চিড়িয়াখানায় পশুদের খাবার কম পড়েছিল। তাই অতিরিক্ত খাদ্যের জোগান দিতে গিয়ে একটি ১৮ মাসের জিরাফকে মেরে ফেলল চিড়িয়াখানারই এক কর্মী। ঘটনাটি ঘটেছে ডেনমার্কে। নিহত জিরাফটির নাম মারিয়াস। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত কর্মীটি প্রথমে জিরাফটিকে নৃশংসভাবে গুলি করে মারে। তার পর কুচি কুচি করে কেটে চিড়িয়াখানার অন্য পশুদের খাওয়ায়। এ হেন জঘন্য অপরাধের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় জনতা। মারিয়াসের খুনে প্রচারে নেমেছেন তাঁরা। সরব হয়েছে সংবাদপত্রগুলিও।
|
ছ’টি কচ্ছপ-সহ এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে চাকদহের মাছ বাজারে কচ্ছপগুলি বিক্রির সময় প্রবীর দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। স্থানীয় সুভাষনগরের বসিন্দা ওই ব্যক্তি অবশ্য পুলিশকে জানিয়েছে ক্রেতাদের দাবি মেটাতে সে গোপালনগর থেকে কচ্ছপগুলি নিয়ে এসেছিল। কচ্ছপগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে সেগুলিকে বেথুয়াডহরি অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়েছে।
|
গুলি করে হাতি মারল চোরাশিকারিরা। কার্বি আংলং-এর ঘটনা। বন দফতর সূত্রের খবর, বৈঠালাংশুর হামরেন রেঞ্জের টেক্সোপাড়া এলাকায় দু’দিন ধরে জঙ্গল থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছিল। খবর পেয়ে বনরক্ষীরা তল্লাশি চালিয়ে একটি হাতির দেহ উদ্ধার করে। সেটির দাঁত কেটে নেওয়া হয়েছিল। কিছুটা দূরে শুঁড়টি মেলে। |