অসহায়, আর্ত মানুষকে ঘুরিয়ে মারার মজাই আলাদা। পুলিশ বলে, ওই ফুটপাথে খুন হচ্ছে? ওটা অন্য থানার আন্ডারে। কেরানি বলে, কোমরে ব্যথা, ফাইল নীচের ড্রয়ারে, ছ’মাস পর আসুন। সরকারি হাসপাতালের ডাক্তারদেরও তো কমন রুমে খেলার বন্দোবস্ত কম, তাই দুর্ঘটনায় আহত লোকের তক্ষুনি-চিকিৎসা শুরু করার বদলে, ‘বুকে বেশি চোট, ওই বিল্ডিং’, ‘উঁহু, নাকে বেশি, ই.এন.টি.’ বলে দায় পাস দিতে মহা আমোদ। সরকারি কাজ পোস্টমডার্ন: ফুর্তির সঙ্গে তফাত করা শক্ত! |