ভারত থেকে পর্যটকের সংখ্যা বাড়ছে সুইৎজারল্যান্ডে। ২০১৩ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৫ লক্ষ ভারতীয় পর্যটক থেকেছেন সেখানকার কোনও না কোনও হোটেলে। সস্তার অ্যাপার্টমেন্ট ভাড়া করে থেকেছেন আরও প্রায় ২ লক্ষ। আর সুইৎজারল্যান্ডের পর্যটন দফতরের কর্তারা সম্প্রতি কলকাতায় এসে জানিয়ে গেলেন, ২০১৪-য় তাঁরা আরও ১০% বেশি পর্যটক আশা করছেন ভারত থেকে। ভারতীয়দের চাহিদার কারণেই সুইৎজারল্যান্ডে অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছেন ভারতে সুইস পযর্টন দফতরের প্রধান স্টিফেন হিউবার্জার। পর্যটকদের আকর্ষণ করতে মনত্রো, স্টাড-এর মতো ছোট ছোট শহর ঘিরে গজিয়ে উঠছে সেগুলি। ৃভাড়া হোটেলের থেকে অনেক কম। সেখানে ছোট রান্নাঘরে চাইলে রান্নাও করে নিচ্ছেন দলবল নিয়ে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকেরা। সুইস পর্যটন দফতরের অফিসার ঋতু শর্মার কথায়, “সুইৎজারল্যান্ডে নেমেই ‘সুইস পাস’ নিয়ে নিচ্ছেন পর্যটকেরা। চার দিনের একটি পাস নিলেই বাস-ট্রেন-ট্রাম-লঞ্চ সব বিনি পয়সায় যত খুশি চড়ে নেওয়া যাবে। ১৬ বছরের কমবয়সীদের আবার পাসই লাগবে না। এ বছর পাহাড়ে ওঠার কেব্ল কার-এর পাসও বিক্রি হচ্ছে। ৮টি পাহাড় ঠিক করা হয়েছে।” তাঁর দাবি, অ্যাপার্টমেন্ট, নিজেদের রান্না, সুইস পাস সমেত বেড়ানোর প্যাকেজ মধ্যবিত্ত ভারতীয়দের বাজেটের মধ্যেই।
|
জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন ময়দানে সোমবার শুরু হল সপ্তম উত্তরবঙ্গ শিল্প বাণিজ্য মেলা। মেলার উদ্বোধন করেন জেলাশাসক পৃথা সরকার। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। জেলাশাসক জানান, জলপাইগুড়িতে পাট ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মেলায় ১১০টি স্টল রয়েছে। ৬টি স্টল এসেছে বাংলাদেশ থেকে। উত্তরবঙ্গে শিল্প ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে ১২ ফেব্রুয়ারি সেমিনার হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নর্থ বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত সম্পাদক পুরজিৎ বক্সি গুপ্ত জানান, উত্তরবঙ্গে শিল্প বাণিজ্য বিকাশে ইস্ট ওয়েস্ট করিডরের কাজ শেষ করা প্রয়োজন।
|
কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খনন শিল্প নিয়ে ১৩-১৬ ফেব্রুয়ারি সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করেছে মাইনিং, জিওলজিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল ইনস্টিটিউট অব ইন্ডিয়া। একই সময়ে শহরে এশিয়ান মাইনিং কংগ্রেসও চলবে। এ কথা জানিয়ে প্রতিষ্ঠানের সভাপতি এবং ভারত কোকিং কোল-এর সিএমডি টি কে লাহিড়ি বলেন, ভারতীয় সংস্থাগুলি এখন আরও বেশি সংখ্যায় বিদেশে ব্যবসা বাড়াচ্ছে। ফলে দীর্ঘ মেয়াদে ভারতে কয়লা, আকরিক লোহার জোগান নিশ্চিত করার সুযোগও নিশ্চিত হচ্ছে। সম্মেলনে অংশ নেবে ৩০টির বেশি দেশের ৩০০ সংস্থা। প্রসঙ্গত, আগামী দু’বছরে ভারতে খনন শিল্পে ব্যবসার অঙ্ক প্রায় ৩,৬০০ কোটি ডলার ছোঁবে বলে আশা।
|
মহিলাদের জন্য বিশেষ গৃহঋণ প্রকল্প আনল টাটা ক্যাপিটাল। প্রকল্প অনুযায়ী কোনও মহিলা ৪০ লক্ষ টাকার কম গৃহঋণ নিলে তাঁকে ১০.৫০ শতাংশের বদলে ১০.১৫% সুদ দিতে হবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক এবং এলআইসি হাউসিং ফিনান্সের মতো রাষ্ট্রায়ত্ত সংস্থা আগেই এ ধরনের প্রকল্প চালু করেছে।
|
সানগ্লাসের নয়া সম্ভার ‘স্পোর্টস আই গিয়ার’ আনল হিমালয় অপ্টিক্যালস। সংস্থার দাবি, এখানে দেশি-বিদেশি বিভিন্ন নামী ব্র্যান্ডের সানগ্লাস পাওয়া যাবে, যেগুলি সাধারণ ভাবে ছাড়াও খেলাধুলোর সময়ে পরার জন্য বিশেষ ভাবে তৈরি। দাম শুরু ৫,০০০ টাকা থেকে। পাশাপাশি, যাঁদের চোখে পাওয়ার রয়েছে, তাঁদের জন্যও আলাদা সানগ্লাস এনেছে সংস্থা।
|
পূর্ব মেদিনীপুরের তমলুকে নয়া শাখা খুলল ইন্ডিয়ান ব্যাঙ্ক। সম্প্রতি দেশ জুড়ে ব্যাঙ্কের মোট ১০৮টি শাখার উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, যার অঙ্গ হিসেবে তমলুকের শাখাটি খোলা হয়েছে। এখানে কোর ব্যাঙ্কিং এবং এটিএমের সুবিধা-সহ বিভিন্ন পরিষেবা পাওয়া যাবে বলে দাবি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির।
|
টাটা মোটরস— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে চোখ ধাঁধানো আর্তিক ফলাফল প্রকাশ করল গাড়ি সংস্থাটি। এই সময়ে তাদের সামগ্রিক নিট মুনাফা বেড়েছে তিনগুণ। দাঁড়িয়েছে ৪,৮০৫ কোটি টাকায়। মূলত শাখা সংস্থা জাগুয়ার-ল্যান্ড রোভারের মুনাফার হাত ধরেই নিজেদের সামগ্রিক লাভের অঙ্ক বাড়াতে সক্ষম হয়েছে টাটা মোটরস। সংস্থা মোট বিক্রিও ৩৮.৬% বেড়ে হয়েছে ৬৩,৫৩৬.০৬ কোটি। তবে দেশে একক ভাবে টাটা মোটরসের সময়টা খুব একটা ভাল যায়নি। গত এমনিতেই ভারতের গাড়ি শিল্পের খারাপ সময় কেটেছে। যার অংশ হিসেবে দেশীয় সংস্থাটির মোট আয় কমেছে অনেকটাই। ১০,৬৩০.০৯ কোটি থেকে তা কমে হয়েছে ৭,৭৬৯.৬৭ কোটি টাকা।
শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচার ফিনান্স— তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা দাঁড়িয়েছে ৪৬.৩০ কোটি টাকায়। এর আগের ত্রৈমাসিকে তা ছিল ৪১.২৪ কোটি। সামগ্রিক মোট আয় অবশ্য ৮১৮.০১ কোটি থেকে কমে হয়েছে ৮০৬.৬৫ কোটি টাকা।
কগনিজ্যান্ট— অক্টোবর-ডিসেম্বর (চতুর্থ) ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থাটির নিট মুনাফা ১৬.৩% বেড়ে হয়েছে ৩২.৪৩ কোটি ডলার। মোট আয়ও ২০.৪% বেড়ে দাঁড়িয়েছে ২৩৬ কোটি ডলারে। |