লোকগানের গৌরব ফেরাতে উদ্যোগী মমতা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সঙ্গীত তব অঙ্গে অঙ্গে...
গানমেলার উদ্বোধনী মঞ্চে ছো নৃত্যশিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার, সায়েন্স সিটিতে। ছবি: সুদীপ আচার্য। |
বাংলার হারিয়ে যাওয়া লোকসঙ্গীতকে ফের স্বমহিমায় ফিরিয়ে আনতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার জন্য রাজ্য সরকার ধারাবাহিক ভাবে প্রয়াস চালিয়ে যাবে বলে জানালেন তিনি। সোমবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে ‘বাংলা সঙ্গীত মেলা ২০১৪’-র উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, “বাংলার বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, ঝুমুর গানের শিল্পীরা সুযোগের অপেক্ষায় পিছিয়ে যাচ্ছেন। বড় শিল্পীদের পাশে তাঁদের জায়গা করে দেওয়াই সঙ্গীত মেলার মূল লক্ষ্য।” অনুষ্ঠানে ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ আদিবাসী, লেপচা, বাউল ও ছো নাচের শিল্পীরা। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কয়েক জন শিল্পীকে সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীত সম্মান পুরস্কার দেওয়া হয়। আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত শহরের একাধিক মঞ্চ ও পার্কে এই মেলা চলবে বলে তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে জানানো হয়েছে।
|
শিমলায় একটি ছবির শ্যুটিংয়ে হৃতিক রোশন। সোমবার। ছবি: পিটিআই। |
|
বাবার সই করা তবলার সামনে উস্তাদ জাকির হুসেন।
উস্তাদ আল্লারাখা খানের এই বাদ্যযন্ত্র নিলাম করার জন্য সোমবার
তুলে দেওয়া হল একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে। ছবি: পিটিআই। |
|