মহিলা কর্মীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে একটি ঋণদাতা সংস্থার ব্রাঞ্চ ম্যানেজার ও ভিজিল্যান্স অধিকারিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ মিত্র ও বিদ্যুৎ ভট্টাচার্য। বৃহস্পতিবার সকালে ওই সংস্থার কালনা শাখায় হানা দিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
এ দিন কালনা থানায় লিখিত অভিযোগে নদিয়ার নবদ্বীপের ওই তরুণী জানান, দেড় বছর ধরে ওই সংস্থায় কাজ করছেন তিনি। সংস্থাটি সোনার গয়নার পরিবর্তে ঋণ দেয়। সম্প্রতি ব্রাঞ্চ ম্যানেজার একাধিকবার তাকে কুপ্রস্তাব দেন। সংস্থার জোনাল অফিসের দুই কর্মী সন্দীপ সিনহা ও চঞ্চল মুখোপাধ্যায়ও ব্রাঞ্চ ম্যানেজারকে দিয়ে তাঁকে কুপ্রস্তাব দেওয়ায় বলে ওই তরুণীর অভিযোগ। তাঁর দাবি, সংস্থার ভিজিল্যান্স আধিকারিক বিদ্যুৎ ভট্টাচার্যও ওই তিন জনের সঙ্গে জড়িত। তরুণীর সমস্ত গতিবিধির উপর নজর রাখতেন তিনি। ওই তরুণীর দাবি, কুপ্রস্তাব মানতে না চাওয়ায় হুগলির ব্যান্ডেল শাখায় বদলি করা হয় তাঁকে। সেখানে যেতে না চাইলে শো-কজ করা হয়। বুধবার তাঁকে ওই শাখা থেকে বরখাস্ত করে চিঠি পাঠানো হয়েছে বলেও ওই তরুণীর দাবি।
অভিযোগে ওই তরুণী জানান, অফিসের যেখানে সিসিটিভি লাগানো রয়েছে সেখানে কোনও অশালীন ব্যবহার করা হত না। কেবিনে নিয়ে গিয়ে অথবা যেখানে সিসিটিভি নেই সেখানে কুপ্রস্তাব দেওয়া হত। অভিযুক্তেরা জোর করে ব্যাঙ্কের ভল্টের চাবি নিয়ে নেওয়ারও চেষ্টা করে বলেও ওই তরুণীর অভিযোগ। এমনকী চাবি দিতে না চাইলে ধর্ষণের হুমকিও দেওয়া হয়। এ দিন ওই তরুণী বলেন, “আমার সঙ্গে যে দুর্ব্যবহার হয়েছে, তা যাতে অন্যদের সঙ্গে না হয়, সে জন্যই বিষয়টি পুলিশকে জানানোর সিদ্ধান্ত নিই। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” পুলিশ জানিয়েছে, বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।
|