রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে সোমবার। অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য বাজেট পেশ করবেন ১৭ ফেব্রুয়ারি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২১ তারিখ পর্যন্ত আপাতত এই অধিবেশন চলার কথা। অধিবেশন শুরুর দিন রাজ্যপাল এম কে নারায়ণনের বক্তৃতা রয়েছে। মঙ্গলবার শোকপ্রস্তাব। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যপালের বক্তৃতার উপরে বিতর্ক চলবে। বাজেট নিয়ে আলোচনার জন্য পরের তিন দিন নির্ধারিত হয়েছে বলে স্পিকার জানিয়েছেন। বিরোধীরা অবশ্য আলোচনার সময় বাড়ানোর জন্য এ দিন সর্বদল বৈঠকে দাবি করেছে বিরোধীরা। পরে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “বিরোধীদের আশ্বস্ত করেছি, আলোচনায় সময় কমানো হবে না।” এই অধিবেশনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল এবং হাওড়া পুরসভা ও পঞ্চায়েত বিষয়ক দু’টি অর্ডিন্যান্স আনা হতে পারে। শীতকালীন অধিবেশন বয়কট করেছিল কংগ্রেস। এ বারের অধিবেশনে অবশ্য তারা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
|
রাজ্যের চটকলগুলিতে আগামী ১২ ফেব্রুয়ারি সিটু-র ডাকা ধর্মঘটের বিরোধিতা করবে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। আইএনটিটিইউসি-র রাজ্য সভানেত্রী দোলা সেন বৃহস্পতিবার জানান, আজ, শুক্রবার শিল্প দফতরের উদ্যোগে ত্রিপাক্ষিক আলোচনা হবে। তাঁর অভিযোগ, “চটকলে এখন শিল্পভিত্তিক চুক্তি হচ্ছে। এর জন্য আলোচনা চলছে। এ সময় মালিক-শ্রমিক কেউই আন্দোলন করতে পারে না। এ সময় সিটু অবৈধভাবে ধর্মঘটের চেষ্টা করছে।”
|
রায়গঞ্জে এইমসের দাবিতে অনশনে বসেও প্রধানমন্ত্রীর অনুরোধে তিনদিনের মাথায় অনশন তুলে নিয়েছিলেন দীপা দাশমুন্সি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে দীপা জানিয়ে এলেন, সমস্যার সমাধান না হলে তিনি ফের অনশনে বসবেন। দীপার দাবি, এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী গুলাম নবি আজাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। |