যাত্রা শুরু নয়া পলিটেকনিকের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারুইপুরে পলিটেকনিক কলেজের উদ্বোধন করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রবিবারের ওই অনুষ্ঠানে ছিলেন রাজ্যের কারিগরি বিষয়ক দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন সূত্রের খবর, কারিগরি শিক্ষার সুযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ২০১২ সালের ১৭ জানুয়ারি বারুইপুরের মল্লিকপুরে এক সরকারি অনুষ্ঠানে ওই পলিটেকনিক কলেজের শিলান্যাস করেছিলেন। বিমানবাবু এ দিনের অনুষ্ঠানে বলেন, “২৫ কোটি টাকা খরচ করে এই পলিটেকনিক কলেজ গড়ে তোলা হয়েছে। আপাতত এখানে ইলেকট্রনিক এবং মেকানিক্যাল ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। ওই দুই পাঠ্যক্রমে আসন আছে ১২০টি।”
|
বোরো চাষে জলের দাবিতে পথ অবরোধ খানাকুলে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
বোরো চাষে জল না পেয়ে প্রায় ছ’ঘন্টা পথ অবরোধ করলেন কয়েকশো চাষি। শনিবার ভোর ৪টে থেকে সকাল ১০টা অবধি খানাকুল-২ নম্বর ব্লকের জগদীশতলায় পথ অবরোধ করেন তাঁরা। ভোগান্তিতে পড়েন গড়েরঘাট থেকে কলকাতা, তারকেশ্বর এবং আরামবাগগামী প্রথম বাসের নিত্যযাত্রী-সহ বহু মানুষ। চাষিদের দাবি ছিল, ডিভিসি জল ছাড়া সত্ত্বেও সমবন্টনের অভাবে জল পৌঁছয়নি বহু এলাকায়। পরে বিডিও অনুপ কুমার মণ্ডল ঘটনাস্থলে গিয়ে জল সমবন্টনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডিভিসির জল খানাকুলে দামোদর এবং মুন্ডেশ্বরী নদীতে পৌঁছেছে গত ৬ ফেব্রুয়ারি। বিভিন্ন স্লুইস গেট খুলে ইতিমধ্যেই বিভিন্ন পঞ্চায়েত এলাকায় সেচ দেওয়া শুরু হয়েছে। কিন্তু উপরের এলাকাগুলিতে চাষিরা সেচ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত স্লুইস গেট বন্ধ করতে না দেওয়ায় এই ঘটনা ঘটেছে। বিডিও বলেন, “বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যেই তদারকি করছি। জলের অসুবিধা হবে না।”
|
রানি ভবশঙ্করী স্মৃতি মেলা |
উদয়নারায়ণপুরের গড়ভবানীপুরে দামোদরের অদূরে রানি ভবশঙ্করীর প্রসাদ ধ্বংস হয়ে গিয়েছে বহু দিন। দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র গোপীনাথ জিউর মন্দির। সম্প্রতি গড়ভবানীপুরের গড়মন্দির মাঠে আয়োজিত হল চারদিনব্যাপী রায়বাঘিনী রানি ভবশঙ্করী স্মৃতি মেলা। উদ্বোধন করেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সাংসদ সুলতান আহমেদ প্রমুখ। মেলায় সরকারি এবং বেসরকারি মিলিয়ে ৩০টি স্টল ছিল। ছিল কৃষি, চিত্র, মৃৎশিল্পের মতো বহু প্রদর্শনী। এছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা।
|
সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিনদিনের উৎসব পালিত হল জয়পুরের থলিয়া ইউনিয়ন হাইস্কুলে। স্কুলের ছাত্রছাত্রীদের হাতের কাজের প্রদর্শনীর উদ্বোধন করেন রাজ্য সরকারের এডুকেশনের ডেপুটি ডিরেক্টর দিব্যগোপাল ঘটক। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক প্রশান্ত জানা, আমতা-২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, হাওড়া জেলা পরিষদের সহ-সভাপতি প্রমুখ। |