বন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে পুরুলিয়ার কোটশিলা থানার চৈতনডি গ্রাম থেকে জখম পুরুষ হায়েনাটিকে উদ্ধার করেন বনকর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে চৈতনডি গ্রামে ওই অসুস্থ হায়নাটি ঢুকে পড়ে। গ্রামবাসীরা জানাচ্ছেন, হায়নাটির পায়ে পুরনো জখম ছিল। গ্রামবাসীর তাড়া খেয়ে হায়নাটি একটি বাঁশঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। গ্রামবাসীরা পুরুলিয়া বন বিভাগের কোটশিলা রেঞ্জ অফিসে খবর দেন। বনকর্মীরা হায়েনাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পরে ঝাড়গ্রাম বন বিভাগের মিনি চিড়িয়াখানায় পাঠিয়ে দেন। বন দফতরের অনুমান, অযোধ্যা পাহাড় বা পেলামুর জঙ্গল থেকে হায়েনাটি চৈতনডি গ্রামে চলে এসেছিল। |