বিদ্যুৎ দফতরের আধিকারিককে মারের নালিশ
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর |
বিদ্যুৎ চুরি রুখতে এসে বাসিন্দাদের হাতে মার খেলেন বিদ্যুৎ দফতরের এক আধিকারিক। শনিবার দুপুরে ময়ূরেশ্বর থানার গৌরবাজার এলাকার কিছু লোক পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন নিগমের মল্লারপুর গ্রাহক সেবাকেন্দ্রের অফিসের ভিতরে জোর করে ঢুকে পড়ে। অভিযোগ, তখনই সহকারী বাস্তুকার সন্দীপ মণ্ডলকে মারধর করা হয়। সন্দীপবাবু ময়ূরেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশ রবিবার অবধি এক জনকেও গ্রেফতার করতে পারেনি। ময়ূরেশ্বর থানার ওসি রাকেশ সাধুখাঁর দাবি, বিদ্যুৎ চুরির অভিযোগে একটি মামলা শুরু হয়েছে। তবে মারধরের কোনও অভিযোগ দায়ের হয়নি। সন্দীপবাবু বলেন, “গৌরবাজার এলাকার বাসিন্দা একরাম শেখ রবিশষ্য চাষের জন্য বৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছেন। কিন্তু তার বাইরেও তিনি পুকুরে সাব মার্সিবলের মাধ্যমে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ করে চাষের জমিতে জল যোগান দিচ্ছিলেন। গোপন সূত্রে সেই খবর পেয়ে এলাকায় পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।” তাঁর অভিযোগ, তার পরেই একরাম শেখের সমর্থনে ওই এলাকা থেকে কিছু লোক অফিসে ঢুকে তাঁর উপরে হামলা করে। তিনি বলেন, “আমাকে মারধরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ নিয়ে ময়ূরেশ্বর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।” ওই ঘটনায় অভিযুক্ত একরাম শেখের বক্তব্য পাওয়া যায়নি।
|
দু’টি ওয়ার্ডের রেলের হকারদের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটেছে শনিবার রাতে। সাইথিয়ার ওই ঘটনায় পুলিশ উভয় পক্ষের চার জনকে আটক করেছে। সাইথিয়া ৪ ও ১৩ নম্বর ওয়ার্ডের রেলের হকারদের মধ্যে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। |