পৃথক দুর্ঘটনায় মৃত্যু ৪ জনের
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
টাটা সুমোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল মোটর বাইকের চালক ও তার দুই আরোহীর। বৃহস্পতিবার বিকেলে রামপুরহাট থানার মাঝখণ্ড মোড়ের কাছে রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় উদ্ধার হয়নি। প্রত্যেকেই যুবক। পুলিশ জানিয়েছে, বাইকটি রামপুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা সুমোটির সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পুলিশ ও দমকলকর্মীরা গুরুতর আহত এক যুবককে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। কিছু ক্ষণের মধ্যেই অবশ্য তিনি মারা যান। পুলিশ টাটা সুমোটিকে আটক করলেও চালক পলাতক। অন্য দিকে, বাসের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে রাজনগরের খুড়িগড়ের কাছে, জয়পুর-সিউড়ি রাস্তায়। মৃতের নাম মধুসূদন পাতর (৪৮)। বাড়ি রাজনগরের তালপুকুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গিয়েছে, এ দিন সিউড়ির দিকে যাওয়া একটি বাস মধুসূদনবাবুকে ধাক্কা মারলে তিনি মারাত্মক জখম হন। সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
|
যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া |
ডাক্তার দেখিয়ে ফেরার পথে নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে সাঁইথিয়া-লাউতোড় মোড়ে, রবীন্দ্রভবনের সামনের ঘটনা। পুলিশ হিম্মত বাউড়ি নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। পেশায় রিকশা চালক ওই যুবকের বাড়ি সাঁইথিয়া ২ নম্বর ওয়ার্ডে। ধৃতকে আজ, শুক্রবার সিউড়ি আদালতে হাজির করানো হবে বলে পুলিশ জানিয়েছে।
|
বসন্ত উৎসবের জায়গা হিসেবে ফের আশ্রম মাঠকেই বেছে নিতে চলেছে বিশ্বভারতী। গত বছর উৎসব হয়েছিল পূর্বপল্লির মেলার মাঠে। বৃহস্পতিবার উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বলেন, “নিরাপত্তার কথা মাথায় রেখে এ বারের বসন্ত উৎসবের জন্য ফের আশ্রম মাঠের কথাই ভাবা হচ্ছে।” গত বার উৎসবের সময় পরপর তিন দিন ছু’টি পড়েছিল। তাই বাড়তি ভিড়ের আশঙ্কায় অনুষ্ঠানটি আশ্রম মাঠ থেকে সরিয়ে চারপাশ খোলা পূর্বপল্লি মেলার মাঠে নিয়ে আসে বিশ্বভারতী।
|
সেমিনার কক্ষ (রামপুরহাট কলেজ)।
আলোচনা: ‘জাতীয় শিক্ষার প্রসারে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের অবদান’।
সময়: সকাল ১১টা
আয়োজক: রামপুরহাট কলেজ।
আলোচক: শুচিব্রত সেন (বিশ্বভারতীর ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক)
এবং
রামবাহাল তেওয়ারি (বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক)।
থাকবেন বর্ধমান, হুগলি ও বীরভূমের ৬২টি কলেজের প্রতিনিধিরা।
সিউড়ির ইয়ং নাট্যসংস্থার ১৩তম প্রতিষ্ঠা দিবস। ১৫-১৭ ফেব্রুয়ারি সিধো-কানহু মঞ্চে
হবে ‘নাটক নাটক খেলা- শিশু নাটকের মেলা’। এতে ৬টি নাট্য দল যোগ দিচ্ছে।
তার মধ্যে ২টি সিউড়ি, ৩টি কলকাতা ও ১টি নদিয়ার।
বোলপুরে আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, নেপাল,
পাকিস্তান
প্রভৃতির দেশের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে গীতাঞ্জলি অডিটোরিয়ামে
এই সম্মেলন হবে শনি ও রবিবার। আয়োজক একটি ক্লাব। |