খেলার টুকরো খবর
 
তমলুকে মিনি ম্যারাথন
মিনি ম্যারাথন হল তমলুকে। রবিবার সকালে তমলুকের ইয়ুথ স্পোর্টিং ক্লাব আয়োজিত ২১ কিলোমিটার দূরত্বের মিনি ম্যারাথন কোলাঘাট তাপবিদ্যুত্‌ কেন্দ্র সংলগ্ন মেচেদা নবীন সঙ্ঘের মাঠ থেকে শুরু হয়। দৌড় শেষ হয় হলদিয়া-মেচেদা রাজ্য সড়ক ধরে তমলুক শহর হয়ে তমলুকের রাখাল মেমোরিয়াল ময়দানে। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার চিমা ওকোরি। প্রতিযোগিতায় প্রথম হয় উত্তরপ্রদেশের গাজিপুর জেলার ১৯ বছরের যুবক বিজয় যাদব। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ঝাড়খণ্ডের টাটার যুবক মুন্না বুরিয়ালি, ও জলপাইগুড়ির ফালাকাটার যুবক হাসিবুল হক। এ দিন ওই দৌড় প্রতিযোগিতায় ১৭৭ জন পুরুষ ও ৫ জন মহিলা যোগ দেন। মহিলাদের মধ্যে প্রথম হন তমলুকের ডিমারি এলাকার দশম শ্রেণির ছাত্রী সন্তোষী সামন্ত। প্রতিযোগিতায় কনিষ্ঠ প্রতিযোগী হিসেবে অংশ নেয় কোচবিহারের টাকাগাছ এলাকার দর্জিপাড়ার সপ্তম শ্রেণির ছাত্র সিদ্ধার্থ গোপ। আর সবচেয়ে প্রবীণ প্রতিযোগী ছিলেন কোলাঘাট শহরের পুরাতন বাজারের বাসিন্দা ৭৬ বছরের সুদর্শন দলপতি। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ২৫ জনকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিমা ওকোরি, সাঁতারু মাসুদুর রহমান বৈদ্য, জেলাশাসক অন্তরা আচার্য, পুলিশ সুপার সুকেশ কুমার জৈন প্রমুখ। ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সম্পাদক কিশোর দাস জানান, এ বার কুড়ি বছরে পড়ল মিনি ম্যারাথন।

দাবা প্রতিযোগিতা
এক দিনের জেলা দাবা প্রতিযোগিতা হল কাঁথিতে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা দাবা অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাঁথি শহরের সংহতি হলে ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঁথি পাবলিক স্কুলের অধ্যক্ষ সমরেন্দ্রনাথ দাস। জেলা দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক উজ্জ্বল প্রধান জানান, এক দিনের এই প্রতিযোগিতায় ১৬০ জন যোগ দিয়েছিলেন।

জয়ী নন্দকুমার
সতীপ্রসাদ কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়ে গেল। শনিবার মহিষাদলে খেলার উদ্বোধনে এসেছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি। প্রথম খেলায় পাঁশকুড়া - গোলে হারায় মহিষাদল কসমসকে। দ্বিতীয় খেলায় নন্দকুমার একাদশ - গোলে হারায় মহিষাদল স্পোর্টিং ক্লাবকে।

নৈশ ক্রিকেট
গোপীবল্লভপুর - ব্লকের আমরদা প্রাথমিক স্কুল মাঠে একদিনের নৈশ ক্রিকেট প্রতিযোগিতা হল। স্থানীয় আমরদা রঘুনাথ স্মৃতি পাঠাগার ক্লাবের উদ্যোগে গত শনিবার সারা রাত ধরে ক্রিকেট প্রতিযোগিতাটি হয়। ১২টি দল যোগ দেয়। ফাইনালে জয়ী হয় আমরদা বজরং সঙ্ঘ।

মহিলা কবাডি
সরস্বতী পূজা উপলক্ষে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে কোলাঘাটের পাকুড়িয়া গ্রামে। মঙ্গলবার থেকে শনিবার সঞ্জীবনী সঙ্ঘের প্রাঙ্গণে নাচ, গান, ম্যাজিক হয়। পাশাপাশি মহিলাদের কাবাডি প্রতিযোগিতায় হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.