ভারত-অধিনায়ক হিসেবে বিদেশে সবচেয়ে বেশি টেস্ট হার
বিদেশে গেলেই কাঁটার মুকুট
ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে তাঁর নামটা অবশ্যই উঠে আসবে। কিন্তু সেটা দেশে। বিদেশে পা দিলেই মহেন্দ্র সিংহ ধোনির সোনার মুকুটটা কাঁটার মুকুট হয়ে যাচ্ছে!
রবিবারের পর ধোনি বিদেশে ভারতের নিকৃষ্টতম টেস্ট অধিনায়ক। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট নিয়ে অধিনায়ক হিসাবে দেশের বাইরে মোট এগারোটা টেস্ট হারলেন ধোনি। যা কোনও ভারত অধিনায়ক এর আগে হারেননি। দশটা করে টেস্ট হেরেছিলেন মনসুর আলি খান পটৌডি, মহম্মদ আজহারউদ্দিন এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। পটৌডি ১৩ টেস্টে, আজহার ২৭ এবং সৌরভ ২৮ টেস্টে বিদেশে দেশকে নেতৃত্ব দেন। বিদেশে টেস্ট জয়ে সবার উপরে আছেন সৌরভ।
ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে প্রায়ই বলা হয়, দেশে সফল, কিন্তু বিদেশে গিয়ে সেই শোচনীয় ভাবে ব্যর্থ। দেখা যাচ্ছে, এই সমালোচনা খেটে যাচ্ছে অধিনায়ক ধোনির ক্ষেত্রেও। দেশের মাঠে অসম্ভব ভাল রেকর্ড। ৩০টা টেস্টে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২১টা। কিন্তু দেশের বাইরে পা রাখলেই বদলে যাচ্ছে পরিসংখ্যানটা। সেখানে ধোনি ২২টা টেস্টে দেশকে নেতৃত্ব দিয়ে জিতেছেন মাত্র পাঁচটিতে। হার এগারোটায়।
সৌরভ
বিদেশে ভারতের সফলতম টেস্ট অধিনায়ক

• টেস্ট: ২৮ জয় ১১
(অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা,
ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ-৩, জিম্বাবোয়ে-৩)
• হার: ১০
• ড্র:
ধোনির নেতৃত্বে ভারতের বিদেশে টেস্ট পারফরম্যান্স শোচনীয় থেকে আরও শোচনীয় হয়ে চলেছে। ভারত বিদেশে শেষ টেস্ট জিতেছে ৯৬৩ দিন আগে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে। তার পর থেকে বিদেশে তেরোটা টেস্টে ভারত হেরেছে দশটায় (শুধু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে ক্যাপ্টেন ছিলেন সহবাগ)। শেষ এগারোয় হার দশ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারবানে কোনওক্রমে হার এড়ানো গিয়েছে। না হলে এগারোয় এগারো হত।
ভারতীয় ক্রিকেটে এখন অন্যতম প্রহেলিকা হয়ে উঠেছেন ধোনি। দেশে অসাধারণ, বিদেশে জঘন্য। ঘরের মাঠে দেশকে ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়েছেন, অস্ট্রেলিয়াকে টেস্টে ৪-০ হারিয়েছেন। দেশে টেস্ট জয়ের হিসাব ৭০ শতাংশ। আবার বিদেশে সেটা নেমেছে ২২ শতাংশে। ওয়ান ডে অধিনায়ক হিসাবে বিদেশে পরিসংখ্যান কিছুটা ভাল ধোনির। বিদেশে ৯৯টা ম্যাচের মধ্যে ৫২ জয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশকে জিতিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপও এনে দিয়েছেন। কিন্তু টেস্ট ক্রিকেটের কুলীন আসনে ধোনির স্থান কোথায় থাকবে, তা নিয়ে সংশয় থাকছেই।
বিদেশের এই জঘন্য রেকর্ড মেরামত করার জন্য ধোনির হাতে হয়তো আর খুব বেশি সময় নেই। আর সেটা করতে না পারলে ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রহেলিকা হয়েই থেকে যাবেন মহেন্দ্র সিংহ ধোনি।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.