পুস্তক পরিচয় ৬...
আফ্রিকান সাফারি
দু’মলাটের মধ্যে আফ্রিকা! পাতায় পাতায় সিংহ-চিতা-ওয়াইল্ড ডগের জ্বলজ্বলে চোখ, জেব্রা-বেবুন-ওয়ার্টহগের ঘর-গেরস্থালি। শুভলক্ষ্মী সিংহ ও সুপ্রিয় সিংহ কর্মসূত্রে ছিলেন আফ্রিকায়, ঘুরেছেন জাম্বিয়া, কেনিয়া, তানজানিয়া ও দক্ষিণ আফ্রিকার নানা ন্যাশনাল পার্কে। তারই ফসল আফ্রিকান সাফারি (আনন্দ, ৫০০.০০) বইটি। তথ্যভারে ভারী নয়, পাতাজোড়া ছবিই সম্পদ। সঙ্গের লেখা মানস-সাফারির আনন্দ উসকে দেবে। দশটি পরিচ্ছেদে যেমন ধরা আছে আফ্রিকার ‘বিগ ফাইভ’-এর (সিংহ, লেপার্ড, হাতি, গন্ডার ও বুনো মোষ) রাজকীয়তা, তেমনই কুডু, পুকু, বুশবাক, ইম্পালা হরিণের দৌড়োদৌড়ি, পেলিকান-ফ্ল্যামিংগোর পাখসাট।
উপরি পাওনা আফ্রিকার অপরূপ নিসর্গচিত্র, হট এয়ার বেলুনে আকাশ-সফরের রোমাঞ্চ, জঙ্গলযাত্রার গ্রিন টিপ্স।
অনেক দিন ধরে একটা বড় বিষয় নিয়ে ভেবে চলা, নানা পড়াশোনার মধ্য থেকে সেই ভাবনার খোরাক জোগাড় করা এবং তার পর এক সময় সেই বিষয়ে নিজের মতো করে লেখা— এই ধারায় অনেক উৎকৃষ্ট বইয়ের জন্ম হয়েছে। পবিত্র সরকারের মৃত্যু: জীবনের প্রথম পাঠ (কারিগর, ২২০.০০) সেই ধারায় চমৎকার সংযোজন। জীবনদর্শনের সঙ্গে মৃত্যুচিন্তা ওতপ্রোত ভাবে জড়িত। মৃত্যুভয়, চিরযৌবনের আকাঙ্ক্ষা, আত্মহননের ইচ্ছা, নানা দিক থেকে তার বিচার করেছেন পবিত্রবাবু। বইয়ের অনেকখানি জুড়ে রবীন্দ্রনাথ। বই শেষ হয়েছে এই ভাবে: ‘মৃত্যুর সঙ্গে যখন বোঝাপড়া করতেই হবে, তখন রবীন্দ্রনাথের মতো করেই করি। জীবনকে, মানুষকে ভালোবেসে।’


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.