টুকরো খবর
ব্যাঙ্ক ধর্মঘটের ডাক বহাল

ব্যাঙ্ক ধর্মঘটের ডাক তুলে নেওয়ার মতো পরিস্থিতি শনিবার পর্যন্ত সৃষ্টি হয়নি। এর ফলে আগামী কাল সোমবার এবং মঙ্গলবার দেশ জুড়ে টানা ৪৮ ঘন্টা ব্যাঙ্ক ধর্মঘট করার ব্যাপারে এখনও অবিচল ব্যাঙ্কের কর্মী এবং অফিসারদের ৯টি ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স (ইউএফবিইউ)। ধর্মঘট হচ্ছে ধরে নিয়েই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন আইবিএ-ও সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের শনিবারের মধ্যেই আবশ্যিক লেনদেন সেরে রাখার পরামর্শ দিয়েছে। ইউএফবিইউ-র আহ্বায়ক নগেন্দ্রনাথ ভট্টাচার্য জানান, “আইবিএ ১০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। যা মানা সম্ভব নয়। তাই ধর্মঘটের ডাক বহাল রেখেছি।” অবশ্য ইউএফবিইউ-র অন্যতম নেতা এবং এআইবিইএ সভাপতি রাজেন নাগর বলেন, “আমরা আলোচনার মাধ্যমেই বেতন সংশোধন সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে আগ্রহী। আইবিএ ইতিবাচক মনোভাব দেখালে এখনও ধর্মঘটের ডাক তুলে নেওয়ার কথা ভাবতে পারি। কিন্তু আইবিএ-র কাছ থেকে সে রকম কোনও প্রস্তাব আমরা পাইনি। তাই ধর্মঘট হচ্ছে।”

পেটেন্ট সংক্রান্ত মামলায় রফাসূত্র বের করল ফিনল্যান্ডের নোকিয়া এবং তাইপেইয়ের এইচটিসি। ২০১২ সালে এইচটিসি-র বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করে নোকিয়া। তার পর বিশ্বের বিভিন্ন দেশে পেটেন্ট নিয়ে মামলা চলছিল দুই মোবাইল নির্মাতা সংস্থার মধ্যে। শেষ পর্যন্ত প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা এবং অর্থের বিনিময়ে রফাসূত্র বেরোল। তবে রফার সমস্ত শর্ত সামনে আনেনি কোনও সংস্থা। উদ্ভাবনী প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং নিজেদের মেধাসম্পদকে সুরক্ষিত রাখতে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থার মধ্যে পেটেন্ট সংক্রান্ত মামলা নতুন নয়। বিশ্বের নানা প্রান্তে অ্যাপ্ল এবং স্যামসাং-এর মামলা চলছে বহু দিন ধরে। পাশাপাশি, এর আগে অ্যাপলের সঙ্গে পেটেন্ট নিয়ে মামলায় জড়িয়েছে এইচটিসি। শেষ পর্যন্ত ২০১২-র শেষে যা নিয়ে রফা হয় সংস্থা দু’টির মধ্যে। এ দিকে, দু’বছর ধরে মামলা চলার পর শনিবারের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে নোকিয়া এবং এইচটিসি দুই মোবাইল নির্মাতাই।

ভ্রমণ সংস্থার সংযুক্তি

প্রায় ৮৭০ কোটি টাকায় স্টার্লিং হলিডে রিসর্টস (ইন্ডিয়া)-কে হাতে নিচ্ছে টমাস কুক ইন্ডিয়া। দুই ভ্রমণ সংস্থার এই সংযুক্তির ক্ষেত্রে শেয়ার বিনিময়ের অনুপাত হবে স্টার্লিং-এর ১০০টি শেয়ারের বদলে মিলবে টমাস কুকের ১২০টি শেয়ার। সংযুক্তির পর স্টার্লিং আলাদা ব্র্যান্ড হিসেবে থাকলেও, সংস্থা হিসেবে তার অস্তিত্ব থাকবে না। তখন দুই সংস্থার সম্মিলিত ব্যবসার অঙ্ক দাঁড়াবে প্রায় ৩,০০০ কোটি টাকা।

গয়না কেনায় সুযোগ
বৌবাজার ও গড়িয়াহাট বিপণিতে বিশেষ প্রকল্প চালু করল ডি কে বসাক জুয়েলার্স। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত হিরের গয়নার মজুরিতে ৩০% ও সোনার গয়নার মজুরিতে ২০% ছাড় মিলবে। এ ছাড়া রয়েছে অন্যান্য উপহার। প্রকল্প চলাকালীন রবিবারও বিপণি খোলা থাকবে বলে জানিয়েছে সংস্থা।

ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা
• দেনা ব্যাঙ্ক— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে দেনা ব্যাঙ্কের নিট মুনাফা কমেছে ৬৭%। দাঁড়িয়েছে ৬৭.৮০ কোটি টাকায়। সুদ থেকে আয় অবশ্য ৭.৪৮% বেড়ে হয়েছে ৬৬০.৮৯ কোটি টাকা।
• জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক— তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের নিট মুনাফা ১১% বেড়ে হয়েছে ৩২১.২৯ কোটি টাকা। মোট আয় ১,৬২৩.৭৭ কোটি থেকে বেড়ে হয়েছে ১,৮০২.৯৭ কোটিতে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.