উৎপাদন ক্ষমতা প্রায় আড়াই গুণ বাড়াতে ৫৫০ কোটি টাকা লগ্নি করছে বার্জার পেন্টস। এর জন্য একাধিক নতুন কারখানা চালু করতে চলেছে রং তৈরির ক্ষেত্রে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থাটি। সম্প্রতি অন্ধ্র প্রদেশের হিন্দুপুরে নতুন কারখানা চালু করেছে বার্জার। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অভিজিৎ রায় বলেন, “দেশে রং শিল্প দ্রুত গতিতে এগোচ্ছে। এর সঙ্গে তাল রাখতেই উৎপাদন ক্ষমতা দু’গুণেরও বেশি বৃদ্ধির পরিকল্পনা নিয়েছি। দেশের দ্বিতীয় বৃহত্তম রং তৈরি সংস্থা বার্জার পেন্টস। তা ধরে রাখাই আমাদের লক্ষ্য।” হিন্দুপুরের কারখানাটি সম্প্রতি অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন। অন্ধ্র প্রদেশেই আরও দু’টি কারখানা তৈরি করছে বার্জার। একটি অনন্তপুরে, অপরটি গেল্লাপুরমে। বছর দেড়েকের মধ্যেই সেগুলি চালু হবে বলে জানান অভিজিৎবাবু। জাপানের নিপ্পন বি কেমিক্যালসের সঙ্গে যৌথ উদ্যোগেও গাড়ির অভ্যন্তরীণ প্লাস্টিক অংশের জন্য রং তৈরির কারখানা গড়ছে বার্জার। অভিজিৎবাবু জানান, “বর্তমানে বছরে ২.৪০ লক্ষ টন রং তৈরি হয়। নয়া কারখানা চালু হলে তা দাঁড়াবে ৬ লক্ষ টন।”
|
জেসপ কর্মীদের বিশেষ রেশন দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাল সংস্থার কর্মী ইউনিয়ন। বকেয়া বেতন-সহ অন্যান্য পাওনা মেটানোর জন্য কতৃপক্ষের উপর চাপ সৃষ্টি করতে রাজ্য সরকারের হস্তক্ষেপও দাবি করল তারা। জেসপ ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “চার মাস ধরে কর্মীরা বেতন পাচ্ছেন না। অবসর নিয়ে অনেকেই গ্র্যাচুইটি, পিএফের টাকাও পাননি। তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছি। এ ছাড়া বন্ধ কারখানার কর্মী হিসাবে অনেকেই রাজ্য সরকারের ভাতা পাচ্ছেন। আমাদের কারখানাতেও অন্তত বিশেষ রেশন দেওয়ার ব্যবস্থা চালু করার আর্জি জানিয়েছি।”
|
আবাসন নির্মাণ সংস্থা ডিএলএফ ৩৫.৮০ কোটি ডলারে (প্রায় ২২০০ কোটি টাকা) বিক্রি করে দিল তাদের বিলাসবহুল হসপিটালিটি চেন আমনরিসর্টস। সেখানে সিলভারলিঙ্ক রিসর্টস-এর পুরো মালিকানাই আমন রিসর্টস গ্রুপ-এর আদ্রিয়ান জেকা-কে বিক্রি করেছে ডিএলএফের শাখা সংস্থা ডিএলএফ গ্লোবাল হসপিটালিটি।
|
আজ ও কাল, টানা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সামিল হচ্ছে সারা দেশের ব্যাঙ্কগুলি। কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়নের যৌথ সংগঠন, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ) তাদের বেতন সংশোধন দ্রুত চূড়ান্ত করার দাবিতে ওই ধর্মঘট ডেকেছে। এর জেরে দেশ জুড়ে এটিএম পরিষেবাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা। অন্যতম ধর্মঘটী সংগঠন এআইবিইএ সভাপতি রাজেন নাগরের দাবি, “তাঁদের অনুমোদিত এটিএম রক্ষীদের ইউনিয়নও ধর্মঘটে সামিল হবে। ফলে বেশির ভাগ এটিএম-এর দরজাই বন্ধ থাকবে।” ইউএফবিইউ-র আহ্বায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, “ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ ১০% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে, যা মানা সম্ভব নয়। তাই ধর্মঘট হচ্ছে।”
|
কেরল সরকারের উদ্যোগে নারকেলের ছোবড়া দিয়ে তৈরি পণ্য তৈরিতে উৎসাহ দিতে সেখানে আয়োজিত হল ‘কয়ার কেরালা’ প্রদর্শনী। সেই উপলক্ষে ক্রেতা-বিক্রেতা সম্মেলনে প্রায় ১৫০ কোটি টাকার বাণিজ্যিক চুক্তি হয়েছে বলে জানিয়েছেন কেরলের রাজস্ব ও কয়ার সংক্রান্ত মন্ত্রী আদুর প্রকাশ। এই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এবং এর সঙ্গে যুক্ত রাজ্যের ৩ লক্ষেরও বেশি কর্মীকে আর্থিক সুরক্ষা দিতে এ ধরনের উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি মন্ত্রী জানান গবেষণা ও উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও। |