টাটকা খবর
লোকসভায় পেশ অন্তর্বর্তী রেল বাজেট
মল্লিকার্জুন খার্গে
প্রবল চিত্কারে মধ্যেই বুধবার লোকসভায় অন্তর্বর্তী রেল বাজেট পেশ করলেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে। ইউপিএ-২ সরকারের এটাই শেষ রেল বাজেট। সংসদে রেলমন্ত্রী বলেন “মাত্র আট মাস দায়িত্বে আছি। এই সময়ের মধ্যে যতটা ভাল পরিষেবা দেওয়া যায়, সেই চেষ্টাই করেছি।” রেলমন্ত্রী বাজেট পেশ করার শুরু থেকেই তেলঙ্গানা ইস্যুতে সীমান্ধ্রের সাংসদেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তার মধ্যেই বাজেট পড়তে থাকেন খার্গে। কিন্তু বেশি ক্ষণ ধরে তিনি বাজেট পেশ করতে পারেননি। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। রেল বাজেট শেষে রেল প্রতিমন্ত্রী অধীররঞ্জন চৌধুরী বলেন, “খুব ভাল বাজেট হয়েছে। পশ্চিমবঙ্গ এই রেল বাজেটে উপকৃত হবে। মোট ১০টি নতুন ট্রেন পেয়েছে রাজ্য। হাওড়া-ঝাড়গ্রাম মেমু ট্রেন বাদে বাকি ন’টি ট্রেনই সুপারফাস্ট এবং এক্সপ্রেস। এর মধ্যে প্রিমিয়াম ট্রেনও রয়েছে।” এ ছাড়া জলঙ্গি, ডোমকল, বহরমপুর হয়ে করিমপুর পর্যন্ত এবং সাঁইথিয়া, কান্দি হয়ে বহরমপুর পর্যন্ত নতুন রেললাইন পাতার কাজ শুরু করতে প্রাথমিক সমীক্ষা প্রক্রিয়ার কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে বলে জানিছেন অধীরবাবু। তৃণমূল যদিও এই বাজেটের বিরোধিতা করেছে। বাজেট পেশ করার সময়ে লোকসভার ওয়েলে নেমে এসে বিক্ষোভ দেখান তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী।
লোকসভায় এ দিন রেলমন্ত্রী যে সব ঘোষণা করেন তার মধ্যে উল্লেখযোগ্য:

• অপরিবর্তিত রাখা হয়েছে যাত্রী ভাড়া।
• নতুন মোট ৮৫টি ট্রেন চালু করার কথা বলা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৭টি শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন এবং ৬৮টি এক্সপ্রেস।
• গোটা দেশ জুড়ে এ বছর মোট ২৭০২ কিলোমিটার রেললাইন পাতা হয়েছে।
• চালু হয়েছে কাশ্মীর রেলওয়ের বানিহাল টানেল।
• চলতি আর্থিক বছরে লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে রেল।
• কাটরা-বৈষ্ণোদেবী লাইনে শীঘ্রই যাত্রীপরিষেবা চালু হবে।
• ছাপরা, রায়বরেলি এবং ডানকুনিতে সদ্যনির্মিত কারখানায় কাজ শুরু হয়েছে।
• যাত্রী ভাড়া ও পণ্যমাশুল ঠিক করতে রেল ট্যারিফ অথরিটি গড়ার ঘোষণা করেন খার্গে।
• রেলের অপারেটিং রেসিও অর্থাত্ একশো টাকা আয় করতে রেলের যে টাকা খরচা হয় তা ৫ শতাংশ কমেছে।
• রেল বিকাশ নিগম বাজার থেকে ১ হাজার কোটি টাকা ঋণ করবে।
• ১৯৮০৫ কোটি টাকা এই রেল বাজেটের জন্য বরাদ্দ করা প্রয়োজন।

বেঙ্গালুরুতে সপ্তম আইপিএল-এর নিলাম

বেঙ্গালুরুতে বুধবার শুরু হয়েছে সপ্তম আইপিএল-এর নিলাম। দু’দিনের এই নিলাম বাজারে এ দিন সবচেয়ে বেশি দর উঠল যুবরাজ সিংহের। ১৪ কোটি টাকায় তাঁকে নিজেদের দলে রাখল রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। তবে প্রথম রাউন্ডের শেষে কলকাতা নাইট রাইডার্সের অবস্থান খুব একটা ভাল নয় বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। এখনও পর্যন্ত কোন দল কোন কোন খেলোয়াড়কে কিনল:
নাম টাকা
মহেন্দ্র সিংহ ধোনি
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
সুরেশ রায়না
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
রবীন্দ্র জাডেজা
(রেখে দেওয়া হয়েছে)
৭.৫ কোটি
আর অশ্বিন
(রেখে দেওয়া হয়েছে)
৫.৫ কোটি
ডোয়েন ব্রাভো
(রেখে দেওয়া হয়েছে)
৪ কোটি
ফ্যাফ দু’প্লেসি ৪.৫ কোটি
ব্র্যান্ডন ম্যাকালাম ৩.২৫ কোটি
ডোয়েন স্মিথ ৪.৫ কোটি
আশিষ নেহরা ২ কোটি
মোহিত শর্মা ২ কোটি
স্যামুয়েল বদ্রী ৩০ লক্ষ
বেন হিলফেনহস ১ কোটি
ম্যাট হেনরি ৩০ লক্ষ
নাম টাকা
ডেভিড মিলার
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
মনন ভোরা
(রেখে দেওয়া হয়েছে)
৪ কোটি
বীরেন্দ্র সহবাগ ৩.২ কোটি
মিচেল জনসন ৬.৫ কোটি
জর্জ বেইলি ৩.২ কোটি
চেতেশ্বর পূজারা ১.৯ কোটি
শন মার্শ ২.২ কোটি
ঋদ্ধিমান সাহা ২.২ কোটি
তিসারা পেরেরা ১.৬ কোটি
গ্লেন ম্যাক্সওয়েল ৬ কোটি
লক্ষ্মীপতি বালাজি ১.৮ কোটি
পরবিন্দর আওয়ানা ৬৫ লক্ষ
নাম টাকা
গৌতম গম্ভীর
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
সুনীল নারিন
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
জাক কালিস ৫.৫ কোটি
রবীন উথাপ্পা ৫ কোটি
ইউসুফ পাঠান ৩.২৫ কোটি
শাকিব আল হাসান ২.৮০ কোটি
পীযুস চাওলা ৪.২৫ কোটি
মর্নি মর্কেল ২.৮ কোটি
আর বিনয় কুমার ২.৮ কোটি
উমেশ যাদব ২.৬ কোটি
নাম টাকা
রোহিত শর্মা
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
লাসিথ মালিঙ্গা
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
কিয়েরন পোলার্ড
(রেখে দেওয়া হয়েছে)
৭.৫ কোটি
হরভজন সিংহ
(রেখে দেওয়া হয়েছে)
৫.৫ কোটি
অম্বাতি রায়ুডু
(রেখে দেওয়া হয়েছে)
৪ কোটি
মাইকেল হাসি ৫ কোটি
জাহির খান ২.৬ কোটি
প্রজ্ঞান ওঝা ৩.২৫ কোটি
কোরি অ্যান্ডার্সন ৪.৫ কোটি
যশ হেজেলউড ৫০ লাক্ষ
নাম টাকা
শেন ওয়াটসন
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
জেমস ফকনার
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
আজিঙ্ক রাহানে
(রেখে দেওয়া হয়েছে)
৭.৫ কোটি
স্টুয়ার্ট বিনি
(রেখে দেওয়া হয়েছে)
৫.৫ কোটি
সঞ্জু স্যামসন
(রেখে দেওয়া হয়েছে)
৪ কোটি
ব্র্যাড হজ ২.৪ কোটি
স্টিভেন স্মিথ ৪ কোটি
অভিষেক নায়ার ১ কোটি
বেন কাটিং ৮০ লক্ষ
কেন রিচার্ডসন ১ কোটি
টিম সাউদি ১.২ কোটি
নাম টাকা
বিরাট কোহলি
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
ক্রিস গেইল
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
এবি ডে’ ভিলিয়ার্স
(রেখে দেওয়া হয়েছে)
৭.৫ কোটি
যুবরাজ সিংহ ১৪ কোটি
পার্থিব পটেল ১.৪ কোটি
অ্যালবি মর্কেল ২.৪ কোটি
মিচেল স্টার্ক ৫ কোটি
অশোক দিন্দা ১.৫ কোটি
মুথাইয়া মুরলিধরণ ১ কোটি
রবি রামপল ৯০ লক্ষ
নিক ম্যাডিসন ৫০ লক্ষ
বরুণ অ্যারন ২ কোটি
নাম টাকা
শিখর ধবন
(রেখে দেওয়া হয়েছে)
১২.৫ কোটি
ডেল স্টেইন
(রেখে দেওয়া হয়েছে)
৯.৫ কোটি
ডেভিড ওয়ার্নার ৫.৫ কোটি
ডারেন স্যামি ৩.৫ কোটি
অমিত মিশ্র ৪.৭৫ কোটি
অ্যারন ফিঞ্চ ৪ কোটি
ইরফান পাঠান ২.৪ কোটি
ভুবনেশ্বর কুমার ৪.২৫ কোটি
ইশান্ত শর্মা ২.৬ কোটি
ব্রেন্ডন টেলর ৩০ লক্ষ
মোজেস এনরিকে ১ কোটি
বেনুগোপাল রাও ৫৫ লক্ষ
জেসন হোল্ডার ৭৫ লক্ষ
নাম টাকা
মুরলি বিজয় ৫ কোটি
কেভিন পিটারসন ৯ কোটি
দীনেশ কার্তিক ১২.৫ কোটি
জে পি ডুমিনি ২.২ কোটি
মনোজ তিওয়ারি ২.৮ কোটি
কুইন্টন ডি’কক ৩.৫ কোটি
রাহুল শর্মা ১.৯ কোটি
মহম্মদ শামি ৪.২৫ কোটি
সৌরভ তিওয়ারি ৭০ লক্ষ
লক্ষীরতন শুক্ল ১.৫ কোটি
নাথান সি নীল ৪.২৫ কোটি
জয়দেব উনদকট ২.৮ কোটি
জেমস নীসাম ১ কোটি

বরাকরে যান্ত্রিক বিভ্রাটে স্তব্ধ হাওড়ামুখী দুরন্ত
এক্সপ্রেস
রাজধানী এক্সপ্রেসের পর এ বার দুরন্ত এক্সপ্রেস। একের পর এক বিপত্তিতে যাত্রী সুরক্ষা নিয়েই গুরুতর প্রশ্ন উঠছে।
যান্ত্রিক গোলযোগের কারণে বুধবার ভোর প্রায় পৌনে পাঁচটা থেকে বরাকর স্টেশনের কাছে দাঁড়িয়ে পড়ে হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, ট্রেনটির ৭টি কামরার বিভিন্ন যন্ত্রাংশ খুলে পড়ে যাওয়ায় এই বিপত্তি। ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। সাময়িক ভাবে সারিয়ে ট্রেনটিকে সকাল সওয়া ১০টা নাগাদ বরাকর থেকে হাওড়া অভিমুখে রওনা করানো হয়। তবে সাবধানতার জন্য ট্রেনটিকে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে চালানো হয়।
কী হয়েছিল এ দিন?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাউন নয়াদিল্লি-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বরাকর স্টেশনে ঢোকার আগে প্রচণ্ড ঝাঁকুনি দিতে থাকে। কোনও কিছুর সঙ্গে ঘর্ষণের ফলে আগুনের ফুলকিও দেখা যায়। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধাক্কায় এবং ঘর্ষণে ট্রেনটির সাতটি কামরার এয়ার প্রেসার চেম্বার, ব্রেক গিয়ার, ভ্যাকুয়াম চেম্বার-সহ নানা যন্ত্রাংশ খুলে পড়ে। এই পরিস্থিতিতে এস-৬ নম্বর কামরার কেয়ারটেকার চেন টানেন বলে রেল সূত্রে খবর। এর ফলে বরাকর স্টেশনের প্রায় ২৫০ মিটার দূরে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। থামা মাত্রই যাত্রীরা হুড়মুড়িয়ে ট্রেন থেকে নীচে নামতে থাকেন।
আসানসোল ডিভিশনের ডিআরএম অনিলকুমার শুক্ল বলেন, “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ট্রেনটির ৭টি কামরার এয়ার প্রেসার চেম্বার খুলে পড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।” তবে এই ঘটনায় যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। দুরন্তের যাত্রীদের গন্তব্যে পৌঁছতে অন্য দূরপাল্লার ট্রেনগুলিকে বরাকর স্টেশনে দাঁড় করানো হয় বলে রেল সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবারই হাওড়া স্টেশন থেকে ছাড়ার আগে দাঁড়িয়ে থাকা অবস্থায় আপ রাজধানী এক্সপ্রেসের ‘পাওয়ার কার’-এ আগুন লাগে। এ দিন দুরন্তের ‘এয়ার প্রেসার চেম্বার’ খুলে পড়ল। সংসদে রেলের অন্তর্বর্তীকালীন বাজেটে পেশের দিন স্বাভাবিক ভাবেই তাই রেল সুরক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে।

আন্দোলন করতে গিয়ে গ্রেফতার রাজ ঠাকরে
আন্দোলন করতে গিয়ে গ্রেফতার হলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) প্রধান রাজ ঠাকরে। বুধবার মহারাষ্ট্র জুড়ে ‘রাস্তা রোকো’ আন্দোলনের ডাক দিয়েছিলেন তিনি।
কর্মসূচি পালন করতে ভাশি টোল প্লাজা যাওয়ার পথে চেম্বুরে পুলিশ তাঁর গাড়ি আটকায়। তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করা হয় রাজের সঙ্গী সমর্থকদেরও। কয়েক ঘণ্টা পর অবশ্য পুলিশ তাঁকে ছেড়ে দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের আহ্বানে সাড়া দিয়ে তাঁর সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্য দেখা করতে গিয়েছেন রাজ।
সকাল থেকেই মহারাষ্ট্রের নানা জায়গায় ‘রাস্তা রোকো’ আন্দোলন শুরু করেন এমএসএন-এর কর্মীরা। পুণে-মুম্বই হাইওয়ের চাঁদনি চকে আন্দোলন করার সময়ে ২৫ জন এমএসএন কর্মী-সমর্থককে আটক করে পুলিশ। এ ছাড়া আহমেদনগর, ভাশি-সহ মহারাষ্ট্রের নানা জায়গায় যান চলাচলে বিঘ্ন ঘটানোর জন্য পুলিশ এমএসএন সমর্থকদের আটক করেছে।

জঙ্গি শিবির নিয়ে বিজিবি-র সঙ্গে বৈঠকে বিএসএফ

বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে সে দেশের মাটিতে ভারতে সক্রিয় জঙ্গি শিবিরের প্রসঙ্গকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। ২৩ ফেব্রুয়ারি মেঘালয়ের দাওকিতে ওই বৈঠক হতে চলেছে।
বিএসএফ সূত্রের খবর, ইতিমধ্যেই দু’টি দেশের সীমান্ত রক্ষী বাহিনী, আলোচনার বিষয়বস্তু নিয়ে (অ্যাজেন্ডা) নথি বিনিময় করেছে। জঙ্গি-সমস্যা, জাল নোট পাচার, মানুষ পাচার, অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতারের বেড়ার ক্ষতি-সহ একগুচ্ছ বিষয়ে বাংলাদেশের ‘বর্ডার গার্ডস’-এর (বিজিবি) সঙ্গে মতবিনিময় করতে চায় বিএসএফ।
উল্লেখ্য, গত বছর ২৩ নভেম্বর মিজোরামে কর্মরত টেলিকম সংস্থার কর্মী দীপ মণ্ডলকে অপহরণ করে জঙ্গিরা। তাঁর সঙ্গে অপহৃত দু’জন গাড়ি চালককে সম্প্রতি মুক্তি দেওয়া হলেও, এখনও দীপের খোঁজ মেলেনি। পুলিশ ও সেনা বাহিনীর অনুমান, তাঁকে বাংলাদেশের কোনও জঙ্গলে জঙ্গি শিবিরে আটকে রাখা হয়েছে। বাঙালি ওই টেলিকম কর্মীকে উদ্ধারের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সাহায্য চেয়েছে ভারত।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.