বইমেলায় স্লোগান, ব্যবস্থা নিল গিল্ড
নিজস্ব সংবাদদাতা |
আগামী বছর বইমেলার ফোকাল থিম কান্ট্রি হতে চলেছে কলম্বিয়া। শুক্রবার পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-সূত্রে জানা গিয়েছে এ কথা। সে দেশের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে বলে জানিয়েছেন গিল্ড-কর্তৃপক্ষ।
শুক্রবারও বইমেলা ছিল জমজমাট। বইয়ের জন্য তো বটেই, টলিউডের তারকার জন্যও। এ দিন বইমেলায় বেশ কিছুক্ষণের জন্য এসেছিলেন প্রসেনজিৎ। প্রায় কুড়ি মিনিট একটি স্টলে ছিলেন তিনি। উপলক্ষ ছিল সচিনকে নিয়ে একটি বইপ্রকাশ। ছিলেন লক্ষ্মীরতন শুক্ল, সৃজিত মুখোপাধ্যায়ও।
এ দিনই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিভিন্ন ক্ষেত্রে সম্মান জানায় কৃতী ব্যক্তিত্বদের। শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে জানানো হয়েছে জীবনকৃতি সম্মান। প্রতিশ্রুতিমান সাহিত্য সম্মান পেয়েছেন শ্রীজাত।
বইমেলায় এ বার পাওয়া যাচ্ছে শিবাজি বন্দ্যোপাধ্যায়ের ‘গোপাল-রাখাল দ্বন্দ্বসমাস’-এর সংখ্যাচিহ্নিত কপি। বিদেশে এ ধরনের নাম্বার্ড এডিশনের চল থাকলেও বাংলায় এমন উদ্যোগ বিরল। লেখকের স্বাক্ষরিত ১, ২, ৩...সংখ্যাচিহ্নিত বইগুলি প্রকাশিত হয়েছে বিশেষ গিফট কেসে। এ ছাড়া বেশ কয়েকটি বই এ দিন প্রকাশিত হয়েছে। চন্দ্রকান্ত মুড়াসিংয়ের অনুবাদে অসমিয়া ভাষায় ‘গীতাঞ্জলি’, অলোক রায় সম্পাদিত ‘রবীন্দ্রনাথের প্রগতি-ভাবনা’, অমর মিত্রের ‘দশমী দিবসে’, শুভেন্দু ঘোষের ‘ফণিমনসা’, ভাস্কর চক্রবর্তীকে লেখা চিঠির সংকলন ‘প্রিয় ভাস্কর’, সুদীপ্তা বসুর ‘নীল আলমারি ও অমলিন বেল্টের দাগ’, অঞ্জনা সাহা-র ‘খোলা জানালা’, বৈজয়ন্ত রাহা-র ‘না-বলা কথার বাঁকে’ তার মধ্যে উল্লেখযোগ্য। তবে, নির্বিঘ্ন বইমেলায় সামান্য অশান্তিও ছিল এ দিন। বন্দিমুক্তি কমিটির মিছিল থেকে স্লোগান দেওয়া হতে থাকে। পরে তাঁদের মেলার বাইরে বের করে দেওয়া হয়েছে বলে জানান গিল্ড-কর্তৃপক্ষ। |
সল্টলেকের সাই কমপ্লেক্সে শুক্রবার অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে ছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, রাজ্য মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অশোককুমার গঙ্গোপাধ্যায়, সংগঠনের সর্বভারতীয় সভাপতি কান্তি গঙ্গোপাধ্যায় প্রমুখ। সোমনাথবাবুর অভিযোগ, প্রতিবন্ধীদের রাতে থাকার জন্য যুবভারতীর একাংশ ভাড়া চাওয়া হয়। সরকার তা না দিয়ে অমানবিক আচরণ করেছে। কান্তিবাবুরও একই অভিযোগ। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র অবশ্য জানান, এমন কোনও আবেদন তাঁরা পাননি। |
শ্রদ্ধা জানাল ডিজাইনার চৈতালী দাশগুপ্তের বুটিক |
‘পারবি নাকি যোগ দিতে এই ছন্দে রে’, ‘তোমার কাছে চাইনি কিছু’ কিংবা ‘সুদূর কোন নদীর পারে’।
শাড়ির আঁচলে, শালের গায়ে কিংবা কুর্তা-পাঞ্জাবি-ফতুয়া-টিশার্টের বুকে ‘গীতাঞ্জলি’ এবং তার অনুবাদ ‘সং অফারিংস’-এর গান-কবিতার পংক্তি। তারই সঙ্গে ইংরেজি তর্জমা, রবীন্দ্র চিত্রকলার যুগলবন্দি। মূল পাণ্ডুলিপির অনুকরণে। ১০০ বছর আগে ২৯ জানুয়ারি ১৯১৪-য় কলকাতার গভর্নর হাউসে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে নোবেল পুরস্কার তুলে দিয়েছিলেন তৎকালীন গভর্নর লর্ড কারমাইকেল। সেই দিনটির শতবর্ষ উদ্যাপনে এ ভাবেই রবীন্দ্রপংক্তি, চিত্রকলায় নানা রঙের পোশাক সাজিয়ে শ্রদ্ধা জানাল ডিজাইনার চৈতালী দাশগুপ্তের বুটিক ‘শ্রাবস্তী’। পদ্য-পোশাকে, ফুলে-আলপনায় দিনভর সজ্জিত রইল বুটিকের অন্দর। |
নেপালের এক কিশোরীকে দেহ ব্যবসায় নামানোর অভিযোগে বৃহস্পতিবার রাতে এক মহিলাকে গ্রেফতার করেছে কলকাতার গোয়েন্দা পুলিশ। ধৃতের নাম সীতা তামাং। উদ্ধার হয়েছে ওই কিশোরীও। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ দমন) পল্লবকান্তি ঘোষ শুক্রবার জানান, বছর ষোলোর ওই মেয়েটির বাড়ি নেপালের গাংটিপিতে। জেরায় সীতা জানায়, বছর ছয়েক আগে মেয়েটিকে দিল্লিতে পাচার করা হয়। বছর তিনেক আগে সেখান থেকে তাকে পাচার করা হয় কলকাতায়। বড়তলা থানার রবীন্দ্র সরণির একটি বাড়ি থেকে উদ্ধার করা হয় তাকে। |
আগুনে ভস্মীভূত হল ময়দানের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টস টেনিস ক্লাবের তাঁবু। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুন। টিনের তৈরি ওই তাঁবুতে অগ্নি-নির্বাপক যন্ত্র ছিল না বলে দাবি দমকলের। ম্যাজিস্ট্রেট কোর্টস ক্লাবের অন্যতম কর্তা চঞ্চল দেব বলেন, “গত বছরই তাঁবুটি সংস্কার করা হয়েছিল। আগুনে তাঁবুতে রাখা খেলার সরঞ্জাম, অনেক ছবি এবং গুরুত্বপূর্ণ নথি পুড়ে গিয়েছে।” আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল। |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। শুক্রবার সকালে, জোড়াবাগান থানার মহর্ষি দেবেন্দ্র রোডে। মৃতের নাম রঞ্জিত চৌধুরী (৫৩)। স্থানীয়েরা জানান, ট্রাকের ধাক্কায় রঞ্জিতবাবু ছিটকে পড়লে পথচারীরা পুলিশে খবর দেন। কলকাতা মেডিক্যাল কলেজে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |