ট্রেনে লুঠে অভিযুক্ত ধৃত জামতাড়া থেকে |
হাওড়া-অমৃতসর এক্সপ্রেসে লুঠপাটে জড়িত অভিযোগে ঝাড়খণ্ডের জামতাড়া থেকে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধৃত ওই ব্যক্তির নাম মহেন্দ্র মণ্ডল। গত ১৮ জানুয়ারি আসানসোল ডিভিশনের নিমচা হল্ট ও কালীপাহাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে যাত্রীদের মারধর করে লুঠপাট চালিয়েছিল এক দল দুষ্কৃতী। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের সিনিয়র সিকিওরিটি কমিশনার অবিনাশ কুমার বলেন, “দফতরের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা খবর পান ট্রেনে লুঠপাটের ঘটনায় জড়িতদের কেউ কেউ জামতাড়া এলাকায় লুকিয়ে রয়েছে। এর পরে কয়েক দিন খোঁজখবর করার পরে আমরা এই খবর সম্পর্কে নিশ্চিত হয়ে রেল পুলিশকে খবর দিই। এর পরে ঝাড়খণ্ড এবং আমাদের রাজ্যের রেল পুলিশ ও আরপিএফ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে ধরেছে।” গত ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ আপ হাওড়া-অমৃতসর মেলের একটি অসংরক্ষিত কামরায় এক দল দুষ্কৃতী বেশ কয়েক লক্ষ লুঠ করে পালায়। ডাকাতির ঘটনাটি ঘটেছিল আসানসোল ডিভিশনের নিমচা হল্ট ও কালীপাহাড়ি স্টেশনের মাঝে। লুঠপাঠ চালানোর সময়ে ওই কামরায় থাকা বিহারের বক্সারের বাসিন্দা কয়েক জন পশু ব্যবসায়ীকে দুষ্কৃতীরা মারধরও করে। পুলিশের কাছে অভিযোগে ওই ব্যবসায়ীরা জানান, ব্যবসার কারণে তাঁরা প্রায়ই ট্রেনে করে পানাগড়ে যাতায়াত করতেন। ভরসন্ধ্যায় ট্রেনে অস্ত্র নিয়ে এই ডাকাতির ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এই নিয়ে আসানসোল স্টেশনে যাত্রী- বিক্ষোভও হয়েছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, দুষ্কৃতীরা ওই পশু ব্যবসায়ীদের পরিচিত ছিল। ধৃতকে জেরা করে বাকি দুষ্কৃতীদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।
|
বহিরাগত লোকজন ঢুকে স্কুলের প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করেছে, এই অভিযোগ তুলে দুর্গাপুরের তানসেন এলাকায় একটি স্কুল বন্ধ রাখার নোটিস দিলেন কর্তৃপক্ষ। গত এপ্রিলে চালু হয়েছে ওই বেসরকারি স্কুলটি। প্রি-প্রাইমারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানোর জন্য আট জন শিক্ষক ও তিন জন শিক্ষাকর্মী রয়েছেন। স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল ঋতজিৎ দাস অভিযোগ করেন, সম্প্রতি বেশ কিছু বহিরাগত লোকজন স্কুলে ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করেন। পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে তাঁরা আপাতত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও এ ব্যাপারে তাঁরা পুলিশের কাছে যাননি বলে জানান ঋতজিৎবাবু। তিনি বলেন, “অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
|
বধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। ধৃতের নাম রবিন বাউরি বলে জানিয়েছে পুলিশ। ধৃতের শাশুড়ি কালোবাঁশি বাউরি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, আট বছর আগে তাঁর মেয়ে শকুন্তলার সঙ্গে রবিনবাবুর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মেয়ের উপর অত্যাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেছিলেন কালোবাঁশিদেবী।
|
সরস্বতী পুজোর একটি মণ্ডপ আগুনে পুড়ে গিয়েছে।. রানিগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে ঘটনাটি ঘটে। পুজো কমিটির সদস্যদের অভিযোগ, বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীরা তাঁদের মণ্ডপে আগুন লাগিয়ে দিয়েছে। আগুন লাগার পরে প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘর থেকে বেরিয়ে এসে দেখেন, মূর্তি-সহ মণ্ডপ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।
|
বধূ নির্যাতনের অভিযোগে বারাবনি থেকে রবিন বাউরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। |