টুকরো খবর
কাঞ্চনজঙ্ঘা-কাণ্ডে সাজা অলক কুণ্ডুকে
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন অনুষ্ঠান চলাকালীন ফ্লাড লাইট নিভিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত কর্মী অলক কুণ্ডুকে ১ মাসের জন্য সাসপেন্ড করলেন কর্তৃপক্ষ। এই সময় তিনি বেতন নিতে পারবেন না। স্টেডিয়াম কমিটির চেয়ারম্যান তথা জেলাশাসক পুনীত যাদব বলেন, “ওই ঘটনায় অলকবাবুর নামে অভিযোগ উঠেছিল। তা খতিয়ে দেখা হয়। তার পরেই সম্প্রতি তাঁকে সাসপেন্ড করা হয়েছে।” বুধবার থেকে ওই নির্দেশ কার্যকর করা হয়েছে। ৩১ জানুয়ারি শিলিগুড়ি মহকুমা পরিষদে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন জেলাশাসক। ২০ জানুয়ারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন সেরে মুখ্যমন্ত্রী মঞ্চ ছেড়ে চলে গেলেও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাপ্পি লাহিড়ি, নচিকেতা চক্রবর্তী-সহ আচমকা ফ্লাড লাইট নিভিয়ে দেওয়ায় স্টেডিয়ামে আলোআঁধারি সৃষ্টি হয়। প্রসেনজিৎ-সহ তারকারা মঞ্চ থেকে নামতে গেলে দর্শকদের একাংশ ছুটে যান। প্রসেনজিতের হাতে চোট লাগে। এর পরেই ডেকে পাঠানো হয় দায়িত্বে থাকা কর্মী অলকবাবুকে। তিনি তখন জেনারেটরের কর্মীকে দায়ী করলেও ওই কর্মী জানান, অলকবাবুর নির্দেশেই তিনি আলো নেভান। ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। উৎসব কমিটির পক্ষে পুলিশে অভিযোগ জানানো হয়। প্রশাসনের তরফেও তদন্ত চলছিল।

চমক বলছে বিরোধী দল
পাহাড়ে ‘বিভাজনের নীতিতে’ রাজ্য সরকারকে মোর্চার ফের আক্রমণ করার ঘটনাকে, রাজনৈতিক ‘চমক’ বলেই মনে করছে পাহাড়ের বিরোধী দলগুলি। বুধবার জামুনিতে মোর্চার এক ঘরোয়া সভায় জিটিএ-এর চিফ তথা মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ রাজ্য সরকারের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল, পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গড়ে রাজ্য সরকার বিভাজন শুরু করেছে। ৩০ জানুয়ারি তৃণমূলের ব্রিগেড সভায় সপার্ষদ গুরুঙ্গের উপস্থিতির পরে সরকারের বিরুদ্ধে আক্রমণ শুধুমাত্র লোক দেখানো মনে করছে সিপিআরএমের মুখপাত্র গোবিন্দ ছেত্রী। বৃহস্পতিবার তিনি বলেন, “রাজ্য সরকার যে পাহাড়ে বিভাজনের রাজনীতি করছে এ কথা ঠিক। কিন্তু ব্রিগেডে তৃণমূলের সভায় যোগ দেওয়ার পরে মোর্চার মুখে এই সব কথা মানায় না। আগামী লোকসভা ভোটের আগে পাহাড়ে নিজেদের জনপ্রিয়তা অর্জন করতেই মোর্চা এখন রাজ্য সরকারকে আক্রমণ শুরু করেছেন। সাধারণ পাহাড়বাসী মোর্চার কথায় প্রভাবিত হবে না।” একই সুরে অখিল ভারতীয় গোর্খা লিগের সাধারণ সম্পাদক প্রতাপ খাতি বলেন, “ওরা যদি সত্যি রাজ্য সরকারের কাজে অখুশি থাকত, তবে কয়েকদিন আগে ব্রিগেডে তৃণমূলের সভায় যেত না।” একই সঙ্গে এ দিন জিটিএ নিয়েও মোর্চার বিরুদ্ধে সরব বিরোধীরা। জিটিএ-র কাজ থেকে নজর ঘোরাতে তৃণমূলকে রাজনৈতিক আক্রমণ করা হচ্ছে বলে তাদের মত।

মারামারিতে মৃত্যু জেলে
নিজেদের মধ্যে গোলমালে জখম হয়ে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের এক বন্দি বৃহস্পতিবার সকালে মারা গেলেন। সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই বন্দির মৃত্যু হয়েছে। মৃত বন্দির নাম উমেশ দাস (৪৬)। তার বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। ৩০ জানুয়ারি দুপুর নাগাদ কয়েকজন বন্দি জেলের মধ্যেই মারপিটে জড়িয়ে পড়েন। উমেশ দাস ও মঙ্গল থাপা নামে দুই বন্দি সংশোধনাগারের রান্না ঘরে রক্তাক্ত পড়ে ছিল। উমেশকে উত্তরবঙ্গ মেডিক্যাল এবং মঙ্গলকে জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। কারা বিভাগের অতিরিক্ত আইজি অমলকুমার মুখোপাধ্যায় জানান, ঘটনার তদন্ত চলছে। এক জেল কর্মীকে শোকজ করা হয়েছে।

আমবাড়ি-কাণ্ডে ধৃত আরও ২
আমবাড়ির বলরামপুর এলাকায় একই জায়গায় চার জনকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার অভিযোগে আরও দুজনকে ধরল পুলিশ। বুধবার মাঝরাতে সহিদুল রহমান ও লুতফর রহমানকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশের তদন্তকারী দল। সহিদুল ভাণ্ডারিগছ এবং লুতফর রাজগঞ্জের বাসিন্দা। পুলিশের আর্জির ভিত্তিতে ৯ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে। এঁরা খুনের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশের সন্দেহ। এঁদের আরও জেরা করলেই বাকিদের হদিস মিলবে বলে পুলিশ মনে করছে। ২ জানুয়ারি শিলিগুড়ির কাছে বলরামপুর-ভাণ্ডারিগছ রাস্তার উপরে চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এঁদের প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পরে আগুন লাগিয়ে দেওয়া হয়। একটি গাড়িতে দু’টি দেহ ঢুকিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার আগে নিহতদের মদ খাওয়ানো হয়।

বকেয়া পুরকর আদায়ে প্রচার
বকেয়া কর আদায়ে মাইকে প্রচার ও নানা দফতরে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল আলিপুর দুয়ার পুরসভা। বিভিন্ন সরকারি দফতর এবং নাগরিকদের কাছে এক কোটি ৭৫ লক্ষ টাকা কর বকেয়া। পুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে বিশাল অঙ্কের বকেয়া কর আদায়্যে শর্তসাপক্ষে ছাড় দেওয়া সহ যারা নিদিষ্ট সময়ে এক কিস্তিতে করের সমস্ত টাকা মেটাবেন তাদের সুদের টাকা মকুব করা হবে। পুরসভার সিপিএম চেয়ারম্যান অনিন্দ্য ভৌমিক বলেন, “বড় অঙ্কের পুর কর বকেয়া রয়েছে। যে দফতরের করের টাকা বাকি তাদের চিঠি দেওয়া হবে।” রাজ্য সরকারের ১৬টি দফতরের বকেয়ার পরিমাণ ১ কোটি ৩৬ লক্ষ টাকা। কেন্দ্রের এক দফতরের ৩৪ হাজার টাকা বাকিছ। বাসিন্দাদের কাছে ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা কর বাবদ বাকি রয়েছে বলে পুর কর্তৃপক্ষ জানান। মহকুমা হাসপাতালের ৪৭ লক্ষ টাকা, মহকুমাশাসক দফতরের ২৩ লক্ষ টাকা বকেয়া বলে পুরসভার দাবি। ফ্রেবুয়ারি থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত এক কিস্তিতে কর মিটিয়ে দিলে সুদে ছাড় মিলবে।

সই সংগ্রহ

ছবি: বিশ্বরূপ বসাক।
তৃণমূল সরকার একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে বলে অভিযোগ তুলল ডিওয়াইএফআই এবং এসএফআই। এই দুর্নীতির বিরুদ্ধে তদন্তের দাবি তুলে সই সংগ্রহ করলেন তাঁরা। বৃহস্পতিবার এনজেপি স্টেশন চত্বরে ডিওয়াইএফ এবং এসএফআইয়ের সদস্যরা সই সংগ্রহ করেন। ডিওয়াইএফ দার্জিলিং জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, “৭ ফেব্রুয়ারি আমরা রাজ্যপালের কাছে সই সংগ্রহ করে স্মারকলিপি দেব।” জেলা এসএফআইয়ের সম্পাদক সৌরভ দাস বলেন, “এ দিন সাড়ে তিন হাজার সই সংগ্রহ হয়েছে।”

চুরির কিনারা হয়নি
বেশ কয়েকটি স্কুলে চুরির ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। ২৫ জানুয়ারি রাতে আলিপুরদুয়ারের সুকান্ত হাই স্কুল চেচাখাতা নেতাজি জুনিয়র হাইস্কুল ও অরবিন্দনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে। প্রতি ক্ষেত্রেই স্কুলের তালা ভেঙে আলমারি ভাঙা হয় বলে অভিযোগ। চুরির ঘটনার পরে রাতে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে।

আঁকা প্রতিযোগিতা
ডুয়ার্স উৎসব প্রাঙ্গনে রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থার প্যাভেলিয়নের সামনে যেমন খুশি আঁকো, পরিবেশ সচেতনা ও দৈনন্দিন জীবনে বিদ্যুৎ তিনটি বিভাগে বসে আঁকা প্রতিযোগিতা হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.