হলিউডের প্রাক্তন শিশু তারকা শার্লি টেম্পল মারা গেলেন ৮৫ বছর বয়সে। পরিবার সূত্রে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার বাড়িতে মৃত্যু হয় তাঁর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। ১৯৩২ সালে মাত্র তিন বছর বয়সে প্রথম ‘ব্রাইট আইজ’ ছবিতে অভিনয় করেন। এর পর ‘আ লিটল প্রিন্সেস’, ‘কার্লি টপ’, ‘হাইডি’-র মতো ছবিতে শিশু শিল্পী হিসেবে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। বড় হয়ে অভিনয় জগৎ থেকে সরে গিয়ে যোগ দেন আমেরিকার বিদেশি কূটনীতিক হিসেবে। তবে টিভি-র নানা অনুষ্ঠানে দেখা যেত তাঁকে। |
|
|
তারাদের কথা। বহরমপুরে একটি হোটেলে
প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। ছবি: গৌতম প্রামাণিক।
|
মুম্বইয়ে বই প্রকাশ অনুষ্ঠানে অনিল কপূর ও আমির খান। ছবি: পিটিআই।
|
আজ, বুধবার তমলুকে উদ্বোধন হবে নতুন এক অলঙ্কার বিপণীর। তারই প্রচারে
মঙ্গলবার এসেছিলেন ইন্দো-জার্মান অভিনেত্রী এভলিন শর্মা। —নিজস্ব চিত্র।
|
হাত ধরে
সাংসদ মিঠুন চক্রবর্তীর সঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার পার্পল মুভি টাউনে। ছবি: রণজিৎ নন্দী। |
|