টুকরো খবর
এড়াল বিপদ
কর্মীদের তৎপরতায় বড় ধরনের বিপদের হাত থেকে রেহাই পেল কসবার বোসপুকুর শীতলা মন্দির সংলগ্ন একটি পেট্রোল পাম্প। পুলিশ জানায়, বিকেল ৩টে নাগাদ পাম্পের রিফিলিং মেশিন সারাইয়ের কাজ চলছিল। তখন এক যুবক স্কুটারে তেল ভরতে আসেন। পাম্পের কর্মীরা অনুরোধ করেন তিনি যেন রিফিলিং মেশিনের সামনে স্কুটারে স্টার্ট না দেন। অভিযোগ, ওই যুবক তা না শুনে মেশিনের সামনে স্কুটারে স্টার্ট দিলে আগুনের ফুলকি ছুটে মেশিনটিতে আগুন লেগে যায়। রিফিলিং মেশিনের গোড়ায় বালি চাপা দেন এবং জল ছেটাতে শুরু করেন কর্মীরা। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিনও ঘটনাস্থলে যায়। দমকল পৌঁছনোর আগেই অবশ্য আগুন আয়ত্তে আনেন কর্মীরা। কসবা থানার একটি দলও ওই পাম্পে যায়।

রক্তচন্দন কাঠ উদ্ধার
কলকাতা বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১৩৭ কিলোগ্রাম রক্তচন্দন কাঠ বাজেয়াপ্ত করেছে শুল্ক দফতর। এর বাজারদর প্রায় দেড় লক্ষ টাকা। শুল্ক দফতর সূত্রের খবর, শুক্রবার রাতে মোমিনপুরের বাসিন্দা মহম্মদ শাহনওয়াজ কলকাতা থেকে কুনমিং যাবেন বলে বিমানবন্দরে আসেন। সেখানে তল্লাশির সময়ে তার কাছ থেকে রক্তচন্দন কাঠ মেলে বলে জানান শুল্ক দফতরের অফিসারেরা। ভারতের বনসম্পদ সংরক্ষণ আইন লঙ্ঘন করে বিদেশে কাঠ পাচারের চেষ্টার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন।

গাড়ির চাবি চুরি
চিকিৎসকের গাড়ির চাবি নিয়ে চম্পট দেওয়ার অভিযোগে এক অটো চালককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে পার্কসার্কাস চার নম্বর ব্রিজের কাছে অর্থোপেডিক সার্জেন সমীর মুখোপাধ্যায়ের গাড়ির পিছনে ধাক্কা মারে একটি অটো। এই ঘটনা নিয়ে অটো চালকের সঙ্গে তাঁর বচসা হয়। অভিযোগ, আচমকাই অটোর চালক সমীরবাবুর গাড়ির চাবি নিয়ে দৌড় দেয়। ধাওয়া করেও তাঁকে ধরতে পারেননি তিনি এবং তাঁর গাড়ির চালক। অভিযুক্ত চালকের অটোর নম্বর জানিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। তদন্তে নেমে রাইফেল রেঞ্জ রোড থেকে অটো চালককে গ্রেফতার করে পুলিশ। সমীরবাবু বর্তমানে কিষাণগঞ্জ মেডিকেল কলেজে পড়ান। তিনি এর আগে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজেও পড়িয়েছেন।

প্রতারণার জেরে
চাকরির টোপ দিয়ে বেকার যুবকদের প্রতারিত করার অভিযোগে কলকাতার দমদম বিমান বন্দরের এক কর্মীকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ধৃতের নাম অরূপ বসাক। শনিবার বালুরঘাট আদালতের বিচারক ধৃতকে ৯ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। অভিযোগ, বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার নাম করে একটি চক্র বালুরঘাটের কিছু যুবকের থেকে টাকা তুলেছে। গত ২৫ জানুয়ারি স্থানীয় একটি লজ থেকে প্রদীপ চক্রবর্তী এবং বিশ্বজিৎ চৌধুরী নামে ওই প্রতারণা চক্রের দুই সদস্য ধরা পড়ে। পুলিশের দাবি, ধৃতদের জেরা করেই চক্রের অন্যতম মাথা তথা দমদম বিমানবন্দরের অভিযুক্ত ওই কর্মীর হদিস মিলেছে।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.