চটের বস্তা নিয়ে রাজ্য উদ্যোগী |
খাদ্যশস্য সংগ্রহে পুরোদস্তুর চটের বস্তা ব্যবহার করবে রাজ্য খাদ্য দফতর। ফুড কর্পোরেশনও (এফসিআই) যেন চটের বস্তা ব্যবহার করে, তার জন্য কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রককে চিঠি লিখেছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর আশা, কেন্দ্র খুব শীঘ্রই এ ব্যাপারে পদক্ষেপ করবে। এ রাজ্যে ২২ হাজারের বেশি চালকল আছে। তাদের একাংশ প্রতি ১০০টি চটের বস্তার গাঁটে ২৫-৩০টা প্লাস্টিকের বস্তা ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। অথচ, বেঙ্গল রাইস মিলস অ্যাসোসিশনের সভাপতি দেবু মণ্ডলের বক্তব্য, “সরকার যে চাল সংগ্রহ করে, তার ১০০ শতাংশই নতুন চটের বস্তায় দেওয়া হয়, তা নয়। কিছু আগের ব্যবহৃত বস্তাও থাকে। কিন্তু বেশ কিছু কল মালিক যে চাল খোলাবাজারে বিক্রি করেন, তার ৯০ শতাংশই প্লাস্টিকের বস্তায় দেওয়া হয়। কারণ প্লাস্টিকের দাম অপেক্ষাকৃত কম।” চটকল মালিকদের সংগঠন আইজেএমএ-র চেয়ারম্যান রাঘব গুপ্ত বলছেন, “কেন্দ্রের ডিরেক্টরেট জেনারেল অফ সাপ্লাইজ অ্যান্ড ডিসপোজালস বিভিন্ন চটকল থেকে বস্তা কেনে। অন্যরা সেখান থেকে চটের বস্তা নিয়ে গেলেও এ রাজ্য তা করে না।” তাই চালকলগুলির দেওয়া প্লাস্টিকের বস্তাই বেশি ব্যবহৃত হয় বলে সংগঠন সূত্রের খবর। |
কলেজ সার্ভিসের তালিকা প্রকাশ |
সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে কম্পিউটার সায়েন্স, মনস্তত্ত্ব, সমাজবিদ্যা-সহ ১১টি বিষয়ে শিক্ষকতার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করল কলেজ সার্ভিস কমিশন (সিএসসি)। সেই সঙ্গে এই বিষয়গুলিতে কলেজভিত্তিক শূন্য পদের তালিকাও প্রকাশ করা হয়েছে। শুক্রবার কমিশনের ওয়েবসাইটে এই তালিকাগুলি দেওয়া হয়েছে। একটি মামলাকে কেন্দ্র করে কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের উপরে আদালতের স্থগিতাদেশ রয়েছে। তবে কমিশন জানিয়েছে, সব বিষয়ে নয়, এই স্থগিতাদেশ কয়েকটি বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বাকি যে সব বিষয়ের ইন্টারভিউ ও চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে, আইনজীবীদের সঙ্গে আলোচনা করে সেগুলি পর্যায়ক্রমে প্রকাশ করছে কমিশন। সিএসসি-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, আগামী সপ্তাহে আরও কয়েকটি বিষয়ের তালিকা প্রকাশ করা হবে। আদালতের স্থগিতাদেশে আটকে আছে দর্শন, সংস্কৃত, শিক্ষা, উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যার মতো কয়েকটি বিষয়ের চূড়ান্ত তালিকা। সিদ্ধার্থবাবু জানান, স্থগিতাদেশ তুলে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। |
এ বছরের আইএসসি-র প্র্যাক্টিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে কাল, সোমবার। লেখা পরীক্ষা শুরু হবে ২১ ফেব্রুয়ারি। রাজ্য থেকে কুড়ি হাজারের কিছু বেশি পরীক্ষার্থী আইএসসি দেবেন বলে আইসিএসই কাউন্সিল সূত্রের খবর। কাউন্সিল কর্তৃপক্ষ শনিবার জানান, এ বছর থেকে আইসিএসই এবং আইএসসি পরীক্ষার্থীদের একটি করে ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (ইউআইডি) দেওয়া হচ্ছে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই নম্বর লিখেই পরীক্ষা দিতে হবে তাঁদের। ইউআইডি ছাড়াও উত্তরপত্রে থাকবে বারকোড। এই দুই নতুন পদ্ধতি চালু করার ফলে পরীক্ষার্থীর পরিচয়ের গোপনীয়তা আরও বেশি করে রক্ষিত হবে। পাশাপাশি কোনও ছাত্র বা ছাত্রী ভবিষ্যতে জরুরি নথি হারিয়ে ফেললে ইউআইডি-র সাহায্যে নথির নকল বের করা সহজ হবে বলে কাউন্সিল কর্তৃপক্ষের দাবি। এ বছরের আইসিএসই পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। |
ট্রেন দেরিতে চলায় শনিবার সকালে শিয়ালদহ ডিভিশনের মেন শাখায় টিটাগড় ও আগরপাড়া স্টেশনে রেল লাইন অবরোধ করলেন যাত্রীরা। পূর্ব রেল সূত্রের খবর, এ দিন বেলা ৮টা নাগাদ টিটাগড় স্টেশনে রেল লাইন অবরোধ করেন যাত্রীরা। কিছু পরেই একই কারণে অবরোধ হয় আগরপাড়াতেও। বেলা ৯টা নাগাদ অবরোধ ওঠে। তবে অবরোধে আটকে যাওয়ায় তিন-চারটি লোকাল ট্রেন প্রায় এক ঘণ্টা দেরিতে চলেছে। পরে অনেকটা স্বাভাবিক হলেও দুপুর পর্যন্ত ওই শাখার ট্রেনগুলি কুড়ি মিনিট থেকে আধ ঘন্টা পর্যন্ত দেরিতে চলেছে। |