টুকরো খবর |
রাজ্য অ্যাথলেটিক্সের বাছাই
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে অ্যাথলেটিক্স।—নিজস্ব চিত্র। |
রাজ্য অ্যাথলেটিক্সের জন্য পশ্চিম মেদিনীপুরের বাছাই পর্ব হল মেদিনীপুরে। শনি এবং রবিবার, দু’দিন ধরে শহরের অরবিন্দ স্টেডিয়ামে বাছাই পর্ব চলে। জেলার চারটি মহকুমা থেকে সবমিলিয়ে ২০৭ জন অংশগ্রহন করেন। এর মধ্যে ১২৪ জন ছেলে। ৮৩ জন মেয়ে। মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই বাছাই পর্ব অনুষ্ঠিত হল। ছেলেদের ৫টি এবং মেয়েদের ৫টি বিভাগ ছিল। আগামী মে অথবা জুন মাসে রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতা হবে। বাছাই পর্বে যারা উত্তীর্ণ হয়েছে, তারাই রাজ্য অ্যাথলেটিক্সে যোগ দেবে। গতবার রাজ্যস্তরে সাফল্য পেয়েছিল পশ্চিম মেদিনীপুর। সব মিলিয়ে ১০টি পদক পেয়েছিলেন জেলার অ্যাথলিটরা। এর মধ্যে ৫টি সোনা, ৩টি রুপো, ২টি ব্রোঞ্চ। অনুর্ধ্ব ১৪ বিভাগের হাই জাম্পে সোনা পেয়েছিল রূপসী খাতুন। সঙ্গে ট্রায়াথোলানে তার প্রাপ্তি ছিল ব্রোঞ্চ। জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক সাব কমিটির আহ্বায়ক স্বদেশরঞ্জন পান বলেন, “বাছাই পর্বে বেশ কয়েকজন সম্ভাবনাময় অ্যাথলিট নিজ নিজ বিভাগে পারদর্শিতা দেখিয়েছে। আশা করি, রাজ্য অ্যাথলেটিক্সে এ বারও জেলা সাফল্য পাবে।”
|
বিধ্বংসী বিনয় |
ইরানি ট্রফি-র প্রথম দিন কর্নাটক ক্যাপ্টেন বিনয় কুমারের বিধ্বংসী বোলিংয়ে (৬-৪৭) অবশিষ্ট ভারতের প্রথম ইনিংস শেষ ২০১ রানে। জবাবে দিনের শেষে কর্নাটক ৩৫-১। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম বলেই বিনয় ফেরান জীবনজোৎ সিংহকে। গৌতম গম্ভীর (২২) প্রথম দেড় ঘণ্টা লড়াই করেও শেষ পর্যন্ত স্টুয়ার্ট বিনির (৩-৩৫) এলবিডব্লিউয়ের ফাঁদ এড়াতে পারেননি। রান পেয়েছেন দীনেশ কার্তিক (৯১)। ১৪টা বাউন্ডারি সহ প্রায় পাঁচ ঘণ্টার ইনিংসে কার্তিক আর অমিত মিশ্রই (৪৭) টিমের স্কোর ২০০ পার করেন। ক্যাপ্টেন হরভজন করেন ২৫। কর্নাটক ব্যাট করতে নামার পর প্রথম ঝটকা অশোক দিন্দার।
|
কেশবন সাঁইত্রিশে |
সোচি শীত অলিম্পিকে নিজের ইভেন্ট লুগ-এ প্রথম দুই হিটের শেষে ৩৭তম স্থানে ভারতের শিব কেশবন। দু’বারের এশীয় চ্যাম্পিয়ন শুক্রবারের প্র্যাকটিসে উৎরাই বেয়ে নামার সময় স্লেজ-বোর্ড থেকে পড়ে গিয়েও দারুণ তৎপরতা দেখিয়ে পিছলে যেতে যেতেই আবার স্লোজ-বোর্ডে উঠে পড়েছিলেন। শনিবার প্রথম হিটে তুলনায় ভাল করলেও পরের হিটে সময় খারাপ হয় তাঁর। শিব অবশ্য আরও দু’টি হিট পাচ্ছেন।
|
বাংলাদেশের সফর |
ভারতীয় বোর্ডের সঙ্গে চারটি সফরের চুক্তির (এমপিএ) কথা স্বীকার করলেন বাংলাদেশ বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান। এর মধ্যে ভারতের চলতি বছরে বাংলাদেশে সফর (ওয়ান ডে সিরিজ) ছাড়াও ২০১৫-এ টেস্ট ও ওয়ান ডে খেলার কথা। এ ছাড়া ২০১৬ অগস্ট ও সেপ্টেম্বরে ভারতে টেস্ট সিরিজ খেলতে সফর করবে বাংলাদেশ আর ২০২০-র জুনে ভারত টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশে।
|
শহরে য়ুকি অবাছাই |
আজ সোমবার থেকে শুরু কলকাতা চ্যালেঞ্জারে সদ্য চেন্নাইয়ে চ্যাম্পিয়ন এবং শহরের টুর্নামেন্টে যোগ্যতা পাওয়া য়ুকি ভামব্রি বাছাইয়ের মর্যাদা পাননি। সেখানে ওয়াইল্ড কার্ড পাওয়া সোমদেব দেববর্মন দ্বিতীয় বাছাই। ড্রয়ে দু’জন একই অর্ধে পড়ায় চেন্নাইয়ের মতো সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন। অবাছাই য়ুকি অবশ্য দ্বিতীয় রাউন্ডেই পেতে পারেন তৃতীয় বাছাই রাশিয়ার ডনস্কয়কে।
|
ডার্বি দেখবেন |
শহরে আসছে ফিফার প্রতিনিধি দল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের পরিকাঠামো দেখতে। আটটি শহরে যাওয়ার কথা। ২৮ ফেব্রুয়ারি যুবভারতী-সহ রবীন্দ্র সরোবর স্টেডিয়াম পর্যবেক্ষণ করবেন তাঁরা। এ ছাড়াও প্র্যাকটিস মাঠের পরিকাঠামো এবং নিরাপত্তার বিষয়ও দেখবেন। ফেডারেশন সহ-সভাপতি সুব্রত দত্ত এ কথা জানান।
|
হ্যাটট্রিক বিন্দ্রার |
নেদারল্যান্ডসের হাগ-এ ইন্টারশ্যুট ট্রাই সিরিজে অবিশ্বাস্য ফর্মে অভিনব বিন্দ্রা। এয়ার রাইফেলের দুই ইভেন্টে গত বৃহস্পতি ও শুক্রবার সোনা জেতার পরে তৃতীয় ইভেন্টেও সোনা জিতে হ্যাটট্রিক করলেন। প্রতিবারই লড়াইয়ে থাকা বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যালিন জর্জ মলডোভিয়ানুকে হারালেন।
|
আক্রমের জরিমানা |
পাঁচশো টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলেন ওয়াসিম আক্রম! তা-ও নিজের শহর লাহৌরে! পঞ্জাব বিশ্ববিদ্যালয় এলাকায় গাড়ি চালানোর সময় নির্ধারিত গতির থেকে বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন আক্রম। যা দেখে ট্র্যাফিক ওয়ার্ডেন তাঁকে গাড়ি থামিয়ে জানিয়ে দেন, নিয়ম ভাঙায় জরিমানা ভরতে হবে।
|
জয় ব্যারেটোদের |
মহারাষ্ট্রের কেঁকড়ে এফসি-র পর ঈগল এফসি-কে হারাল ভবানীপুর। রবিবার গ্যাংটকে দ্বিতীয় ডিভিশন আই লিগের ম্যাচে ব্যারেটোহীন ভবানীপুর ২-০ জিতল। গোল করেন দীপক সিংহ ও স্নেহাশিস দত্ত। রিজার্ভ বেঞ্চে সদ্য চোট সারিয়ে ওঠা ব্যারেটো ছিলেন।
|
অন্য খেলায় |
• রহড়া সঙ্ঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের ১৭তম ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল লক্ষ্মী ডেকরেটর্স। টাইব্রেকারে তরুণ সঙ্ঘকে হারিয়ে।
• বেহালা মনমোহন পার্ক ফ্রেন্ডস কর্নারের হরেন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে যুবতারা স্পোর্টিং চ্যাম্পিয়ন হল দেব এন্টারপ্রাইজকে ২-০ হারিয়ে। রানার্স টিম পেল অভিজিৎ সাঁতরা ট্রফি। |
|