম্পত্তিরও অর্ধেক পাবেন দ্বিতীয়া স্ত্রী। হাবিবুন্নেসার আইনজীবী মহম্মদ সালাউদ্দিন জানান, তাঁর মক্কেলের সঙ্গে নজরুলের বিয়ে হয়েছিল। আদালত রায় দিয়েছে , মুসলিম বিবাহ আইন অনুযায়ী দুই স্ত্রীই সমান পেনশন পেতে পারেন।

কথা দিয়েও ফর্ম বিলি হচ্ছে না এসএসসি-র
নবম থেকে দ্বাদশ শ্রেণিতে শিক্ষকতার জন্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর আরএলএসটি পরীক্ষার ফর্ম ১২ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেওয়ার কথা ছিল। কিন্তু প্রতিশ্রুতি মেনে তা বিলি করা হচ্ছে না। পঞ্চম থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষকতার পরীক্ষা বা টেট-এর ফর্ম ৩০ জানুয়ারি থেকে দিচ্ছে কমিশন। বৃহস্পতিবার পর্যন্ত তা দেওয়া হয়েছে। টেট এবং আরএলএসটি দু’টি পরীক্ষাতেই যাঁরা বসতে চান, তাঁদের সেই সময় আরএলএসটি-র ফর্ম তোলার সুযোগ দেওয়া হয়েছিল। যাঁরা শুধু আরএলএসটি দেবেন, তাঁদের ১২-২৫ ফেব্রুয়ারি ফর্ম দেওয়া হবে বলে জানিয়েছিল কমিশন। কিন্তু কমিশনের চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য বৃহস্পতিবার বলেন, “টেট-এর ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর জন্যই এই বিলম্ব। কবে ফর্ম দেওয়া হবে, সময়মতো তা জানানো হবে। ফর্ম দেওয়া হবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে।”

ব্যাঙ্ক ধর্মঘটে আদালত অবমাননা
ব্যাঙ্ক ধর্মঘট নিয়ে আইনজীবী কার্তিক কাপাসের দায়ের করা জনস্বার্থের মামলার নিষ্পত্তি করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়কে বলে, আপনি হাইকোর্টে আদালত অবমাননার মামলা করুন। ধর্মঘট করা বেআইনি বলে সুপ্রিম কোর্ট আগেই নির্দেশ দিয়েছে। সুব্রতবাবু বলেন, এ বারের ব্যাঙ্ক ধর্মঘটে এটিএম-ও বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে জরুরি প্রয়োজনেও গ্রাহকেরা টাকা তুলতে পারেননি। অসুস্থ অনেকে চিকিৎসার টাকার জন্য এটিএম ব্যবহার করতে পারেননি। প্রধান বিচারপতি বলেন, ব্যাঙ্ক ধর্মঘট শেষ হয়েছে। তাই এখন আর এই মামলা করার প্রয়োজন নেই। তবে কোর্টের নির্দেশ মানা হয়নি বলে আদালত অবমাননার মামলা করা যায়।

পদোন্নতির জন্য
আইপিএস অফিসার নজরুল ইসলামকে ডিজি পদমর্যাদায় উন্নীত করা হল কি না, ১৯ ফেব্রুয়ারির মধ্যে তা জানাতে হবে বলে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা ক্যাট নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় সরকার। ক্যাট যে-রায় দিয়েছিল, বৃহস্পতিবার তার উপরে আরও এক দিন স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আজ, শুক্রবার ফের শুনানি হবে। বিচারপতি অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ডিজি ছাড়া একটি রাজ্য চলতে পারে না। তাই এই সমস্যার সমাধান প্রয়োজন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.