টুকরো খবর
খেলা নিয়ে আন্তর্জাতিক আলোচনা
‘লুকোচুরি’, ‘ডাংগুলি’, ‘গুলি’, ‘সাতোলিয়া’, ‘বাইচ’-এর মতো প্রাচীন খেলাগুলি এখন অনেকটাই অবলুপ্তির পথে। এমন বেশ কয়েকটি ঐতিহ্যবাহী খেলাকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগী হয়েছে ‘প্যান এশিয়ান সোসাইটি অফ স্পোর্টস অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন’। শুক্রবার বিশ্বভারতীর সহযোগিতায় শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে সংস্থা শুরু করেছে তিন দিনের একটি আন্তর্জাতিক আলোচনাসভা। যেখানে ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, ফিলিপিন্স, তাইওয়ান, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, স্পেন, জার্মান, বাংলাদেশ-সহ ১৭টি দেশের প্রায় ৩৯ জন প্রতিনিধি যোগ দিয়েছেন। ভারত-সহ ওই সব দেশের চিরাচরিত ও ঐতিহ্যবাহী খেলা নিয়ে আলোচনা হবে। নতুন প্রজন্মের কাছে তা তুলেও ধরা হবে। এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন আয়োজক সংস্থার সভাপতি জং ইয়াং লি, গে জাওয়েন, শরীর শিক্ষা বিভাগের প্রধান অশোক কুমার গুণ প্রমুখ। এ দিনের আলোচনায় বিশ্বভারতীর শ্রীনিকেতনের অধিকর্তা অধ্যাপিকা সবুজকলি সেন চিরাচরিত প্রায় ১৬টি খেলার পাশাপাশি কবাডি, খো খো, বাইচ, ঘুড়ি এবং অস্ত্র চালানোর মতো খেলাগুলির সাম্প্রতিক কালে প্রাসঙ্গিকতা নিয়ে আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে আলোচনা করেন। পরে তিনি বলেন, “শারীরশিক্ষার পাশাপাশি খেলা নিয়ে কোরিয়ার পাঁচটি বিশ্ববিদ্যালয়য়ের সঙ্গে বিশ্বভারতীর মউ স্বাক্ষরের জন্য একপ্রস্থ আলোচনা হয়েছে।”

লোকসভা ভোটের প্রস্তুতি শুরু জেলায়
দুবরাজপুরে তোলা নিজস্ব চিত্র।
শুরু হয়ে গেল লোকসভা ভোটের প্রস্তুতি। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রের নম্বর ও কোন বিধানসভা এলাকার মধ্যে সেটি অবস্থিত, তা হলুদ ও কালো কালিতে লেখার কাজ শুরু হয়ে গিয়েছে বুথে বুথে। উদ্দেশ্য ভোটদাতাদের ভোটগ্রহণ কেন্দ্র খুঁজে পেতে যেন কোনও সমস্যা না হয়। শুধুমাত্র এটুকুই নয়। প্রত্যেকটি ভোটগ্রহণ কেন্দ্রের পরিকাঠামো কেমন তার বিস্তৃত বিবরণ যেখানে ভোটগ্রহণ করা হবে সেই ঘরগুলির অবস্থা কেমন (প্রাথমিক বা মাধ্যমিক স্কুল বা পঞ্চায়েত ভবন বা অন্য কোথাও যেখানে ভোটগ্রহণ করা হবে), আসবাবপত্র কেমন, ভবনটির চারপাশে সীমানা প্রাচীর রয়েছে কি না, পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুত আছে কি না ইত্যাদি নানান তথ্য ভিডিও, ফটোগ্রাফি ও তার সঙ্গে ভয়েস ওভার-সহ সেগুলির আলাদা ফাইল করে ৯ ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। জেলাশাসক জগদীশপ্রসাদ মিনা নির্বাচন কমিশনের নির্দেশ মেনে এমনই নির্দেশ দিয়েছেন জেলার বিভিন্ন ব্লককে।

সিউড়িতে চালু মহিলা থানা
শুক্রবার পাইকপাড়ায় ছবিটি তুলেছেন তাপস বন্দ্যোপাধ্যায়।
এই জেলায় এই প্রথম মহিলা থানা চালু হল সিউড়িতে। কলকাতায় পুলিশের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে বীরভূম-সহ রাজ্যের ১০টি জেলায় মহিলা থানার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে সিউড়ির পাইকপাড়ায় এই থানা চালু হয়। সেখানে একটি পুলিশ ফাঁড়ি ছিল। সেটাকেই মহিলা থানায় রূপান্তরিত করা হয়। ওই থানার ইনস্পেক্টর হয়েছেন আশালতা গোস্বামী। তিনি ডিইব২ পদে কর্মরত ছিলেন। শুধু তাই নয়, লাভপুর-কাণ্ডে আট জনের যে তদন্তকারী দল গঠিত হয়েছে তাতে একমাত্র মহিলা অফিসার তিনিই। আশালতাদেবী ছাড়াও ৫ জন করে এসআই ও এএসআই, ১৫ জন কনস্টেবল নিয়ে এই থানা গঠিত হয়েছে। দু’টি লকআপ রয়েছে। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কলকাতা থেকে এই থানার উদ্বোধন করেছেন।”

বালিতে পোঁতা নিখোঁজের দেহ
সরস্বতী পুজোর দিন থেকে নিখোঁজ স্কুল ছাত্রের দেহ মিলল কুশকর্ণিকা নদীর বালির মধ্যে। ঘটনাটি বীরভূমের রাজনগর থানার। পুলিশ জানায়, শুক্রবার সোহেল খান (৯) নামে শীর্ষা গ্রামের ওই বালকের দেহ নদীর বালিতে পোঁতা রয়েছে বলে দেখতে পান এলাকার বাসিন্দারা। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশ কুকুর এনে তদন্তের দাবিতে রাত পর্যন্ত দেহটি আটকে রাখেন। পুলিশ জানায়, দুর্গাপুর থেকে পুলিশ কুকুর আনা হচ্ছে। তবে চতুর্থ শ্রেণির ওই ছাত্রকে কে বা কারা কী কারণে খুন করেছে তার তদন্ত চলছে।

ব্যাঙ্কের নতুন শাখা
রামপুরহাট ভাঁড়শালা পাড়া এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আরও একটি শাখার উদ্বোধন হল শুক্রবার। এই নিয়ে জেলায় ওই ব্যাঙ্কের শাখা হল চারটি। উপস্থিত ছিলেন ব্যাঙ্কের দুর্গাপুর রিজিওনালের প্রধান দীপ রাম কালিয়া, রামপুরহাট শাখা প্রবন্ধক প্রবীরকুমার ঘোষ-সহ ব্যাঙ্কের অন্যান্য আধিকারিক এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক কোটেশ্বর রাও, রামপুরহাট ১-এর বিডিও শ্রেয়সী ঘোষ প্রমুখ। ব্যাঙ্কের তরফ থেকে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে দুর্গাপুর, কলকাতা দুই রিজিওনে রামপুরহাট শাখা নিয়ে ১১০টি শাখা খোলা হল। তার মধ্যে দুর্গাপুর রিজিওনের ৪৬তম শাখা হিসেবে রামপুরহাট শাখার উদ্বোধন হল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.