নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ধাক্কা মারলে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। জখম হন ৩ জন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বটতলায় জিটি রোডে। পুলিশ জানায়, মৃতদের নাম বিশ্বনাথ ঘোষ (৭৫) এবং প্রশান্তকুমার চট্টোপাধ্যায় (৬৭)। বিশ্বনাথবাবুর বাড়ি স্থানীয় জিতেন্দ্রনাথ লাহিড়ি রোডে। প্রশান্তবাবু পণ্ডিত কালীনাথ ভট্টাচার্য স্ট্রিটের বাসিন্দা। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জিটি রোড ধরে বালি বোঝাই ট্রাকটি কলকাতার দিকে যাচ্ছিল। শ্রীরামপুর উড়ালপুল থেকে নামার মুখে যন্ত্রাংশ বিকল হয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালী মন্দিরের চাতালে এবং বটগাছে ধাক্কা মারে। গাছের কাছে দাঁড়িয়ে থাকা প্রশান্তবাবুদের পিষে দেয় ট্রাকটি।
|
বেআইনি মাদক ব্যবসায় জড়িত অভিযোগে ধৃত এক আসামীর পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়া এসিজেএম আদালতে চাঞ্চল্য ছড়ায়। কিছু ক্ষণের মধ্যেই ফিরোজ খান নামে ওই অভিযুক্ত শীসবেড়িয়া গ্রামে ধরা পড়ে যায়। পুলিশ জানায়, বুধবার রাতে মেটিয়াবুরুজ থানার পুলিশ তাকে উলুবেড়িয়ার জগদীশপুর থেকে ধরে। এ দিন দুপুরে তাকে আদালতে হাজির করানোর পরে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কোর্ট লক-আপের প্রশাসনিক দফতরে। সেখানে নিয়ে যাওয়ার পথেই সে পুলিশের হাত ছাড়িয়ে দৌড় লাগায়।
|
এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার রাতে হুগলির চণ্ডীতলার কলাছড়ার বড়ালপাড়া এলাকার বাসিন্দা শ্রীকান্ত বড়াল (৩৫) নামে ওই যুবককে গ্রামেরই একটি ঝোপে পড়ে থাকতে দেখে হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকেরা। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বাড়ির লোকজনের সন্দেহ, শ্রীকান্তকে খুন করা হয়েছে। |