টুকরো খবর |
যুবকের দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • চণ্ডীতলা |
খালের ধার থেকে উদ্ধার হল এক যুবকের দেহ। শুক্রবার সকালে চণ্ডীতলার শিয়াখালার পাতুলের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম কৃষ্ণ কর্মকার (২৪)। বাড়ি ওই এলাকারই আইয়া পঞ্চায়েতের ভট্টাপুর কামারপাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণ মোবাইল সংস্থায় সেলসম্যানের কাজ করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফেরেন। ব্যাগ রেখে ফের বেরিয়ে যান। রাতে ফেরেননি। |
পড়ে আছে কৃষ্ণের দেহ। —নিজস্ব চিত্র। |
এ দিন সকালে মাঠে কাজ করতে গিয়ে কিছু লোক দেহ পড়ে থাকতে দেখে খবর দেন পুলিশকে। দেহের পাশে একটি কীটনাশকের খালি বোতল পড়েছিল। তাঁর পকেট থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। ময়না-তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে হাসপাতালে।
|
দ্বিতীয় মহিলা থানা পেল হুগলি জেলা
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
চুঁচুড়ার পর এ বার হুগলি জেলার দ্বিতীয় মহিলা থানার উদ্বোধন হল হুগলির শ্রীরামপুরে। শ্রীরামপুর আদালতের অদূরে একটি বেসরকারি আবাসনের নীচের তলায় শুক্রবার থানার উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকেই এই উদ্বোধন করেন। মূলত মহিলাদের সঙ্গে ঘটা অপরাধের তদম্তের জন্যই মহিলা থানার প্রয়োজনীতার কথা জানান পুলিশ কর্তারা। এতে সংশ্লিষ্ট থানার চাপও কমবে বলে মনে করছেন তাঁরা। জেলা পুলিশ সূত্রের খবর, এই থানায় আপাতত এক জন সাব ইনস্পেক্টর, একজন অতিরিক্ত সাব ইনস্পেক্টর এবং ছ’জন কনস্টেবল থাকবেন। তা ছাড়া, সিভিক পুলিশের মহিলা কর্মীরাও থাকবেন। তবে শ্রীরামপুর মহিলা থানায় পুলিশ কর্মীর এই সংখ্যা পর্যাপ্ত নয় বলে মানছেন পুলিশ কর্তারা। তাঁরা জানান, পরে মহিলা কর্মীর সংখ্যা অবশ্যই বাড়ানো হবে।
|
মাহেশের মন্দিরের বাক্স উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর |
দু’সপ্তাহ কেটে যাওয়ার পরে মাহেশের জগন্নাথ মন্দির থেকে খোওয়া যাওয়া একটি প্রণামীর বাক্স উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে কাঠের বাস্কটি মন্দির থেকে কিছুটা দূরে একটি পুকুরে ভাসতে দেখেন স্থানীয় মানুষ। খালি বাস্কটি খোলা অবস্থায় ছিল বলেই জানিয়েছে পুলিশ। প্রধান সেবাইত সৌমেন অধিকারী সেটি সনাক্ত করেন। তদন্তকারী অফিসারদের অনুমান, দু’এক দিন আগে বাক্সটি ফেলে রাখা হয়েছিল পুকুরে। কিন্তু এত দিন পরে বাক্স কেন ফেলে রেখা যাওয়া হল, তা ভাবাচ্ছে পুলিশকে। খোওয়া যাওয়া জিনিসের তালিকা ও প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলা হয়েছে মন্দির কর্তৃপক্ষকে। কিন্তু সে সব কিছুই এখনও পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে পুরো সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশের এক পদস্থ কর্তা। মন্দির কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, কাগজপত্র কিছু দেওয়া দেওয়া হয়েছে। কিছু লকারে রাখা আছে। পরে দেওয়া হবে।
|
শুরু শ্রমিক-মেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সাধারণ মানুষকে শ্রমিকদের অধিকার ও প্রাপ্য সুযোগ-সুবিধার ব্যাপারে সচেতন করতে শুক্রবার হাওড়া শরৎ সদন চত্বরে শুরু হল শ্রমিক-মেলা। উদ্যোক্তা রাজ্য শ্রম দফতর। মেলার সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। ছিলেন হাওড়ার মেয়র রথীন চক্রবর্তী। শ্রমমন্ত্রী জানান, এই মেলায় শ্রম, ইএসআই, কারখানা, রাজ্য শ্রম দফতর-সহ আরও কয়েকটি বিভাগ স্টল দিয়েছে। মিলছে শ্রমিক-কল্যাণের বিভিন্ন প্রকল্পের ফর্ম। সরকারি প্রকল্পগুলি সম্পর্কে জানানো হবে। মেলা চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
|
বিবেকানন্দ স্মরণে |
স্বামী বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে সম্প্রতি বালি নিশ্চিন্দা পশ্চিমপাড়ার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা। ছিল বসে আঁকো প্রতিযোগিতা, পিঠে তৈরি ও নকশি কাঁথার প্রতিযোগিতা। মন্ত্রী অরূপ রায়, হাওড়া জেলা পরিষদের সহ সভাপতি অজয় ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|
পাণ্ডুয়ায় অনুষ্ঠান |
পাণ্ডুয়ার থৈপাড়া প্রিন্স ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো, ক্যুইজ এবং ক্রীড়া প্রতিযোগিতা হয়। আবৃত্তি, নৃত্য-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আতসবাজির প্রদর্শনীও হয়েছে। কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাণ্ডুয়া ব্লক যুবকল্যাণ দফতরের আধিকারিক বাসুদেব পাত্র।
|
দুর্ঘটনায় মৃত্যু |
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মোটর বাইক আরোহীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ডানকুনি এফসিআই মোড়ে। পুলিশ জানায় মৃতের নাম রবি রাও (২৮)। ঘটনাস্থলেই মারা যানন তিনি। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর হাসপাতালে পাঠিয়েছে। |
|