সমুদ্র উত্সবে বালু ভাস্কর্য
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
গেটওয়ে অফ দিঘা। ছবি: সোহম গুহ। |
আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দিঘায় তিন দিন ব্যাপী সমুদ্র উত্সব শুরু হচ্ছে। তবে গত দু’বারের মতো এ বার আর নিউ দিঘার যাত্রানালায় নয়, এ বার সমুদ্র উত্সব হবে নিউদিঘার পুলিশ হলিডে হোমের মাঠে। তৃতীয় বছরের এই সমুদ্র উত্সবকে কেন্দ্র করে দিঘায় চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সৈকত পযর্টন কেন্দ্র দিঘার প্রবেশমুখে বসানো হয়েছে প্রায় ৮০ ফুট উচ্চতার ‘গেটওয়ে অফ দিঘা’। পুলিশ হলিডে হোম মাঠে আয়োজিত তিন দিনের সমুদ্র উত্সবে এবারের প্রধান ও অন্যতম আকষর্ণ ওড়িশার শিল্পী সুদশর্ন পট্টনায়েকের বালি ভাস্কর্য। এছাড়াও ঘুড়ি ওড়ানো ও বিচ ম্যারাথন প্রতিযোগিতা হবে। তিন রাতেই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল জানিয়েছেন, সমুদ্র উত্সবে এ বার মোট ৩০টি স্টল থাকছে। স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ৫টি স্টল ও রাজ্যের অন্যান্য জেলাগুলির ১৫টি স্টল ছাড়াও পর্যটন, মত্স-সহ রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ১৫টি স্টল থাকছে। সমুদ্র মেলার প্রস্তুতির চূড়ান্ত রূপরেখা নিয়ে গত শুক্রবার বিকেলে দিঘার ট্যুরিস্ট লজে একটি প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে জেলাশাসক অন্তরা আচার্য, কাঁথির মহকুমাশাসক সরিত্ ভট্টাচার্য, জেলা মত্স্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ দেবব্রত দাস, শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের নির্বাহী আধিকারিক সৌমেন পাল, রামনগর-বিডিও তমোজিত্ চক্রবর্তী, পর্যটন দফতরের বিশ্বরূপ দাশগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন। ২০১২ সালে রাজ্যের পযর্টন ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে দিঘায় সমুদ্র উত্সবের প্রথম বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে উদ্বোধন করেছিলেন। সেই থেকেই ওই দুই দফতরের উদ্যোগে দিঘায় সমুদ্র উত্সব হচ্ছে। |
চালু হল দৈনিক আনন্দবিহার এক্সপ্রেস
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
ঘড়িতে ৮টা বেজে ১০ মিনিট। সবুজ পতাকা নাড়লেন রায়গঞ্জের সাংসদ। রাধিকাপুর স্টেশন ছেড়ে এগিয়ে গেল রাধিকাপুর-দিল্লি আনন্দবিহার এক্সপ্রেস। শনিবার রাতে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর স্টেশন থেকে ট্রেনটির যাত্রা শুরুর সূচনা করেন এলাকার সাংসদ কেন্দ্রীয় নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী দীপা দাশমুন্সি। অনুষ্ঠানে হাজির ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথনাথ রায়, কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান অরুণ দে সরকার, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ রেল কর্তারা। উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দও। রাধিকাপুর থেকে ট্রেনটি ছাড়ার পর রাত সওয়া ৮টা নাগাদ কালিয়াগঞ্জ স্টেশন ও পৌনে ৯টা নাগাদ রায়গঞ্জ স্টেশনেও রেলের তরফে নতুন ট্রেনটিকে স্বাগত জানানো হয়। প্রতিটি অনুষ্ঠানেই দীপাদেবী উপস্থিত ছিলেন। রায়গঞ্জ স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানান বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ রায়গঞ্জ পুরসভার একাধিক কাউন্সিলর ও ব্যবসায়ীরা। রায়গঞ্জ মহকুমা থেকে এই প্রথম দিল্লিগামী দৈনিক ট্রেন চালু হওয়ায় এলাকার বাসিন্দারাও খুশি। |
ব্যবসায়ীদের রাজ্য সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
আগামী লোকসভা নিবার্চনে যে দল নিবার্চনী ইস্তাহারে ব্যবসায়ীদের হয়ে কথা বলবে সেই দলকে ভোট দিতে ব্যবসায়ীদের আহ্বান জানালেন ভারতীয় উদ্যোগ ব্যাপার মণ্ডলের মহা সচিব বিজয় প্রকাশ জৈন। শনিবার মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে মালদহ মার্চেন্ট চেম্বর অফ কমার্স-এর ৫৮তম বাণিজ্যিক অধিবেশন এবং পশ্চিমবঙ্গ ব্যবসায়ী সমিতির রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ ওই আহ্বান জানানো হয়। বিজয়বাবু বলেন, “দেশের কোনও রাজনৈতিক দল ব্যবসায়ীদের স্বার্থের কথা বলে না। তাই যে রাজনৈতিক দল নিবার্চনী ইস্তাহারে ব্যবসায়ীদের স্বার্থের কথা বলবে, তাদের আগামী লোকসভা নিবার্চনে ভোট দেওয়ার আর্জি জানিয়েছি।” ফেডারেশন অফ ট্রেডার্স অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গলের রাজ্য সম্পাদক তারকনাথ ত্রিবেদীও একই দাবি করেছেন। এ দিন সভায় মালদহ মালদ মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, “ব্যবসায়ীদের স্বার্থেই সবর্ত্র শিল্পনীতি এক হওয়া উচিত” জেলার প্রায় ১০ হাজার ব্যবসায়ী ওই সম্মেলনে যোগ দিয়েছেন বলে সমিতি সূত্রে জানানো হয়েছে। |
জেলে অনশনে বসা কুণাল হাসপাতালে |
বিচারের নামে প্রহসন হচ্ছে বলে অভিযোগ তুলে শুক্রবার রাত থেকে অনশন করছেন সারদা গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সাংসদ কুণাল ঘোষ। রবিবার সকালে তাঁকে দমদম সেন্ট্রাল জেলের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানান কারাকর্তারা। এক কারাকর্তা বলেন, “বারবার কুণালবাবুর সেলে গিয়ে তাঁকে পরীক্ষা করতে ডাক্তারদের অসুবিধা হচ্ছিল। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। রক্তচাপ এবং অন্যান্য শারীরিক পরিস্থিতি ঠিকই আছে বলে চিকিৎসকদের অভিমত। তবে তিনি কিছু খাচ্ছেন না।” কুণালবাবুর অভিযোগ, আদালতে তাঁর বক্তব্য না-শুনেই চার্জ গঠন করা হচ্ছে। প্রতিবাদে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন তিনি। |
বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ |
রাজ্য সরকারের সঙ্গে এ বার যৌথভাবে বেকার যুবকদের কারিগরী প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করল অম্বুজা সিমেন্ট ফাউন্ডেশন গোষ্ঠী। ফরাক্কায় নিজস্ব সিমেন্ট কারখানায় বর্তমানে ৮৮ জনকে অটোমোবাইল ও বিউটিশিয়ান প্রভৃতি ছ’টি ক্ষেত্রে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। ২০০৯ সালে ফরাক্কায় কারখানা গড়ে তোলার পর থেকে নিজেদের উদ্যোগে এই প্রশিক্ষণ কেন্দ্র চালিয়েছে তারা। ফাউন্ডেশনের অধিকর্তা দেবপ্রিয় ঘোষ বলেন, “দেশে চাকরির সংস্থান কমছে। কেন্দ্রীয় সরকার তাই ১১তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রতি বছর সারা দেশে দেড় কোটি যুবক-যুবতীকে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। ২০২২ সালের মধ্যে ৫০ কোটি যুবককে প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।” |
রাজ্যের মাদ্রাসাগুলিকে মূল স্রোতে আনার পাশাপাশি সেখানে অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠন পাঠন চালু করার ব্যাপারে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। শনিবার দেগঙ্গার সোহাই পঞ্চায়েতের কুমারপুর গ্রামে পীর আবুবকর মেমোরিয়াল মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের ক্রীণা প্রতিযোগিতার উদ্বোধনে এসে এমনটাই জানালেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা। এ দিন ক্রীড়ানুষ্ঠানের পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। |