টুকরো খবর
জনসনে কাবু দক্ষিণ আফ্রিকা
ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া অ্যাসেজ-ফর্ম দক্ষিণ আফ্রিকার মাটিতেও অব্যাহত! যার জোরে গ্রেম স্মিথ-বাহিনীকে তাঁদের ঘরের মাঠেই কোণঠাসা করে দিলেন মিশেল জনসন। সেঞ্চুরিয়নে তাঁর ৫১ রানে ৪ উইকেট-এর ধাক্কায় দিশাহারা দক্ষিণ আফ্রিকা। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে ১৪০-৬ হয়ে গিয়ে ফলো অনের খাঁড়ার ঝুলছে বিশ্বের এক নম্বর টেস্ট দলের মাথায়। গতকাল শন মার্শের (১৪৮) সেঞ্চুরির পর এ দিন অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সেঞ্চুরি দিলেন স্টিভ স্মিথ (১০০)। দুই তরুণের ব্যাটিং-বিক্রমে ৩৯৭ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। ৪-৭৮ নেন ডেল স্টেইন। দক্ষিণ আফ্রিকা ইনিংসে এর পর প্রথম ধাক্কা দেন জনসনই। নিজের চতুর্থ বলে স্মিথকে ফেরত পাঠিয়ে। ডে’ভিলিয়ার্স (৫২ ন.আ.) বাদে অস্ট্রেলীয় পেসারদের সামনে প্রতিরোধ গড়তে পারেননি আর কোনও ব্যাটসম্যান। দিনের শেষে ডে’ভিলিয়ার্সের সঙ্গে ব্যক্তিগত ১০ রানে ক্রিজে আছেন রবিন পিটারসন।

সুনীল পুরস্কৃত
মরসুমের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার রাতে দিল্লিতে ফুটবল ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি ছাড়াও সুনীলের হাতে তুলে দেওয়া হল দু’লক্ষ টাকা। “এই সম্মান পেয়ে আমি গর্বিত। এটা আমার পরিবারকে উৎসর্গ করতে চাই,” বললেন বেঙ্গালুরু এফসি-র স্ট্রাইকার। দেশের সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের সম্মান পেলেন ডেম্পোর জেজে। সেরা মহিলা ফুটবলার মণিপুরের বেমবেম দেবী। সেরা রেফারি প্রতাপ সিংহ। সেরা সহকারী রেফারি বাংলার বিপ্লব পোদ্দার।

ফিকির বিচারে সেরা ফুটবল
ভারতের সেরা ক্রীড়া সংস্থা হিসাবে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে বেছে নিল বণিকসভা ফিকি। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও সমাজের বিভিন্ন নামী ব্যক্তিত্বকে নিয়ে গড়া হয়েছিল নির্বাচন কমিটি। ভারতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর নিয়ে আসার মতো বড় সাফল্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলে তরুণ প্রতিভা তুলে আনার বিভিন্ন উদ্যোগ নিয়েছে ফেডারেশন। সেই সব চেষ্টাকেই স্বীকৃতি দিল ফিকি। ফেডারেশন এই সম্মান পাওয়ায় প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল খুশি। বলে দিলেন, “ফিকির মতো বড় সংগঠন ফেডারেশনের কাজকে সম্মান জানানোয় আমরা গর্বিত।”

ডার্বিতে ওডাফা
ওডাফা ওকোলিকে ছাড়াই আজ শুক্রবার সকালে গোয়া রওনা দিচ্ছে মোহনবাগান। রবিবার তাদের আই লিগের দ্বিতীয় পর্বের ম্যাচ সালগাওকরের বিরুদ্ধে। চোটের জন্য ওডাফার দল থেকে বাদ পড়া নিয়ে নানা জল্পনা হলেও, আসন্ন ডার্বিতে নাইজিরিয়ান স্ট্রাইকারকে পাওয়া যাবে বলে আশায় সবুজ-মেরুন কর্তারা। বৃহস্পতিবার মোহনবাগান সহ-সচিব সৃঞ্জয় বসু বললেন, “ওডাফা সোমবার থেকে আবার অনুশীলনে নামবে। চোটের জন্য আই লিগের দ্বিতীয় পর্বের শুরুতে ওকে পাওয়া না গেলেও, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওডাফা খেলবে।”

গোলশূন্য আর্সেনাল-ম্যান ইউ
প্রিমিয়ার লিগের শীর্ষে ওঠার সুযোগ নষ্ট করল আর্সেনাল। বুধবার রাতে প্রিমিয়ার লিগের মেগাম্যাচে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে ০-০ ড্র করল আর্সেনাল। প্রথমার্ধের শুরুর থেকে অনেক সুযোগ তৈরি করলেও গোলের মুখ দেখতে পায়নি আর্সেনাল। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ছবি পাল্টায়নি। বরং ফান পার্সি-রুনিদের প্রতিআক্রমণ সামলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ওয়েঙ্গারকে। ড্র করে লিগ টেবলের দ্বিতীয়তে থাকল আর্সেনাল। পাশাপাশি আবার ফুলহ্যামকে ৩-২ হারিয়ে চতুর্থ স্থানে লিভারপুল।

জোড়া সেঞ্চুরিতে জয়
সিএবি প্রথম ডিভিশন লিগে বৃহস্পতিবার জয়জিৎ বসু (১১৬) ও অরিন্দম ঘোষের (১১৬) জোড়া সেঞ্চুরিতে মোহনবাগান দু’উইকেটে হারাল রাজস্থানকে। কৌশিক ঘোষের ১৮৪ ও বিবেক সিংহর ১৮৬ শ্যামবাজারকে আট উইকেটে জেতাল ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে। প্রথম ডিভিশন লিগের অন্যান্য ম্যাচে এ দিন জিতল পুলিশ এসি, ইস্টার্ন রেল, ওয়াইএমসিএ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তপন মেমোরিয়াল, তালতলা একতা, বেলগাছিয়া ইউনাইটেড ও ঐক্য সম্মিলনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.