স্ত্রীকে মারধর এবং পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ওই ব্যক্তি স্থানীয় তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতে গোঘাটের গোলপুর গ্রামের এই ঘটনায় শুক্রবার রাতে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বজিত অধিকারী। বাড়ি ওই এলাকাতেই। আহত স্ত্রী লক্ষ্মীরানী অধিকারীকে গোঘাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বামীর বিবাহিত বহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে দীর্ঘদিন ধরেই অশান্তিতে ছিলেন স্ত্রী লক্ষ্মীরানীদেবী। গত ৯ জানুয়ারি ভোরে ঘুমন্ত স্বামীকে হালপাঁচন দিয়ে মারধর এবং কামড়ে ক্ষতবিক্ষত করার অভিযোগও ছিল তাঁর বিরুদ্ধে। সেই সময় গুরুতর আহত ওই তৃণমূল নেতাকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ১১ জানুয়ারি লক্ষ্মীদেবী ঘটনার কথা স্বীকার করে স্বামীকে শোধরানোর জন্য লিখিতভাবে পুলিশের সাহায্য চেয়েছিলেন। পুলিশ দু’পক্ষকে ডেকে পারিবারিক অশান্তি মেটানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। এ দিনের লিখিত অভিযোগে লক্ষ্মীরানীদেবী জানিয়েছেন, স্বামী না শুধরোনোয় ফের পুলিশের কাছে যাব বলতেই স্বামী চড়াও হন তাঁর উপরে। তাঁকে ফেলে বাঁশ দিয়ে পেটানো হয়। গায়ে কেরোসিন ঢেলে পোড়াবারও চেষ্টা করেন তাঁর স্বামী। তাঁর চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে বাঁচায়। অন্যদিকে, অভিযুক্ত বিশ্বজিত অধিকারীর বক্তব্য, স্ত্রী নিজে খারাপ বলেই ১৮ বছর বিবাহিত জীবনের পরও তাঁকে মেরে ফেলতে চেয়েছিলেন। এ দিন নিজেকে বাঁচাতেই প্রতিরোধ করেছেন তিনি। |