টুকরো খবর
আবাসন নির্মাণে বাধা তারাপীঠে
জমি নিয়ে বিতর্কে তারাপীঠে সরকারি আবাসনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। আটলা মৌজায় শুক্রবার ওই আবাসন তৈরির জন্য জায়গা ঘেরা শুরু হয়। লজের কিছু এলাকা আটকে দেওয়ায় শনিবার তারা কাজে বাধা দেন। পরে লজের কিছু অংশ খুলে দেওয়ায় ফের কাজ শুরু হয়েছে। লজের ম্যানেজার সুনীল গিরির দাবি, “আগাম না জানিয়ে পূর্ত দফতরের কর্মীরা লজের কিছু এলাকা ঘিরে দেয়। এতে লজের সুনাম ও সৌন্দর্য্য নষ্ট হওয়ায় বাধা দেওয়া হয়েছে।” পূর্ত দফতরের রামপুরহাট মহকুমা সহকারি বাস্তুকার প্রিয়ঙ্কর মাজি বলেন, “লজের তরফে বাধা আসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”

মোটরবাইক আরোহীর মৃত্যু
বাঁকুড়া সদর থানার পোয়াবাগান এলাকায় একটি মোটরবাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরবাইক আরোহীর মৃত্যু হয়। আহত হয়েছেন তাঁদের এক সঙ্গী। মৃত হরশঙ্কর আচার্য (৩২) ও শ্যামসুন্দর আচার্যের (৩০) বাড়ি বাঁকুড়া সদর থানার ধলডাঙায়। তাঁরা তিনজনে বাঁকুড়া থেকে খাতড়ার দিকে যাচ্ছিলেন। আহত ব্যক্তিকে পুলিশ উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যালে পাঠায়। পুলিশ পিকআপ ভ্যানটি আটক করেছে। চালক ও খালাসি পলাতক। অন্য দিকে এ দিনই বিষ্ণুপুরের কামারপুর এলাকায় বিষ্ণুপুর-আরামবাগ সড়কে একটি পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হল ওই গাড়ির এক কর্মীর। মৃতের নাম রাজকুমার ধীবর (২৮)। বাঁকুড়ার জয়পুর থানার রাজসোল গ্রামে বাড়ি। এ দিন দুপুরেই লরির ধাক্কায় এক ভ্যানরিকশা চালকের মৃত্যু হয় বহরমপুর শহর লাগোয়া কারবালা রোডে। মৃতের নাম দশরথ হালদার (২৮)। বাড়ি মিলকিপাড়ায়। পুলিশ জানায়, লরির চালক পলাতক। তবে লরিটি আটক করা হয়েছে।

দীপের জন্য
মিজোরামে জঙ্গিদের কবল থেকে টেলিকম কর্মী দীপ মণ্ডলকে উদ্ধার করে নিয়ে আসতে ফের প্রশাসনের কাছে সক্রিয়তা দাবি করলেন তাঁর পরিবার। বাঁকুড়ার ইন্দাসের দিবাকরবাটি গ্রামে দীপের বাড়ি। শনিবার তাঁর কাকা বিশ্বজিৎ কুণ্ডু বাঁকুড়ার জেলাশাসক ও সভাধিপতির সঙ্গে দেখা করে ওই আর্জি জানান। বিশ্বজিৎবাবু বলেন, “দীপের মুক্তিপণ বাবদ জঙ্গিরা মোটা টাকা দাবি করেছে। তা না হলে দীপকে খুন করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাই প্রশাসনকে দীপের মুক্তির জন্য আরও সক্রিয় হতে অনুরোধ জানিয়েছি।” জেলাশাসক বিজয় ভারতী বলেন, “দীপকে উদ্ধারের ব্যাপারে রাজ্য প্রশাসন সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে।” ২৩ নভেম্বর মিজোরামে কাজে গিয়ে দীপ অপহৃত হন।

পুরনো খবর:

পিটিয়ে খুন
বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগে মহিলা, তাঁর স্বামী ও ছেলেকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে বীরভূমের লাভপুর থানার কানাইপুর গ্রামে জগন্নাথ পত্রধর (৩৭) নামের ওই যুবককে মারধর করা হয়। বর্ধমান মেডিক্যালে তাঁকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার ওই যুবকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ যুবকের পড়শি ওই তিনজনকে গ্রেফতার করে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.