টুকরো খবর
বাড়ছে হৃদরোগ
এই রাজ্য, এই দেশ বা বিদেশ— বাঙালিরা যেখানেই থাকুন না কেন, তাঁদের মধ্যে হৃদরোগের প্রবণতা ক্রমেই বাড়ছে। মূলত জীবনযাপনের পরিবর্তনকেই এ জন্য দায়ী করেছেন চিকিৎসকেরা। বাঙালির খাদ্যাভ্যাস, শরীরচর্চায় অনীহা নানা বিপদ ডেকে আনে বলে তাঁদের মত। দেশ-বিদেশের বাঙালি হৃদরোগ চিকিৎসকদের সংগঠন ‘বাংলা ইন্টারভেনশনাল থেরাপিউটিক্স’ আয়োজিত এক সম্মেলনে দু’দিন ধরে এই নিয়েই সবিস্তারে আলোচনা হল।
বোলপুরের শান্তিনিকেতনে ওই সংগঠনের এই চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন চলল শনি ও রবিবার। হৃদ্রোগ ঠেকানোর উপায় সম্পর্কে আলোচনার পাশাপাশি হৃদরোগের উপসর্গ, কত দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া দরকার, কোন সময়টাকে বলে ‘গোল্ডেন আওয়ার’ তা নিয়েও চলে দীর্ঘ মত বিনিময়। সম্মেলনের উদ্বোধন করেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। অরুণাংশু গঙ্গোপাধ্যায়, শুভ্র বন্দ্যোপাধ্যায়, রবীন চক্রবর্তী, আফজালুর রহমান-সহ দু’শোরও বেশি হৃদ্রোগ চিকিৎসক এই সম্মেলনে হাজির ছিলেন।

আইএমএ-র রাজ্য সন্মেলন
যে সমস্ত চিকিৎসকরা ইচ্ছা করে ওষুধের জেনেটিক নাম ব্যবহার করছেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ। সংস্থার রাজ্য সম্পাদক শান্তনু সেন বলেন, “মানুষের জন্য চিকিৎসা পৌঁছে দিতে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে তা সঠিকভাবে কার্যকরী করতে হবে।” শনিবার নদিয়ার কল্যাণী লেক হলে আয়োজিত দু’দিন ব্যাপী ৭৩তম আইএমএ-এর রাজ্য সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জাতীয় নেতা এন আপ্পা রাও। এছাড়াও হাজির ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরী দফতরের রাষ্ট্রমন্ত্রী পুণ্ডরীকাক্ষ সাহা, কল্যাণীর বিধায়ক রমেন্দ্রনাথ বিশ্বাস, সংগঠনের রাজ্য সভাপতি নির্মল মাঝি-সহ অন্যানরা।

চক্ষুপরীক্ষা শিবির
একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালিত রানিগঞ্জের চক্ষু হাসপাতাল এবং বিএনআর ক্লাবের উদ্যোগে আসানসোলে চক্ষুপরীক্ষা শিবির হল শনিবার। ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের ডেপুটি মেয়র অমরনাথ চট্টোপাধ্যায়, মেয়র পারিষদ অভিজিত ঘটক, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রকেট চট্টোপাধ্যায় এবং আইএসবিটিআই-র আজীবন সদস্য প্রবীর ধর। আয়োজক সংস্থার সম্পাদক বিদ্যুত্‌ দাস জানান, ১৩৫ জনের চক্ষুপরীক্ষা হয়েছে। তাঁদের মধ্যে ৩০ জনের ছানি অপারেশন করা হবে নিখরচায়।

চিকিৎসা শিবির
এক স্বেচ্ছাসেবী সংস্থার ও বেসরকারি হাসপাতালের উদ্যোগে রবিবার বি-জোন কৃত্তিবাস রোডে একটি বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন হয়। প্রায় দু’শো জনের স্বাস্থ্যপরীক্ষা করা হয়। ওই সংস্থার যুগ্ম সম্পাদক ফিরোজ খান জানান, ইসিজি, চক্ষু পরীক্ষা ইত্যাদির ব্যবস্থা ছিল। বেশ কয়েক জনকে অস্ত্রোপচারের জন্য পরে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে সংস্থার তরফে জানানো হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.